বারাসত, 9 ফেব্রুয়ারি: রাজ্যপাল-গেরুয়া শিবিরের সংঘাতের মধ্যেই এ বার রাজ্যপালের পাশে দাঁড়াতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjeet Praises Governor)। তাঁর মতে, "রাজ্যপাল সিভি আনন্দ বোস একজন পারফেক্ট নিরপেক্ষ লোক । তিনি যেভাবে সরকারের সঙ্গে তাল মিলিয়ে চলছেন, তাতে রাজ্যপালের মেয়াদ কমিয়ে আনা হতে পারে ৷" রাজ্যপাল তাঁর পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন শাসকদলের এই তারকা বিধায়ক ।
বৃহস্পতিবার রাজ্য সরকারের উদ্যোগে এক সরকারি পরিষেবা প্রদান কর্মসূচিতে যোগ দিতে নিজের বিধানসভা কেন্দ্র বারাসতে (North 24 Parganas News) যান স্থানীয় বিধায়ক তথা চলচ্চিত্র অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী । সেখানেই ইটিভি ভারতের প্রতিনিধির এক প্রশ্নের উত্তরে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নিয়ে এই মন্তব্য করেন তিনি ।
'বিধানসভার ঘটনা ন্যক্কারজনক এবং দুঃখজনক': গতকালের বাজেট অধিবেশনে বিধানসভায় বিশৃঙ্খলার প্রসঙ্গ টেনে চিরঞ্জিত বলেন, "রাজ্য বাজেট অধিবেশনে এমন বিশৃঙ্খলা আগে কখনও ঘটেনি ।গতকাল বিধানসভায় যেটা ঘটেছে তা অত্যন্ত ন্যক্কারজনক এবং দুঃখজনক । চরম বিশৃঙ্খলার মধ্যেও তিনি (সিভি আনন্দ বোস) কিন্তু বাজেট অধিবেশনে নিজের বক্তব্য পুরোপুরি রেখেছেন । যেটা আমরা জগদীপ ধনকড়ের ক্ষেত্রে দেখিনি । রাজ্যপাল হিসেবে তিনি তাঁর দায়িত্ব পালন করেছেন । এটাই একজন রাজ্যপালের কর্তব্য হওয়া উচিত ৷"
আরও পড়ুন: রাজ্যপালকে বেনজির আক্রমণ ! বিধানসভায় বিরোধীদের নিশানায় বোস
ধনকড় ও সিভি আনন্দ বোসের মধ্যে তুলনা: রাজ্যপাল হিসেবে জগদীপ ধনকড় এবং সিভি আনন্দ বোসের ভূমিকার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে বলেও মনে করেন তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী ।
এই বিষয়ে তিনি বলেন, "জগদীপ ধনকড় যখন রাজ্যপাল ছিলেন তখন তিনি ওদের (বিজেপি) হয়ে কাজ করেছেন । ওদের কথা শুনেছেন । বাজেট অধিবেশনে তিনি (জগদীপ ধনকড়) পুরো ভাষণ না দিয়েই বাইরে বেরিয়ে আসেন । রাজ্য বাজেটের কপির প্রথম ও শেষ চার লাইন পড়েই তিনি সন্তোষ প্রকাশ করেছিলেন । আমরা জানি, রাজ্যপাল সাধারণত রাজনীতির বাইরের লোক । তিনি রাজনীতির ঊর্ধ্বে ।ফলে, রাজ্যপাল হিসেবে সিভি আনন্দ বোস যা মনে করেছেন সেটাই তিনি করেছেন গতকালের রাজ্য বাজেটে । এই রাজ্যপালের শিরদাঁড়া সোজা ।অথচ, জগদীপ ধনকড়ের শিরদাঁড়া ছিল বাঁকা । সেই কারণে পুরষ্কার হিসেবে তাঁকে দেশের উপরাষ্ট্রপতির পদও দেওয়া হয়েছে । কিন্তু, এঁকে (সিভি আনন্দ বোস) উপরাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ পদ দেওয়া হবে না ৷"
রাজ্যপাল সিভি আনন্দ বোসকে বাগে আনতে পারছে না বলেই বিজেপির এত রাগ বলে দাবি করেছেন শাসকদলের এই তারকা বিধায়ক । তাঁর কথায়, "ওরা রাজ্যপালকে নিয়ে বিজেপিয়ান বলে যেটা করে, সেটা এই রাজ্যপালের ক্ষেত্রে করতে পারছে না । তিনি নিরপেক্ষই থেকে যাচ্ছেন ৷"