ETV Bharat / state

Amarnath Cloud Burst : অমরনাথের ঘটনায় আহত বারাসতের ব্যবসায়ী, উৎকণ্ঠায় পরিবার - Amarnath cloud burst incident

অমরনাথে মেঘভাঙা বৃষ্টিতে বারাসতের ব‍্যবসায়ী রাজীব হালদারের আহত হওয়ার ঘটনায় ইটিভি ভারতের সামনে নিজের উৎকণ্ঠা ব্যক্ত করলেন তাঁর স্ত্রী তাপসী হালদার (Amarnath Cloud Burst) ।

Amarnath Cloud Burst
অমরনাথের ঘটনায় রাজীব হালদারের পরিবার উৎকণ্ঠায়
author img

By

Published : Jul 10, 2022, 4:35 PM IST

Updated : Jul 10, 2022, 4:55 PM IST

বারাসত, 10 জুলাই: অমরনাথে প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনায় (Amarnath cloud burst incident) আহত হয়েছেন এরাজ্যের বারাসতের ব্যবসায়ী রাজীব হালদার ৷ তাঁর পায়ে চোট লেগেছে ৷ বিষয়টি নিয়ে উৎকণ্ঠায় রয়েছে তাঁর পরিবার ৷ ঠিকমতো যোগাযোগ করতে না পারায় সেই চিন্তা আরও বেড়েছে ৷ রাজীব হালদার স্ত্রী তাপসী হালদার বলেন, "স্বামী সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন । সুস্থ হয়ে ও ঘরে ফিরে আসুক সেটাই চাই আমরা ।" তাপসী হালদার জানিয়েছেন, ঘটনার পর স্বামীর সঙ্গে দু-একবার কথা হলেও তারপর থেকে আর কোনও যোগাযোগ করতে পারছেন না তাঁরা । ফলে, দুশ্চিন্তা রয়েই গিয়েছে পরিবারের লোকেদের । পরিবারের একটাই আর্তি, এই ব‍্যাপারে রাজ্য সরকার যথাযথ পদক্ষেপ নিক ৷ যাতে অমরনাথ যাত্রায় গিয়ে আটকে পড়া পুণ্যার্থীদের সুস্থ অবস্থায় বাংলায় ফিরিয়ে আনা যায় ।

উল্লেখ্য, শুক্রবার অমরনাথ যাত্রা চলাকালীন মেঘভাঙা বৃষ্টির জেরে অন্তত 16 জন প্রাণ হারিয়েছেন । নিখোঁজ কমপক্ষে 40 । এই বিপর্যয়ের জেরে ইতিমধ্যে স্থগিত হয়ে গিয়েছে অমরনাথ যাত্রা । আটকে পড়া পুণ্যার্থীদের নিরাপদে ফিরিয়ে আনতে সবরকমের প্রচেষ্টা চালাচ্ছে সেখানকার প্রশাসন । এসবের মধ্যেই অমরনাথ যাত্রায় গিয়ে প্রাকৃতিক বিপর্যয়ে সেখানে আটকে পড়েছেন পশ্চিমবঙ্গের বহু পুণ্যার্থী । তাঁদেরই একজন উত্তর 24 পরগনার বারাসতের ব‍্যবসায়ী রাজীব হালদার ।

আরও পড়ুন : Amarnath Cloud Burst: অমরনাথ যাত্রায় মৃত্যু বারুইপুরের পড়ুয়ার

মেঘভাঙা বৃষ্টির প্রবল জলস্ফীতির জেরে পায়ে গুরুতর চোট লেগেছে তাঁর । তবে সেনাবাহিনীর তৎপরতায় বরাত জোরে প্রাণে বেঁচে গিয়েছেন তিনি । বর্তমানে শ্রীনগরের একটি হাসপাতালে চিকিৎসা চলছে আহত রাজীবের । দুর্ঘটনার খবর পেয়ে চিন্তায় রাতের ঘুম উড়েছিল ব‍্যবসায়ীর পরিবারের সদস্যদের । কার্যত নাওয়া খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল তাঁদের । চরম উৎকণ্ঠার মাঝেই শেষ পর্যন্ত রাজীববাবুর সঙ্গে যোগাযোগ করতে পেরে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে উদ্বিগ্ন পরিবারে । তবে, তিনি যতক্ষণ না বারাসতের বাড়িতে সুস্থ অবস্থায় ফিরে আসছেন ততক্ষণ উদ্বেগ কাটছে না কিছুতেই ।

অমরনাথের ঘটনায় রাজীব হালদারের পরিবার উৎকণ্ঠায়

পরিবার সূত্রে খবর, 4 জুলাই বারাসতের পাইওনিয়ার এবং ন'পাড়া থেকে 10 জনের একটি দল রওনা হয়েছিল অমরনাথের উদ্দেশ্যে । সেই দলের সদস্যদের মধ্যে একমাত্র ওই ব‍্যবসায়ীই আহত হয়েছেন অমরনাথের মেঘভাঙা বৃষ্টিতে । বাকিরা সুস্থ থাকলেও এখনও আটকে রয়েছেন সেখানে । ফলে ব‍্যবসায়ীর পরিবারের মতো বাকি ব্যক্তিদের পরিবারের সদস্যরাও এখন তাকিয়ে রয়েছেন আটক পুণ্যার্থীদের সুস্থ অবস্থায় বাড়ি ফেরার দিকে । প্রশাসন অবশ্য আটকে পড়া এই পুণ্যার্থীদের রাজ্যে ফিরিয়ে আনতে জম্মু-কাশ্মীর সরকারের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রেখে চলেছে বলে জানা গিয়েছে ।

