ETV Bharat / state

Chiranjeet Chakraborty: দিদির সুরক্ষা কবচ হাতে পরলেই মিলবে সমস্ত সরকারি সুবিধা ! বারাসতে বেফাঁস বিধায়ক - বারাসতের খবর

'দিদির সুরক্ষা কবচ' (Didir Suraksha Kawach) রিস্ট ব‍্যান্ড হাতে পরলেই মিলবে সরকারি সুবিধা ! বারাসতে এসে একথা বললেন তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjeet Chakraborty) ৷ এ নিয়ে শুরু নয়া বিতর্ক ৷

Chiranjeet Chakraborty comment on Didir Suraksha Kawach sparks new Controversy
বারাসতে চিরঞ্জিত চক্রবর্তী ৷
author img

By

Published : Jan 9, 2023, 7:58 PM IST

বিধায়কের মন্তব্যে বিতর্ক ৷

বারাসত, 9 জানুয়ারি: নীল-সাদা রং এবং রাজ্য়ের শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রতীক-সহ 'দিদির সুরক্ষা কবচ' (Didir Suraksha Kawach) রিস্ট ব‍্যান্ড পরা থাকলেই সমস্ত সরকারি সুযোগ সুবিধা মিলবে ! সোমবার সাংবাদিক সম্মেলনে এমনই বেফাঁস মন্তব্য করে বসলেন তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjeet Chakraborty) ৷ যদিও পরে এ নিয়ে প্রশ্ন করা হলে বারাসতের বিধায়ক দাবি করেন, তিনি মোটেও এমন কিছু বলতে চাননি ৷ তবে, তাতে সমালোচনা বন্ধ করা যায়নি ৷ স্থানীয় বিজেপি নেতৃত্ব চিরঞ্জিতের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছে ৷

এদিনের সাংবাদিক সম্মেলনে চিরঞ্জিতকে বলতে শোনা যায়, "অনেক সময় সাধারণ মানুষের মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা যায় ৷ সেটা দূর করতেই মুখ্যমন্ত্রী এই কর্মসূচি কথা ঘোষণা করেছেন ৷ যাতে সাধারণ মানুষ অনায়াসেই সামাজিক প্রকল্প পেয়ে উপকৃত হতে পারেন ৷"

আরও পড়ুন: সরকারি প্রকল্প সম্পর্কে জানাতে 11 জানুয়ারি আসানসোলে 'দিদির সুরক্ষা কবচ'

এদিন বিকেলে উত্তর 24 পরগনার বারাসতের হাটখোলার দলীয় কার্যালয়ে 'দিদির সুরক্ষা কবচ' নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন চিরঞ্জিত ৷ তাঁর সঙ্গে ছিলেন বারাসত পৌরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায়-সহ তৃণমূলের অন্য়ান্য নেতা ও কর্মীরা ৷ তাঁদের পাশে নিয়ে বিধায়ক বলেন, "মুখ্যমন্ত্রীর প্রায় 63টি সামাজিক প্রকল্প রয়েছে এই রাজ্যে ৷ তার মধ্য থেকে 15টি প্রকল্প বেছে নেওয়া হয়েছে ৷ এই সামাজিক প্রকল্পগুলি নিয়েই আমরা মানুষের দুয়ারে পৌঁছব ৷ সেখানে গিয়ে এলাকার লোকজনের হাতে 'দিদির সুরক্ষা কবচ'-এর রিস্ট ব‍্যান্ড তুলে দেওয়া হবে ৷ নীল-সাদা রঙের এই রিস্ট ব‍্যান্ড কারও হাতে পরা থাকলেই যেকোনও রকমের সরকারি সাহায্য তাঁরা পাবেন ৷"

তৃণমূল বিধায়কের এই মন্তব্যকে কটাক্ষ করে শাসকদলকে নিশানা করেছে গেরুয়াশিবির ৷ এই বিষয়ে বিজেপির বারাসত সাংগঠনিক জেলা সভাপতি তাপস মিত্র বলেন, "রাজনৈতিক উদ্দেশ্যেই তৃণমূল বিধায়ক এভাবে গাইডলাইন বেঁধে দিচ্ছেন ৷ যাঁর কাছে নীল-সাদা রিস্ট ব‍্যান্ড থাকবে না, তিনি কি তাহলে সরকারি প্রকল্পের সুবিধা পাবেন না ? সাধারণ মানুষের মতো এই প্রশ্ন আমাদেরও ! এইভাবে সরকারি প্রকল্পের রাজনীতিকরণ করা যায় না ! আমরা এর তীব্র বিরোধিতা করছি ৷"

