ETV Bharat / state

ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার বসিরহাটে, তদন্তে পুলিশ - latest news today

উত্তর 24 পরগনার বসিরহাটের ভঞ্জ-পাড়ায় ঘটনাটি ঘটে ৷ আত্মহত্যা না খুন, খতিয়ে দেখছে পুলিশ ৷

businessman unnatural death at bashirhat
ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার বসিরহাটে, তদন্তে পুলিশ
author img

By

Published : Jun 25, 2021, 8:14 PM IST

বসিরহাট, 25 জুন : ঘর থেকে ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ । মৃতের নাম মৃণালকান্তি পাল (50) । এই ঘটনাটি শুক্রবার ঘটেছে উত্তর 24 পরগনার বসিরহাটে । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক অবসাদ থেকেই ওই ব্যবসায়ী আত্মহত্যা করেছেন । তবে পুলিশ জানিয়েছে, এর পিছনে অন্য কোনও রহস্য আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

আরও পড়ুন : নাবালিকার শ্লীলতাহানি ! পুরোহিতের গলায় প্ল্যাকার্ড বেঁধে ঘোরানো হল গ্রাম

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে ওই ব্যবসায়ীর বাড়ি বসিরহাট পুরসভার 10 নম্বর ওয়ার্ডের ভঞ্জ-পাড়ায় । তার নিজের আইসক্রিমের কারখানা রয়েছে । এছাড়াও বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত তিনি । ছ'মাস আগে মারা যান ওই ব্যবসায়ীর স্ত্রী । দম্পতি নিঃসন্তান ছিলেন । স্ত্রী মারা যাওয়ার পর থেকে আরও নিঃসঙ্গ হয়ে পড়েন ব্যবসায়ী । মানসিক অবসাদও গ্রাস করে তাঁকে ।

আরও পড়ুন : ভারত-বাংলাদেশ সীমান্তে 34 লাখ টাকার সোনা-সহ ধৃত 1 পাচারকারী

এসবের মধ্যেই এদিন সকালে ব্যবসায়ীর বাড়ির দরজা দীর্ঘক্ষণ বন্ধ দেখে সন্দেহ হয় স্থানীয়দের । খবর দেওয়া হয় পুলিশে । এর পর বসিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার করে । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ।

পুলিশ জানিয়েছে, তারা ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে ৷ এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ থাকতেও পারে ৷ তাই এখনই মানসিক অবসাদে আত্মহত্যার তত্ত্বে সিলমোহর দিতে নারাজ পুলিশ ৷

আরও পড়ুন : টানা বৃষ্টিতে ফের পাহাড়ে ধস, ক্ষতিগ্রস্ত 55 নম্বর জাতীয় সড়ক

বসিরহাট, 25 জুন : ঘর থেকে ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ । মৃতের নাম মৃণালকান্তি পাল (50) । এই ঘটনাটি শুক্রবার ঘটেছে উত্তর 24 পরগনার বসিরহাটে । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক অবসাদ থেকেই ওই ব্যবসায়ী আত্মহত্যা করেছেন । তবে পুলিশ জানিয়েছে, এর পিছনে অন্য কোনও রহস্য আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

আরও পড়ুন : নাবালিকার শ্লীলতাহানি ! পুরোহিতের গলায় প্ল্যাকার্ড বেঁধে ঘোরানো হল গ্রাম

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে ওই ব্যবসায়ীর বাড়ি বসিরহাট পুরসভার 10 নম্বর ওয়ার্ডের ভঞ্জ-পাড়ায় । তার নিজের আইসক্রিমের কারখানা রয়েছে । এছাড়াও বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত তিনি । ছ'মাস আগে মারা যান ওই ব্যবসায়ীর স্ত্রী । দম্পতি নিঃসন্তান ছিলেন । স্ত্রী মারা যাওয়ার পর থেকে আরও নিঃসঙ্গ হয়ে পড়েন ব্যবসায়ী । মানসিক অবসাদও গ্রাস করে তাঁকে ।

আরও পড়ুন : ভারত-বাংলাদেশ সীমান্তে 34 লাখ টাকার সোনা-সহ ধৃত 1 পাচারকারী

এসবের মধ্যেই এদিন সকালে ব্যবসায়ীর বাড়ির দরজা দীর্ঘক্ষণ বন্ধ দেখে সন্দেহ হয় স্থানীয়দের । খবর দেওয়া হয় পুলিশে । এর পর বসিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার করে । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ।

পুলিশ জানিয়েছে, তারা ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে ৷ এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ থাকতেও পারে ৷ তাই এখনই মানসিক অবসাদে আত্মহত্যার তত্ত্বে সিলমোহর দিতে নারাজ পুলিশ ৷

আরও পড়ুন : টানা বৃষ্টিতে ফের পাহাড়ে ধস, ক্ষতিগ্রস্ত 55 নম্বর জাতীয় সড়ক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.