বারাসত, 11 অগস্ট: "আমার প্রচুর বান্ধবী ৷ কিন্তু কার কত সম্পত্তি আছে তো জানি না ৷ এবার তাহলে গিয়ে দেখতে হবে ৷ আর তাছাড়া আমি তো অর্পিতার মতো বান্ধবী বেছে নিই না, বান্ধবীরাই আমাকে বেছে নেয় ৷" বৃহস্পতিবার বারাসতের থানা চত্বরে রাখি বন্ধন উৎসবে যোগ দিয়ে এমনটাই বললেন বারাসতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী(Chiranjeet Chakraborty Says CBI ED Dont Like Me)৷
এরই সঙ্গে তিনি আরও বলেন, "আমার কোনও আতঙ্ক নেই ৷ কারণ,আমি ওই লাইনের লোক নই । এই সমস্ত কাণ্ডকারখানার ভিতর আমার কোনও ইনভলভমেন্ট খুঁজে পাওয়া যাবে না । সেই কারণে আমাকে একদমই পছন্দ করে না সিবিআই-ইডি । আসলে সিবিআই-ইডি পছন্দ করবে কী না সেটা সম্পূর্ণ নির্ভর করে ব্যক্তির কার্যকলাপের উপর । আসলে তুমি কী করছো, সেটাই সাধারণত দেখে থাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।"
আরও পড়ুন : বারাসত বস্তিবাসীদের জন্য চিরঞ্জিতের 'স্বপ্ননীড়'
এই কথা বলার মধ্য দিয়ে তৃণমূলের এই তারকা বিধায়ক পরোক্ষভাবে তারই দলের নেতা-মন্ত্রীদের সিবিআই-ইডি তলবের বিষয়টি বোঝাতে চেয়েছেন ? যদিও তার উত্তর মেলেনি বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীর কাছ থেকে ।
আরও পড়ুন : ভারত-বাংলাদেশ সম্প্রীতি পুরস্কারে সম্মানিত ভাস্বর-চিরঞ্জিত