বিধায়কের মন্তব্যে বিতর্ক ৷

বারাসত, 9 জানুয়ারি: নীল-সাদা রং এবং রাজ্য়ের শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রতীক-সহ 'দিদির সুরক্ষা কবচ' (Didir Suraksha Kawach) রিস্ট ব‍্যান্ড পরা থাকলেই সমস্ত সরকারি সুযোগ সুবিধা মিলবে ! সোমবার সাংবাদিক সম্মেলনে এমনই বেফাঁস মন্তব্য করে বসলেন তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjeet Chakraborty) ৷ যদিও পরে এ নিয়ে প্রশ্ন করা হলে বারাসতের বিধায়ক দাবি করেন, তিনি মোটেও এমন কিছু বলতে চাননি ৷ তবে, তাতে সমালোচনা বন্ধ করা যায়নি ৷ স্থানীয় বিজেপি নেতৃত্ব চিরঞ্জিতের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছে ৷

এদিনের সাংবাদিক সম্মেলনে চিরঞ্জিতকে বলতে শোনা যায়, "অনেক সময় সাধারণ মানুষের মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা যায় ৷ সেটা দূর করতেই মুখ্যমন্ত্রী এই কর্মসূচি কথা ঘোষণা করেছেন ৷ যাতে সাধারণ মানুষ অনায়াসেই সামাজিক প্রকল্প পেয়ে উপকৃত হতে পারেন ৷"

আরও পড়ুন: সরকারি প্রকল্প সম্পর্কে জানাতে 11 জানুয়ারি আসানসোলে 'দিদির সুরক্ষা কবচ'

এদিন বিকেলে উত্তর 24 পরগনার বারাসতের হাটখোলার দলীয় কার্যালয়ে 'দিদির সুরক্ষা কবচ' নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন চিরঞ্জিত ৷ তাঁর সঙ্গে ছিলেন বারাসত পৌরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায়-সহ তৃণমূলের অন্য়ান্য নেতা ও কর্মীরা ৷ তাঁদের পাশে নিয়ে বিধায়ক বলেন, "মুখ্যমন্ত্রীর প্রায় 63টি সামাজিক প্রকল্প রয়েছে এই রাজ্যে ৷ তার মধ্য থেকে 15টি প্রকল্প বেছে নেওয়া হয়েছে ৷ এই সামাজিক প্রকল্পগুলি নিয়েই আমরা মানুষের দুয়ারে পৌঁছব ৷ সেখানে গিয়ে এলাকার লোকজনের হাতে 'দিদির সুরক্ষা কবচ'-এর রিস্ট ব‍্যান্ড তুলে দেওয়া হবে ৷ নীল-সাদা রঙের এই রিস্ট ব‍্যান্ড কারও হাতে পরা থাকলেই যেকোনও রকমের সরকারি সাহায্য তাঁরা পাবেন ৷"

তৃণমূল বিধায়কের এই মন্তব্যকে কটাক্ষ করে শাসকদলকে নিশানা করেছে গেরুয়াশিবির ৷ এই বিষয়ে বিজেপির বারাসত সাংগঠনিক জেলা সভাপতি তাপস মিত্র বলেন, "রাজনৈতিক উদ্দেশ্যেই তৃণমূল বিধায়ক এভাবে গাইডলাইন বেঁধে দিচ্ছেন ৷ যাঁর কাছে নীল-সাদা রিস্ট ব‍্যান্ড থাকবে না, তিনি কি তাহলে সরকারি প্রকল্পের সুবিধা পাবেন না ? সাধারণ মানুষের মতো এই প্রশ্ন আমাদেরও ! এইভাবে সরকারি প্রকল্পের রাজনীতিকরণ করা যায় না ! আমরা এর তীব্র বিরোধিতা করছি ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.