ETV Bharat / state

Amarnath Cloud Burst : অমরনাথের ঘটনায় আহত বারাসতের ব্যবসায়ী, উৎকণ্ঠায় পরিবার

অমরনাথে মেঘভাঙা বৃষ্টিতে বারাসতের ব‍্যবসায়ী রাজীব হালদারের আহত হওয়ার ঘটনায় ইটিভি ভারতের সামনে নিজের উৎকণ্ঠা ব্যক্ত করলেন তাঁর স্ত্রী তাপসী হালদার (Amarnath Cloud Burst) ।

Amarnath Cloud Burst
অমরনাথের ঘটনায় রাজীব হালদারের পরিবার উৎকণ্ঠায়
author img

By

Published : Jul 10, 2022, 4:35 PM IST

Updated : Jul 10, 2022, 4:55 PM IST

বারাসত, 10 জুলাই: অমরনাথে প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনায় (Amarnath cloud burst incident) আহত হয়েছেন এরাজ্যের বারাসতের ব্যবসায়ী রাজীব হালদার ৷ তাঁর পায়ে চোট লেগেছে ৷ বিষয়টি নিয়ে উৎকণ্ঠায় রয়েছে তাঁর পরিবার ৷ ঠিকমতো যোগাযোগ করতে না পারায় সেই চিন্তা আরও বেড়েছে ৷ রাজীব হালদার স্ত্রী তাপসী হালদার বলেন, "স্বামী সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন । সুস্থ হয়ে ও ঘরে ফিরে আসুক সেটাই চাই আমরা ।" তাপসী হালদার জানিয়েছেন, ঘটনার পর স্বামীর সঙ্গে দু-একবার কথা হলেও তারপর থেকে আর কোনও যোগাযোগ করতে পারছেন না তাঁরা । ফলে, দুশ্চিন্তা রয়েই গিয়েছে পরিবারের লোকেদের । পরিবারের একটাই আর্তি, এই ব‍্যাপারে রাজ্য সরকার যথাযথ পদক্ষেপ নিক ৷ যাতে অমরনাথ যাত্রায় গিয়ে আটকে পড়া পুণ্যার্থীদের সুস্থ অবস্থায় বাংলায় ফিরিয়ে আনা যায় ।

উল্লেখ্য, শুক্রবার অমরনাথ যাত্রা চলাকালীন মেঘভাঙা বৃষ্টির জেরে অন্তত 16 জন প্রাণ হারিয়েছেন । নিখোঁজ কমপক্ষে 40 । এই বিপর্যয়ের জেরে ইতিমধ্যে স্থগিত হয়ে গিয়েছে অমরনাথ যাত্রা । আটকে পড়া পুণ্যার্থীদের নিরাপদে ফিরিয়ে আনতে সবরকমের প্রচেষ্টা চালাচ্ছে সেখানকার প্রশাসন । এসবের মধ্যেই অমরনাথ যাত্রায় গিয়ে প্রাকৃতিক বিপর্যয়ে সেখানে আটকে পড়েছেন পশ্চিমবঙ্গের বহু পুণ্যার্থী । তাঁদেরই একজন উত্তর 24 পরগনার বারাসতের ব‍্যবসায়ী রাজীব হালদার ।

আরও পড়ুন : Amarnath Cloud Burst: অমরনাথ যাত্রায় মৃত্যু বারুইপুরের পড়ুয়ার

মেঘভাঙা বৃষ্টির প্রবল জলস্ফীতির জেরে পায়ে গুরুতর চোট লেগেছে তাঁর । তবে সেনাবাহিনীর তৎপরতায় বরাত জোরে প্রাণে বেঁচে গিয়েছেন তিনি । বর্তমানে শ্রীনগরের একটি হাসপাতালে চিকিৎসা চলছে আহত রাজীবের । দুর্ঘটনার খবর পেয়ে চিন্তায় রাতের ঘুম উড়েছিল ব‍্যবসায়ীর পরিবারের সদস্যদের । কার্যত নাওয়া খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল তাঁদের । চরম উৎকণ্ঠার মাঝেই শেষ পর্যন্ত রাজীববাবুর সঙ্গে যোগাযোগ করতে পেরে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে উদ্বিগ্ন পরিবারে । তবে, তিনি যতক্ষণ না বারাসতের বাড়িতে সুস্থ অবস্থায় ফিরে আসছেন ততক্ষণ উদ্বেগ কাটছে না কিছুতেই ।

অমরনাথের ঘটনায় রাজীব হালদারের পরিবার উৎকণ্ঠায়

পরিবার সূত্রে খবর, 4 জুলাই বারাসতের পাইওনিয়ার এবং ন'পাড়া থেকে 10 জনের একটি দল রওনা হয়েছিল অমরনাথের উদ্দেশ্যে । সেই দলের সদস্যদের মধ্যে একমাত্র ওই ব‍্যবসায়ীই আহত হয়েছেন অমরনাথের মেঘভাঙা বৃষ্টিতে । বাকিরা সুস্থ থাকলেও এখনও আটকে রয়েছেন সেখানে । ফলে ব‍্যবসায়ীর পরিবারের মতো বাকি ব্যক্তিদের পরিবারের সদস্যরাও এখন তাকিয়ে রয়েছেন আটক পুণ্যার্থীদের সুস্থ অবস্থায় বাড়ি ফেরার দিকে । প্রশাসন অবশ্য আটকে পড়া এই পুণ্যার্থীদের রাজ্যে ফিরিয়ে আনতে জম্মু-কাশ্মীর সরকারের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রেখে চলেছে বলে জানা গিয়েছে ।

