ETV Bharat / state

ভাটপাড়ায় শান্তি মিছিল নিয়ে উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি - suryakanta mishra

ফের উত্তেজনা ভাটপাড়ায় । "শান্তি মিছিল" করার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হল বাম ও কংগ্রেসের কর্মী সমর্থকদের । পরে কমব্যাট ফোর্স ও RAF নামিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয় ।

ফাইল ফোটো
author img

By

Published : Jun 25, 2019, 6:46 PM IST

Updated : Jun 25, 2019, 11:37 PM IST

ভাটপাড়া, 25 জুন : ফের উত্তেজনা ভাটপাড়ায় । "শান্তি মিছিল" করার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হল বাম ও কংগ্রেসের কর্মী সমর্থকদের । বামেদের অভিযোগ, অনুমতি থাকা সত্ত্বেও তাদের মিছিল করতে বাধা দেয় পুলিশ । ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় রাস্তা । ব্যারিকেড সরিয়ে মিছিল করলে ফের বাধা দেয় পুলিশ । এই নিয়ে সাময়িক বচসার পর ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মার সামনেই চলে ধস্তাধস্তি । পরে কমব্যাট ফোর্স ও RAF নামিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয় ।

ভাটপাড়ায় চলা অশান্তির জেরে আজ বাম-কংগ্রেস একযোগে "শান্তি মিছিল"-এর আয়োজন করে । কাঁকিনাড়া স্টেশন থেকে মিছিল শুরু হয় বিকেলে । মিছিলে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র, CPI(M) নেতা সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিম প্রমুখ । বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর নেতৃত্বে মিছিল একটু এগোলেই পুলিশ তা আটকায় । শুরু হয় বচসা, চলে ধস্তাধস্তিও । এরপর ব্যারিকেড সরিয়ে মিছিল শুরু করলে ফের ভাটপাড়া থানার সামনে মিছিল আটকায় পুলিশ । পুলিশের মতে, এলাকায় 144 ধারা জারি থাকায় সেখানে মিছিল করায় নিষেধাজ্ঞা রয়েছে । তবে, বাম-কংগ্রেসের মতে, মিছিলের অনুমতি তাদের ছিল । বচসার সময় সেখানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভর্মা ।

পরে বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, সোমেন মিত্ররা শান্তিপূর্ণভাবে থানায় গিয়ে এলাকার পরিস্থিতি স্বাভাবিক করার আবেদন জানিয়ে স্মারকলিপি জমা দেয় । এজন্য পুলিশকে সাতদিনের সময় দেন তাঁরা । সাতদিনের মধ্যে এলাকায় শান্তি না ফিরলে জোরদার আন্দোলনের পথে তারা যাবেন বলে হুঁশিয়ারিও দেওয়া হয় ।

দেখুন ভিডিয়ো

এবিষয়ে, সোমেন মিত্র বলেন, "আমাদের একটাই দাবি সাধারণ মানুষের জীবনে শান্তি ফিরে আসুক । কারণ গরীবরাই তো সমস্যায় পড়ছেন । তো তাঁরা যাতে ভালো থাকেন আমরা সেটাই চাই । "

ভাটপাড়া, 25 জুন : ফের উত্তেজনা ভাটপাড়ায় । "শান্তি মিছিল" করার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হল বাম ও কংগ্রেসের কর্মী সমর্থকদের । বামেদের অভিযোগ, অনুমতি থাকা সত্ত্বেও তাদের মিছিল করতে বাধা দেয় পুলিশ । ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় রাস্তা । ব্যারিকেড সরিয়ে মিছিল করলে ফের বাধা দেয় পুলিশ । এই নিয়ে সাময়িক বচসার পর ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মার সামনেই চলে ধস্তাধস্তি । পরে কমব্যাট ফোর্স ও RAF নামিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয় ।

ভাটপাড়ায় চলা অশান্তির জেরে আজ বাম-কংগ্রেস একযোগে "শান্তি মিছিল"-এর আয়োজন করে । কাঁকিনাড়া স্টেশন থেকে মিছিল শুরু হয় বিকেলে । মিছিলে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র, CPI(M) নেতা সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিম প্রমুখ । বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর নেতৃত্বে মিছিল একটু এগোলেই পুলিশ তা আটকায় । শুরু হয় বচসা, চলে ধস্তাধস্তিও । এরপর ব্যারিকেড সরিয়ে মিছিল শুরু করলে ফের ভাটপাড়া থানার সামনে মিছিল আটকায় পুলিশ । পুলিশের মতে, এলাকায় 144 ধারা জারি থাকায় সেখানে মিছিল করায় নিষেধাজ্ঞা রয়েছে । তবে, বাম-কংগ্রেসের মতে, মিছিলের অনুমতি তাদের ছিল । বচসার সময় সেখানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভর্মা ।

পরে বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, সোমেন মিত্ররা শান্তিপূর্ণভাবে থানায় গিয়ে এলাকার পরিস্থিতি স্বাভাবিক করার আবেদন জানিয়ে স্মারকলিপি জমা দেয় । এজন্য পুলিশকে সাতদিনের সময় দেন তাঁরা । সাতদিনের মধ্যে এলাকায় শান্তি না ফিরলে জোরদার আন্দোলনের পথে তারা যাবেন বলে হুঁশিয়ারিও দেওয়া হয় ।

দেখুন ভিডিয়ো

এবিষয়ে, সোমেন মিত্র বলেন, "আমাদের একটাই দাবি সাধারণ মানুষের জীবনে শান্তি ফিরে আসুক । কারণ গরীবরাই তো সমস্যায় পড়ছেন । তো তাঁরা যাতে ভালো থাকেন আমরা সেটাই চাই । "


New Delhi, June 25, ANI: It has been 15 years since the popular American sitcom 'Friends' came to an end. It's no secret that the cast of the show, especially the women, have remained super close even after the series concluded. After celebrating Courteney Cox's birthday, Jennifer Aniston, Lisa Kudrow, and Cox reunited for a girls night out in the city. Cox took to her Instagram account to share a picture of the girl gang. Aniston recently said that she is open to bringing back the star-cast for a reunion. "The girls would do it and the boys would do it, I'm sure. Listen, anything can happen," she admitted. The actor later pivoted away from the idea of a reunion. The cast of the show have remained friends since the show ended its run in 2004, and the actors have occasionally been spotted together. The actors always find time to reunite, especially the women, fuelling rumours of a reunion or a possible reboot in the future. The American sitcom was touted as one of the most popular ones and is still the talk of the town among fans who are eagerly waiting to see their favorite stars back together.
Last Updated : Jun 25, 2019, 11:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.