ETV Bharat / state

BSF Seize Illegals Goods: বিএসএফের তৎপরতায় বানচাল পাচার, বাজেয়াপ্ত 2টি দেশি পিস্তল সহ কার্তুজ - BSF SEIZE FIRE ARMS AND GANZA

বিএসএফের তৎপরতায় আটকে গেল অবৈধ চোরা চালান ৷ সীমান্তে আটক 2টি পিস্তল, 1 টি কার্তুজ ও 6 কেজি গাঁজা ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2023, 2:47 PM IST

বসিরহাট, 16 সেপ্টেম্বর: বিএসএফের অতি সক্রিয়তায় ভেস্তে গেল পাচারকারীদের সমস্ত পরিকল্পনা ৷ পাচারকারীদের কাছ থেকে 2টি দেশিয় পিস্তল, 1 তাজা কার্তুজ, 6কেজি গাঁজা, 250 বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছ । পাচারকারীরা এইগুলি ভারত থেকে বাংলাদেশে পাচার করাই উদ্দেশ্য ছিল ৷ শুক্রবার গভীর রাতে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার ঘটনা ৷
বিএসএফ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়েই এদিন বিএসএফ বসিরহাটের স্বরূপনগর থানার তারালীর সীমান্তের জওয়ানরা ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় অভিযান চালায় ৷ সেসময়ে তাদের নজরে পড়ে সোনাই নদীর ব্রিজের নীচে নিষিদ্ধ দ্রব্য পাচার চলছে ৷ এরপরই তারা পাচারকারীদের ধাওয়া করে ৷ বিএসএফের হাত থেকে বাঁচতে পাচারকারীরা দুটি লাল এবং সাদা রঙের বান্ডিল ফেলে রেখে পালায় ৷ সেগুলি উদ্ধার করে খুলতেই 2টি দেশি পিস্তল, 1টি তাজা কার্তুজ ও 3 কেজি গাঁজা উদ্ধার হয়।

এদিনই বর্ডার ফাঁড়ির পিপলি ও দোবরপাড়ার 112 ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা 250 বোতল ফেনসিডিল ও 3 কেজি গাঁজা উদ্ধার করে । উদ্ধার হওয়া অস্ত্র, গাঁজা ও সিরাপগুলি বাজেয়াপ্ত করা হয়েছে বিএসএফের পক্ষ থেকে ৷ বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের মুখপাত্র ডিআইজি একে আর্য জানিয়েছেন, সীমান্ত নিরাপত্তা বাহিনী ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান বন্ধ করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে । তিনি আরও বলেন, "বিএসএফের গোয়েন্দা বিভাগ অস্ত্র চোরাচালানের বিষয়ে আরও তথ্য সংগ্রহ করছে । বিএসএফ জওয়ানরা শিগগিরই অস্ত্র পাচারকারীদের গ্রেফতার করবে ৷

আরও পড়ুন: সীমান্তে 325 কেজি পদ্মার ইলিশ বাজেয়াপ্ত করল বিএসএফ

সোনার বিস্কুট থেকে শুরু করে ইলিশ মাছ পাচারের ঘটনাও ঘটে ৷ এই সমস্ত বেআইনি পাচার বন্ধ করতে তৎপর বিএসএফ ৷ চলতি মাসের 10 তারিখেই বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে 325 কেজি মিষ্টি স্বাদের পদ্মার ইলিশ ৷ পাটের গাদার মধ্যে দিয়ে ইলিশগুলি ভারতে আনছিল চোরা চালানকারীরা ৷ সেগুলি বাজেয়াপ্ত করেছে বিএসফ ৷ উদ্ধার হওয়া ইলিশ গুলির এক একটির ওজন 1 কেজি ৷ যার মূল্য প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা ৷

বসিরহাট, 16 সেপ্টেম্বর: বিএসএফের অতি সক্রিয়তায় ভেস্তে গেল পাচারকারীদের সমস্ত পরিকল্পনা ৷ পাচারকারীদের কাছ থেকে 2টি দেশিয় পিস্তল, 1 তাজা কার্তুজ, 6কেজি গাঁজা, 250 বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছ । পাচারকারীরা এইগুলি ভারত থেকে বাংলাদেশে পাচার করাই উদ্দেশ্য ছিল ৷ শুক্রবার গভীর রাতে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার ঘটনা ৷
বিএসএফ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়েই এদিন বিএসএফ বসিরহাটের স্বরূপনগর থানার তারালীর সীমান্তের জওয়ানরা ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় অভিযান চালায় ৷ সেসময়ে তাদের নজরে পড়ে সোনাই নদীর ব্রিজের নীচে নিষিদ্ধ দ্রব্য পাচার চলছে ৷ এরপরই তারা পাচারকারীদের ধাওয়া করে ৷ বিএসএফের হাত থেকে বাঁচতে পাচারকারীরা দুটি লাল এবং সাদা রঙের বান্ডিল ফেলে রেখে পালায় ৷ সেগুলি উদ্ধার করে খুলতেই 2টি দেশি পিস্তল, 1টি তাজা কার্তুজ ও 3 কেজি গাঁজা উদ্ধার হয়।

এদিনই বর্ডার ফাঁড়ির পিপলি ও দোবরপাড়ার 112 ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা 250 বোতল ফেনসিডিল ও 3 কেজি গাঁজা উদ্ধার করে । উদ্ধার হওয়া অস্ত্র, গাঁজা ও সিরাপগুলি বাজেয়াপ্ত করা হয়েছে বিএসএফের পক্ষ থেকে ৷ বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের মুখপাত্র ডিআইজি একে আর্য জানিয়েছেন, সীমান্ত নিরাপত্তা বাহিনী ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান বন্ধ করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে । তিনি আরও বলেন, "বিএসএফের গোয়েন্দা বিভাগ অস্ত্র চোরাচালানের বিষয়ে আরও তথ্য সংগ্রহ করছে । বিএসএফ জওয়ানরা শিগগিরই অস্ত্র পাচারকারীদের গ্রেফতার করবে ৷

আরও পড়ুন: সীমান্তে 325 কেজি পদ্মার ইলিশ বাজেয়াপ্ত করল বিএসএফ

সোনার বিস্কুট থেকে শুরু করে ইলিশ মাছ পাচারের ঘটনাও ঘটে ৷ এই সমস্ত বেআইনি পাচার বন্ধ করতে তৎপর বিএসএফ ৷ চলতি মাসের 10 তারিখেই বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে 325 কেজি মিষ্টি স্বাদের পদ্মার ইলিশ ৷ পাটের গাদার মধ্যে দিয়ে ইলিশগুলি ভারতে আনছিল চোরা চালানকারীরা ৷ সেগুলি বাজেয়াপ্ত করেছে বিএসফ ৷ উদ্ধার হওয়া ইলিশ গুলির এক একটির ওজন 1 কেজি ৷ যার মূল্য প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.