হাবড়া, 30 নভেম্বর : হাবড়ায় খুন হলেন ব্যবসায়ী (Businessman Murder in Habra) ৷ প্রতিবেশী আর এক ব্যবসায়ীর হাতেই খুন হন বলে অভিযোগ ৷ অভিযুক্তের ছুরির আঘাতে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে ৷ তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷
হাবড়া থানার শ্রীপুর এলাকার নগরউখড়া মোড়ে রয়েছে একটি ফার্ণিচারের দোকান ৷ মালিকের নাম পার্থসারথি বিশ্বাস (40) ৷ অন্যান্য দিনের মতোই সোমবার সন্ধ্যাবেলাও দোকানেই ছিলেন তিনি ৷ সেই সময় পার্শ্ববর্তী এক স্বর্ণ ব্যবসায়ী দোকানে এসে পার্থর সঙ্গে কথা বলার জন্য় দোতলার ঘরে ডেকে নিয়ে যায় ৷ কথা বলতে বলতেই পার্থর গলায় আচমকা ছুরি চালিয়ে পালিয়ে যায় সেই ব্যবসায়ী ৷ চিৎকার শুনে দোকানের এক কর্মচারী সন্দীপ ঘোষ এসে দেখেন গলায় হাত দিয়ে রক্তাক্ত অবস্থায় রয়েছেন পার্থবাবু ৷ ততক্ষণে চিৎকার চেঁচামেচিতে পাশের দোকানের ব্যবসায়ীরাও তড়িঘড়ি চলে আসেন ৷ পার্থকে দ্রুত হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়ার কিছু সময় পরই তাঁর মৃত্যু হয় ৷ অতিরিক্ত রক্তক্ষরণের জেরেই তাঁর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর ৷
আরও পড়ুন : Mother Murder: নেশার টাকা না দেওয়ায় মাকে খুন করে নিখোঁজের গল্প ফাঁদল ‘ঈশ্বর’
খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছয় হাবড়া থানার পুলিশ ও হাবড়া পৌরসভার মুখ্য প্রশাসক নারায়ণ সাহা (News of Habra) ৷ এই বিষয়ে পার্থবাবুর দোকানের এক কর্মচারী সন্দীপ ঘোষ বলেন, "পার্শ্ববর্তী শ্যাম মার্কেটের স্বর্ণ ব্যবসায়ী সাধু ছুরি মেরেছে । ওরা উপরের ঘরে কথা বলছিল ৷ হঠাৎ দোকান মালিকের চিৎকার শুনে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তিনি । আর সাধু পালিয়ে গিয়েছে ।"
হাবড়া পৌরসভার প্রশাসক নারায়ণ সাহা বলেন, "পার্থসারথি হাবড়ার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী । তাঁকে অপর এক স্বর্ণ ব্যবসায়ী খুন করেছে বলে শুনেছি ৷ সম্ভবত এদের মধ্যে আর্থিক লেনদেন নিয়ে কোনও বিবাদ ছিল । প্রশাসনের সঙ্গে কথা হয়েছে এলাকার সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে । যত দ্রুত সম্ভব অভিযুক্তকে গ্রেফতার করা হবে ।" গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিশ ।
আরও পড়ুন : Wife Murders Husband :পরকীয়ার জের! স্বামীকে পিটিয়ে খুনের অভিযোগে স্ত্রী গ্রেফতার