বারাসত, 10 জুলাই: অমরনাথে প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনায় (Amarnath cloud burst incident) আহত হয়েছেন এরাজ্যের বারাসতের ব্যবসায়ী রাজীব হালদার ৷ তাঁর পায়ে চোট লেগেছে ৷ বিষয়টি নিয়ে উৎকণ্ঠায় রয়েছে তাঁর পরিবার ৷ ঠিকমতো যোগাযোগ করতে না পারায় সেই চিন্তা আরও বেড়েছে ৷ রাজীব হালদার স্ত্রী তাপসী হালদার বলেন, "স্বামী সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন । সুস্থ হয়ে ও ঘরে ফিরে আসুক সেটাই চাই আমরা ।" তাপসী হালদার জানিয়েছেন, ঘটনার পর স্বামীর সঙ্গে দু-একবার কথা হলেও তারপর থেকে আর কোনও যোগাযোগ করতে পারছেন না তাঁরা । ফলে, দুশ্চিন্তা রয়েই গিয়েছে পরিবারের লোকেদের । পরিবারের একটাই আর্তি, এই ব‍্যাপারে রাজ্য সরকার যথাযথ পদক্ষেপ নিক ৷ যাতে অমরনাথ যাত্রায় গিয়ে আটকে পড়া পুণ্যার্থীদের সুস্থ অবস্থায় বাংলায় ফিরিয়ে আনা যায় ।

উল্লেখ্য, শুক্রবার অমরনাথ যাত্রা চলাকালীন মেঘভাঙা বৃষ্টির জেরে অন্তত 16 জন প্রাণ হারিয়েছেন । নিখোঁজ কমপক্ষে 40 । এই বিপর্যয়ের জেরে ইতিমধ্যে স্থগিত হয়ে গিয়েছে অমরনাথ যাত্রা । আটকে পড়া পুণ্যার্থীদের নিরাপদে ফিরিয়ে আনতে সবরকমের প্রচেষ্টা চালাচ্ছে সেখানকার প্রশাসন । এসবের মধ্যেই অমরনাথ যাত্রায় গিয়ে প্রাকৃতিক বিপর্যয়ে সেখানে আটকে পড়েছেন পশ্চিমবঙ্গের বহু পুণ্যার্থী । তাঁদেরই একজন উত্তর 24 পরগনার বারাসতের ব‍্যবসায়ী রাজীব হালদার ।

আরও পড়ুন : Amarnath Cloud Burst: অমরনাথ যাত্রায় মৃত্যু বারুইপুরের পড়ুয়ার

মেঘভাঙা বৃষ্টির প্রবল জলস্ফীতির জেরে পায়ে গুরুতর চোট লেগেছে তাঁর । তবে সেনাবাহিনীর তৎপরতায় বরাত জোরে প্রাণে বেঁচে গিয়েছেন তিনি । বর্তমানে শ্রীনগরের একটি হাসপাতালে চিকিৎসা চলছে আহত রাজীবের । দুর্ঘটনার খবর পেয়ে চিন্তায় রাতের ঘুম উড়েছিল ব‍্যবসায়ীর পরিবারের সদস্যদের । কার্যত নাওয়া খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল তাঁদের । চরম উৎকণ্ঠার মাঝেই শেষ পর্যন্ত রাজীববাবুর সঙ্গে যোগাযোগ করতে পেরে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে উদ্বিগ্ন পরিবারে । তবে, তিনি যতক্ষণ না বারাসতের বাড়িতে সুস্থ অবস্থায় ফিরে আসছেন ততক্ষণ উদ্বেগ কাটছে না কিছুতেই ।

অমরনাথের ঘটনায় রাজীব হালদারের পরিবার উৎকণ্ঠায়

পরিবার সূত্রে খবর, 4 জুলাই বারাসতের পাইওনিয়ার এবং ন'পাড়া থেকে 10 জনের একটি দল রওনা হয়েছিল অমরনাথের উদ্দেশ্যে । সেই দলের সদস্যদের মধ্যে একমাত্র ওই ব‍্যবসায়ীই আহত হয়েছেন অমরনাথের মেঘভাঙা বৃষ্টিতে । বাকিরা সুস্থ থাকলেও এখনও আটকে রয়েছেন সেখানে । ফলে ব‍্যবসায়ীর পরিবারের মতো বাকি ব্যক্তিদের পরিবারের সদস্যরাও এখন তাকিয়ে রয়েছেন আটক পুণ্যার্থীদের সুস্থ অবস্থায় বাড়ি ফেরার দিকে । প্রশাসন অবশ্য আটকে পড়া এই পুণ্যার্থীদের রাজ্যে ফিরিয়ে আনতে জম্মু-কাশ্মীর সরকারের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রেখে চলেছে বলে জানা গিয়েছে ।

Last Updated : Jul 10, 2022, 4:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.