ETV Bharat / state

বনগাঁর আস্থা জিতেছে কে ? BJP-তৃণমূল উভয়ই বলছে আমরা - sankar adhya

দুই যুযুধান পক্ষ তৃণমূল-BJP দাবি করে গেল তারাই জিতেছে আস্থা বনগাঁ পৌরসভায় ।

দেবদাস মণ্ডল
author img

By

Published : Jul 16, 2019, 10:32 PM IST

Updated : Jul 16, 2019, 10:59 PM IST

বনগাঁ, 16 জুলাই : শুরুটা হয়েছিল সকালেই । দিনের শেষে সেই উত্তর অধরাই থেকে গেল । বনগাঁ পৌরসভা কার? দুই যুযুধান পক্ষ তৃণমূল-BJP দাবি করে গেল তারাই জিতেছে আস্থা বনগাঁ পৌরসভায় ।

bongaon, municipality floor test
শংকর আঢ্য (পৌরপ্রধান)

আরও পড়ুন : আস্থাভোট ঘিরে ধুন্ধুমার বনগাঁ, জয়ের দাবি তৃণমূল ও BJP-র

22 আসনের বনগাঁ পুরসভা ছিল তৃণমূলের দখলে । কাউন্সিলরের সংখ্যা ছিল 20 । এক জন করে কাউন্সিলর ছিল CPI (M) এবং কংগ্রেসের । কিন্তু সম্প্রতি 14 জন কাউন্সিলর তৃণমূল ছেড়ে BJP তে যোগ দেন । তার মধ্যে অবশ্য পরে তিন জন ফিরেও যান তৃণমূলে। নতুন সমীকরণ দাঁড়ায় বিজেপি 11, তৃণমূল 9, কংগ্রেস 1, CPI (M) 1 । এই পরিস্থিতিতেই পৌরসভার চেয়ারম্যান শংকর আঢ্যর বিরুদ্ধে অনাস্থা আনেন BJPতে যোগ দেওয়া কাউন্সিলররা । সেই অনাস্থার ভোটাভুটি ছিল আজ । কিন্তু, BJPতে যোগ দেওয়া এবং অনাস্থার এই মধ্যবর্তী সময়ে দুই কাউন্সিলর হিমাদ্রি মণ্ডল ও কার্তিক মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয় । সেই মামলাতেই কলকাতা হাইকোর্টের নির্দেশনামা নিয়ে আজ বনগাঁ পৌরসভার বাইরে হাজির হন হিমাদ্রি এবং কার্তিক । আর আস্থা ভোট ঘিরে সকাল থেকেই ধুন্ধুমার বনগাঁ ।

bongaon, municipality floor test
বনগাঁ পৌরসভার সামনে ধুন্ধুমার

আরও পড়ুন : কাল বনগাঁ পৌরসভার আস্থা ভোট, জারি 144 ধারা

সারাদিন উত্তপ্ত থাকার পর BJP দাবি করল তারাই আস্থা ভোট জিতেছে । দলের জেলা সহ-সভাপতি দেবদাস মণ্ডল সাংবাদিক বৈঠক করে দাবি করলেন, 11 জন কাউন্সিলর তাঁদের সঙ্গে আছেন । তাঁদের সই করা কাগজও দেখান তিনি । দেখান এগজ়িকিউটিভ অফিসার গৌরাঙ্গ বিশ্বাসের সইও । যদিও এ বিষয়ে গৌরাঙ্গ বিশ্বাস অবশ্য মুখ খুলতে চাননি । আবার গেরুয়া শিবির যতই জয়ের দাবি করুক, তা উড়িয়ে দিয়েছে তৃণমূল । শহরজুড়ে বিজয় মিছিল করে তৃণমূলের দাবি তারাই নাকি আস্থা জিতেছে ।

বনগাঁ, 16 জুলাই : শুরুটা হয়েছিল সকালেই । দিনের শেষে সেই উত্তর অধরাই থেকে গেল । বনগাঁ পৌরসভা কার? দুই যুযুধান পক্ষ তৃণমূল-BJP দাবি করে গেল তারাই জিতেছে আস্থা বনগাঁ পৌরসভায় ।

bongaon, municipality floor test
শংকর আঢ্য (পৌরপ্রধান)

আরও পড়ুন : আস্থাভোট ঘিরে ধুন্ধুমার বনগাঁ, জয়ের দাবি তৃণমূল ও BJP-র

22 আসনের বনগাঁ পুরসভা ছিল তৃণমূলের দখলে । কাউন্সিলরের সংখ্যা ছিল 20 । এক জন করে কাউন্সিলর ছিল CPI (M) এবং কংগ্রেসের । কিন্তু সম্প্রতি 14 জন কাউন্সিলর তৃণমূল ছেড়ে BJP তে যোগ দেন । তার মধ্যে অবশ্য পরে তিন জন ফিরেও যান তৃণমূলে। নতুন সমীকরণ দাঁড়ায় বিজেপি 11, তৃণমূল 9, কংগ্রেস 1, CPI (M) 1 । এই পরিস্থিতিতেই পৌরসভার চেয়ারম্যান শংকর আঢ্যর বিরুদ্ধে অনাস্থা আনেন BJPতে যোগ দেওয়া কাউন্সিলররা । সেই অনাস্থার ভোটাভুটি ছিল আজ । কিন্তু, BJPতে যোগ দেওয়া এবং অনাস্থার এই মধ্যবর্তী সময়ে দুই কাউন্সিলর হিমাদ্রি মণ্ডল ও কার্তিক মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয় । সেই মামলাতেই কলকাতা হাইকোর্টের নির্দেশনামা নিয়ে আজ বনগাঁ পৌরসভার বাইরে হাজির হন হিমাদ্রি এবং কার্তিক । আর আস্থা ভোট ঘিরে সকাল থেকেই ধুন্ধুমার বনগাঁ ।

bongaon, municipality floor test
বনগাঁ পৌরসভার সামনে ধুন্ধুমার

আরও পড়ুন : কাল বনগাঁ পৌরসভার আস্থা ভোট, জারি 144 ধারা

সারাদিন উত্তপ্ত থাকার পর BJP দাবি করল তারাই আস্থা ভোট জিতেছে । দলের জেলা সহ-সভাপতি দেবদাস মণ্ডল সাংবাদিক বৈঠক করে দাবি করলেন, 11 জন কাউন্সিলর তাঁদের সঙ্গে আছেন । তাঁদের সই করা কাগজও দেখান তিনি । দেখান এগজ়িকিউটিভ অফিসার গৌরাঙ্গ বিশ্বাসের সইও । যদিও এ বিষয়ে গৌরাঙ্গ বিশ্বাস অবশ্য মুখ খুলতে চাননি । আবার গেরুয়া শিবির যতই জয়ের দাবি করুক, তা উড়িয়ে দিয়েছে তৃণমূল । শহরজুড়ে বিজয় মিছিল করে তৃণমূলের দাবি তারাই নাকি আস্থা জিতেছে ।

Last Updated : Jul 16, 2019, 10:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.