বারাসত, 10 জুলাই: অমরনাথে প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনায় (Amarnath cloud burst incident) আহত হয়েছেন এরাজ্যের বারাসতের ব্যবসায়ী রাজীব হালদার ৷ তাঁর পায়ে চোট লেগেছে ৷ বিষয়টি নিয়ে উৎকণ্ঠায় রয়েছে তাঁর পরিবার ৷ ঠিকমতো যোগাযোগ করতে না পারায় সেই চিন্তা আরও বেড়েছে ৷ রাজীব হালদার স্ত্রী তাপসী হালদার বলেন, "স্বামী সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন । সুস্থ হয়ে ও ঘরে ফিরে আসুক সেটাই চাই আমরা ।" তাপসী হালদার জানিয়েছেন, ঘটনার পর স্বামীর সঙ্গে দু-একবার কথা হলেও তারপর থেকে আর কোনও যোগাযোগ করতে পারছেন না তাঁরা । ফলে, দুশ্চিন্তা রয়েই গিয়েছে পরিবারের লোকেদের । পরিবারের একটাই আর্তি, এই ব‍্যাপারে রাজ্য সরকার যথাযথ পদক্ষেপ নিক ৷ যাতে অমরনাথ যাত্রায় গিয়ে আটকে পড়া পুণ্যার্থীদের সুস্থ অবস্থায় বাংলায় ফিরিয়ে আনা যায় ।

উল্লেখ্য, শুক্রবার অমরনাথ যাত্রা চলাকালীন মেঘভাঙা বৃষ্টির জেরে অন্তত 16 জন প্রাণ হারিয়েছেন । নিখোঁজ কমপক্ষে 40 । এই বিপর্যয়ের জেরে ইতিমধ্যে স্থগিত হয়ে গিয়েছে অমরনাথ যাত্রা । আটকে পড়া পুণ্যার্থীদের নিরাপদে ফিরিয়ে আনতে সবরকমের প্রচেষ্টা চালাচ্ছে সেখানকার প্রশাসন । এসবের মধ্যেই অমরনাথ যাত্রায় গিয়ে প্রাকৃতিক বিপর্যয়ে সেখানে আটকে পড়েছেন পশ্চিমবঙ্গের বহু পুণ্যার্থী । তাঁদেরই একজন উত্তর 24 পরগনার বারাসতের ব‍্যবসায়ী রাজীব হালদার ।

আরও পড়ুন : Amarnath Cloud Burst: অমরনাথ যাত্রায় মৃত্যু বারুইপুরের পড়ুয়ার

মেঘভাঙা বৃষ্টির প্রবল জলস্ফীতির জেরে পায়ে গুরুতর চোট লেগেছে তাঁর । তবে সেনাবাহিনীর তৎপরতায় বরাত জোরে প্রাণে বেঁচে গিয়েছেন তিনি । বর্তমানে শ্রীনগরের একটি হাসপাতালে চিকিৎসা চলছে আহত রাজীবের । দুর্ঘটনার খবর পেয়ে চিন্তায় রাতের ঘুম উড়েছিল ব‍্যবসায়ীর পরিবারের সদস্যদের । কার্যত নাওয়া খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল তাঁদের । চরম উৎকণ্ঠার মাঝেই শেষ পর্যন্ত রাজীববাবুর সঙ্গে যোগাযোগ করতে পেরে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে উদ্বিগ্ন পরিবারে । তবে, তিনি যতক্ষণ না বারাসতের বাড়িতে সুস্থ অবস্থায় ফিরে আসছেন ততক্ষণ উদ্বেগ কাটছে না কিছুতেই ।

অমরনাথের ঘটনায় রাজীব হালদারের পরিবার উৎকণ্ঠায়

পরিবার সূত্রে খবর, 4 জুলাই বারাসতের পাইওনিয়ার এবং ন'পাড়া থেকে 10 জনের একটি দল রওনা হয়েছিল অমরনাথের উদ্দেশ্যে । সেই দলের সদস্যদের মধ্যে একমাত্র ওই ব‍্যবসায়ীই আহত হয়েছেন অমরনাথের মেঘভাঙা বৃষ্টিতে । বাকিরা সুস্থ থাকলেও এখনও আটকে রয়েছেন সেখানে । ফলে ব‍্যবসায়ীর পরিবারের মতো বাকি ব্যক্তিদের পরিবারের সদস্যরাও এখন তাকিয়ে রয়েছেন আটক পুণ্যার্থীদের সুস্থ অবস্থায় বাড়ি ফেরার দিকে । প্রশাসন অবশ্য আটকে পড়া এই পুণ্যার্থীদের রাজ্যে ফিরিয়ে আনতে জম্মু-কাশ্মীর সরকারের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রেখে চলেছে বলে জানা গিয়েছে ।

Last Updated : Jul 10, 2022, 4:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.