বারাসত, 7 ফেব্রুয়ারি : বারবার প্রার্থী বদল ৷ শাসকদলের প্রার্থী তালিকা নিয়ে বারাসত পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে বিভ্রান্তি তৈরি হয়েছে তৃণমূলের অন্দরেই । সূত্রের খবর, প্রথমে এই ওয়ার্ডে শাসকদলের যে প্রার্থীতালিকা প্রকাশ হয়েছিল তাতে নাম ছিল দীপক দাশগুপ্তের (TMC Candidate in Barasat Ward no 9) । 5 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী হিসেবে নাম ছিল সমীর গঙ্গোপাধ্যায়ের ।
পরবর্তীতে জানা যায়, নির্দিষ্ট সময়ে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে বিগত পৌর নির্বাচনের আয়-ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় তিন বছরের জন্য কোনও ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না প্রাক্তন কাউন্সিলর দীপক দাশগুপ্ত । ফলে চূড়ান্ত প্রার্থী তালিকা থেকে বাদ যায় তাঁর নাম । সেখানে 9 নম্বর ওয়ার্ডে তৃণমূলের তরফে প্রার্থী করা হয় সমীর গঙ্গোপাধ্যায়কে । কিন্তু, কয়েক ঘণ্টা কাটতে না কাটতে আচমকা সমীর গঙ্গোপাধ্যায়কে সরিয়ে ফের ওই ওয়ার্ডে টিকিট দেওয়া হয় দীপক দাশগুপ্তকেই । যা নিয়ে বিভ্রান্তি কাটছে না শাসকদলের অন্দরে (Chaos over TMC Candidate in Barasat) ।
তৃণমূল সূত্রে খবর, বিগত পৌর নির্বাচনের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার রিসিপ্ট কপি কোনও কারণে খুঁজে পাচ্ছিলেন না দীপক দাশগুপ্ত । তা খুঁজে পাওয়ার পর তড়িঘড়ি পাঠিয়ে দেন রাজ্য নির্বাচন কমিশনের কাছে । এরপরই রাজ্য নেতৃত্বের নির্দেশেই ফের তাঁকে টিকিট দেওয়া হয় দলের তরফে । তৃণমূল নেতৃত্বের বক্তব্য, ‘‘বিভ্রান্তি কিছুই নয় । দীপক দাশগুপ্ত ভোটের আয়-ব্যয়ের হিসাবের কপি নির্বাচন কমিশনের দফতরে না পাঠানোয় এই সমস্যা তৈরি হয়েছিল । পরবর্তীতে সেই সমস্যা মিটে যাওয়ায় দল পুনরায় তাঁকে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমোদন দিয়েছে ।’’
আরও পড়ুন : "বক্সী-পার্থর দেওয়া তালিকাই ফাইনাল", প্রার্থী বিতর্কে জল ঢেলে মন্তব্য মমতার
তৃণমূল প্রার্থী দীপক দাশগুপ্ত বলেন, ‘‘রাজ্য নির্বাচন কমিশনের কোনও এক জায়গায় ভুলভ্রান্তি তৈরি হয়েছিল । সেই কারণেই প্রার্থী নিয়ে জটিলতা দেখা দিয়েছিল । জটিলতা কাটিয়ে দল ফের 9 নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী করায় খুশি । জয়ের বিষয়ে একশো শতাংশ নিশ্চিত ।’’ অন্যদিকে, ওই ওয়ার্ড থেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেও সরিয়ে দেওয়া হয়েছে সমীর গঙ্গোপাধ্যায়কে ৷ সূত্র মারফত জানা গিয়েছে, ওই ওয়ার্ড থেকেই নির্দল হয়ে ভোটে লড়াই করতে পারেন তিনি ।
বারাসত পৌরসভার 9 নম্বর ওয়ার্ডটি বরাবরই কংগ্রেসের শক্ত ঘাঁটি । বিগত পৌর নির্বাচনগুলিতে এই ওয়ার্ড থেকেই দাশগুপ্ত পরিবারের কেউ না কেউ কংগ্রেসের টিকিটের প্রতিদ্বন্দ্বিতা করে জিতে এসেছেন । 2015 সালের পৌরভোটে এই ওয়ার্ড থেকে কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন দীপক দাশগুপ্ত । তিনিই ছিলেন বারাসত পৌরসভায় কংগ্রেসের একমাত্র কাউন্সিলর । কিন্তু ভোটের কয়েকমাস আগে তিনি সদলবলে যোগ দেন শাসকদলে ।