জগদ্দল, 3 সেপ্টেম্বর : দুষ্কৃতীদের মারধরের হাত থেকে ছেলে ও পুত্রবধূকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন 80 বছরের শোভারানি মণ্ডল ৷ তাঁকে খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ৷ ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে নেমে শোভারানির খুনের অভিযোগে একজনকে গ্রেফতার করল সিবিআই ৷ ধৃতের নাম রতন হালদার ৷
ভোট পরবর্তী হিংসা মামলায় ধর্ষণ ও খুনের মতো তদন্তের দায়ভার দেওয়া হয়েছে সিবিআইকে ৷ ইতিমধ্যেই সিবিআইয়ের প্রতিনিধিদল রাজ্যে এসেছে ৷ ঘটনাস্থল পরিদর্শন করছেন ৷ ভোট পরবর্তী হিংসার শিকার হয়েছেন যারা, তাদের পরিবারের সঙ্গে কথা বলছেন ৷ ইতিমধ্যেই কয়েকজনকে আটক করেছে সিবিআই ৷ এবার আরও একজনকে গ্রেফতার করল সিবিআই ৷
আরও পড়ুন, Post Poll Violence : ভোট পরবর্তী হিংসা মামলায় তৎপরতা, তদন্তে চারটি দল গঠন সিবিআইয়ের
2 মে ভাটপাড়ার 28 নম্বর ওয়ার্ডের রাহুতা বিআরএস কলোনি এলাকায় বিজেপি কর্মী মারধরের ঘটনায় ছেলে ও পূত্রবধূকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান শোভারানি মণ্ডল ৷ ঘটনার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ সেই ঘটনায় রতন হালদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিবিআই ৷