ETV Bharat / state

Cbi Raid Naihati: নৈহাটিতে চিটফান্ড ডিরেক্টরের বাড়িতে সিবিআই হানা - naihati

উত্তর 24 পরগনার নৈহাটিতে একটি চিটফান্ড সংস্থার ডিরেক্টরের বাড়িতে হানা দিল সিবিআইয়ের আধিকারিকরা ৷ সংস্থার নাম মন্ত্র চিটফান্ড ৷ সিবিআই আধিকারিকদের পাঁচ সদস্যের প্রতিনিধি দল হানা দেয় চিটফান্ড সংস্থার ডিরেক্টর সম্রাট ভট্টাচার্য ও তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা দে ভট্টাচার্যর বাড়িতে ৷ এই ঘটনায় স্তম্ভিত এলাবাসীরাও ৷

Cbi Raid Naihati
নৈহাটিতে চিটফান্ড ডিরেক্টর বাড়িতে সিবিআই হানা
author img

By

Published : Aug 11, 2021, 4:41 PM IST

নৈহাটি, 11 অগস্ট : রাজ্যে গত কয়েক বছর ধরে রমরমিয়ে চলছে বিভিন্ন সংস্থার চিটফান্ড ব্যবসা ৷ এরমধ্যে বেশ কয়েকটি সংস্থার বেআইনিভাবে ব্যবসা করার অভিযোগ এসেছে ৷ সেইসব সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে ৷ আজ উত্তর 24 পরগনার নৈহাটিতে একটি চিটফান্ড সংস্থার ডিরেক্টরের বাড়িতে হানা দিলেন সিবিআইয়ের আধিকারিকরা ৷ সংস্থার নাম মন্ত্র চিটফান্ড ৷ এই ঘটনায় অবাক এলাকাবাসীরাও ৷

সিবিআই আধিকারিকদের পাঁচ সদস্যের প্রতিনিধি দল হানা দেয় চিটফান্ড সংস্থার ডিরেক্টর সম্রাট ভট্টাচার্য ও তার স্ত্রী প্রিয়াঙ্কা দে ভট্টাচার্যর বাড়িতে ৷ একইসঙ্গে হানা দেওয়া হয় তাঁর ভাগ্নে রানা দত্তের বাড়িতেও ৷ সম্রাট ভট্টাচার্য কিছুদিন ধরে কাঁকিনাড়ার নিজের বাড়ির বদলে নৈহাটিতে শ্বশুরবাড়িতে থাকছিলেন । সিবিআই এখন তাঁর শ্বশুরবাড়িতেও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ।

নৈহাটিতে চিটফান্ড ডিরেক্টর বাড়িতে সিবিআই হানা

আরও পড়ুন: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার পুলিশকর্মী

চিটফান্ড সংস্থার ডিরেক্টর সম্রাট ভট্টাচার্যর স্ত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য একটি আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুতকারী সংস্থার থেকে প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন ধরনের ওযুধ বিক্রি করতেন ৷ এই ওষুধ বিক্রির আড়ালেই চলত চিটফান্ড ব্যবসা ৷ ইতিমধ্যেই সম্রাটবাবু এবং তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন সিবিআই আধিকারিকরা ৷ খোঁজ চলছে তাঁর ভাগ্নেরও ৷ স্থানীয়রা জানিয়েছে, সম্রাট ভট্টাচার্য পাড়ার খুবই ভাল ছেলে ৷ নানা সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকত ৷ তবে গত কয়েক বছর ধরে সেভাবে আর কারও সঙ্গে যোগাযোগ রাখত না ৷ প্রতিবেশীদের ধারণা, এইসব কারণেই হয়ত সে সকলের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল ৷

নৈহাটি, 11 অগস্ট : রাজ্যে গত কয়েক বছর ধরে রমরমিয়ে চলছে বিভিন্ন সংস্থার চিটফান্ড ব্যবসা ৷ এরমধ্যে বেশ কয়েকটি সংস্থার বেআইনিভাবে ব্যবসা করার অভিযোগ এসেছে ৷ সেইসব সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে ৷ আজ উত্তর 24 পরগনার নৈহাটিতে একটি চিটফান্ড সংস্থার ডিরেক্টরের বাড়িতে হানা দিলেন সিবিআইয়ের আধিকারিকরা ৷ সংস্থার নাম মন্ত্র চিটফান্ড ৷ এই ঘটনায় অবাক এলাকাবাসীরাও ৷

সিবিআই আধিকারিকদের পাঁচ সদস্যের প্রতিনিধি দল হানা দেয় চিটফান্ড সংস্থার ডিরেক্টর সম্রাট ভট্টাচার্য ও তার স্ত্রী প্রিয়াঙ্কা দে ভট্টাচার্যর বাড়িতে ৷ একইসঙ্গে হানা দেওয়া হয় তাঁর ভাগ্নে রানা দত্তের বাড়িতেও ৷ সম্রাট ভট্টাচার্য কিছুদিন ধরে কাঁকিনাড়ার নিজের বাড়ির বদলে নৈহাটিতে শ্বশুরবাড়িতে থাকছিলেন । সিবিআই এখন তাঁর শ্বশুরবাড়িতেও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ।

নৈহাটিতে চিটফান্ড ডিরেক্টর বাড়িতে সিবিআই হানা

আরও পড়ুন: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার পুলিশকর্মী

চিটফান্ড সংস্থার ডিরেক্টর সম্রাট ভট্টাচার্যর স্ত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য একটি আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুতকারী সংস্থার থেকে প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন ধরনের ওযুধ বিক্রি করতেন ৷ এই ওষুধ বিক্রির আড়ালেই চলত চিটফান্ড ব্যবসা ৷ ইতিমধ্যেই সম্রাটবাবু এবং তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন সিবিআই আধিকারিকরা ৷ খোঁজ চলছে তাঁর ভাগ্নেরও ৷ স্থানীয়রা জানিয়েছে, সম্রাট ভট্টাচার্য পাড়ার খুবই ভাল ছেলে ৷ নানা সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকত ৷ তবে গত কয়েক বছর ধরে সেভাবে আর কারও সঙ্গে যোগাযোগ রাখত না ৷ প্রতিবেশীদের ধারণা, এইসব কারণেই হয়ত সে সকলের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.