বনগাঁ, 5 জুন: শৌচালয়ে বোমা ফেটে মৃত্যু 12 বছরের বালকের ৷ মৃতের নাম রাজু রায় ৷ সোমবার সকাল 8টা নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বনগাঁর বকশি পল্লি এলাকায় ৷ জানা গিয়েছে ওই বালক স্থানীয় একটি সাইকেল গ্যারেজে কাজ করত ৷ ভাড়া থাকত বনগাঁর সুভাষ পল্লির একটি বাড়িতে ৷ বকশি পল্লিতে সাধারণের ব্যবহারের জন্য পরপর চারটি শৌচাগার রয়েছে ৷ তার একটিতে গিয়েই বিস্ফোরণে মৃত্যু হয় রাজুর। পুলিশ সূত্রে খবর, ওই শৌচাগারের ভিতর থেকে আরও 8টি বোমা উদ্ধার করা হয়েছে ৷ ইতিমধ্যে বম্ব স্কোয়াড ঘটনাস্থলে গিয়েছে ৷ পুলিশ এলাকাটি ঘিরে ফেলেছে ৷
স্থানীয় বকশি পল্লি এলাকায় এদিন সকালে প্রাতকৃত্য করতে গিয়েছিল 12 বছরের রাজু রায় ৷ শৌচাগারের ভিতরে ঢোকার কিছুক্ষণের মধ্যে বিস্ফোরণ হয় বলে স্থানীয়রা দাবি করেছেন ৷ ঘটনার খবর পেয়ে সেখানে যান রাজুর বাবা প্রশান্ত রায় ৷ তিনিই রক্তাক্ত অবস্থায় বালককে শৌচাগারের ভিতর থেকে বের করে আনেন ৷ কিন্তু, প্রশ্ন উঠছে শৌচাগারের ভিতরে বোমা কোথা থেকে এল ? স্থানীয়রা দাবি করেছেন, গতকাল রাত পর্যন্ত সবই স্বাভাবিক ছিল ৷ মাঝরাতে কেউ বা কারা সেখানে বোমা রেখে আসে ৷
বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় ৷ পুলিশ এলাকাটি ঘিরে ফেলেছে ৷ মৃত বালকের দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, শৌচাগারের ভিতর থেকে আরও 8টি তাজাবোমা উদ্ধার করা হয়েছে ৷ তবে, নিশ্চিতভাবে পুলিশের তরফে কিছুই বলা হচ্ছে না ৷ ইতিমধ্যে বম্ব স্কোয়াড সেখানে পৌঁছেছে ৷
আরও পড়ুন: বিস্ফোরণে উড়ল তৃণমূল ঘনিষ্ঠের বাড়ির ছাদ, আতঙ্কে এলাকাবাসী
অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে ৷ বনগাঁ পৌরসভার চেয়ারপার্সন গোপাল শেঠ দাবি করেছেন, সেখানে 6টি বোমা ফেটেছে ৷ আরও অনেক বোমা মজুত রয়েছে ৷ কয়েকদিনের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে নব জোয়ার কর্মসূচিতে উত্তর 24 পরগনায় আসবেন ৷ তার আগে এই বোমা বিস্ফোরণ অভিষেকের কর্মসূচিকে বানচাল করার জন্য বলে দাবি করেছেন তিনি ৷
আরও পড়ুন: দুবরাজপুরে তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ, আতঙ্কে প্রতিবেশীরা
অন্যদিকে, বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার অভিযোগ, তিনি বহুদিন ধরেই পুলিশকে বোমা মজুত থাকার অভিযোগ করছিলেন ৷ কিন্তু, পুলিশ তাঁর কথায় গুরুত্ব দেয়নি ৷ প্রশাসন মজুত বোমা উদ্ধার করতে না পারার কারণেই ওই বালকের প্রাণ গিয়েছে বলে তাঁর অভিযোগ ৷ ঘুরিয়ে পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তাকেই বালকের মৃত্যুর জন্য দায়ী করেছেন তিনি ৷ বিধায়কের আরও অভিযোগ পঞ্চায়েত ভোটের আগে বোমাগুলি সরিয়ে রাখার জন্য ওই শৌচাগারে মজুত করা হয়েছিল ৷