ETV Bharat / state

বনগাঁ লোকালে পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক - শুক্রবার বনগাঁ লোকালে একটি পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়ায়

মহিলা কামরায় একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পাওয়া যায় ৷ ব্যাগটি ঘিরে আতঙ্ক ছড়ায় ৷ ব্যাগে বোমা থাকতে পারে এই আশঙ্কায় যাত্রীরা কামরা থেকে নেমে পড়েন ৷ বোমাতঙ্ক ছড়ানোয় রেলের তরফে ট্রেনটি থামিয়ে দেওয়া হয় ।

train
train
author img

By

Published : Nov 30, 2019, 8:49 AM IST

মধ্যমগ্রাম, 30 নভেম্বর : শুক্রবার রাতে বনগাঁ লোকালে পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়ায় ৷ পরে বম স্কয়্যাডের কর্মীরা এসে ব্যাগটি পরীক্ষা করেন ৷ কিন্তু কোনও বোমা পাওয়া যায়নি ৷

রাত 9টা 4 মিনিটের বনগাঁগামী ট্রেনটি শিয়ালদহ থেকে ছাড়ে ৷ মধ্যমগ্রাম পৌঁছানোর পরে মহিলা কামরায় একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পাওয়া যায় ৷ ব্যাগটি ঘিরে আতঙ্ক ছড়ায় ৷ ব্যাগে বোমা থাকতে পারে এই আশঙ্কায় যাত্রীরা কামরা থেকে নেমে পড়েন ৷ বোমাতঙ্ক ছড়ানোয় রেলের তরফে ট্রেনটি থামিয়ে দেওয়া হয় । তারপর খবর দেওয়া হয় বম স্কয়্য়াডে ৷

দেখুন ভিডিয়ো...

বম স্কয়্যাডের কর্মীরা ঘটনাস্থানে গিয়ে রাত 11টা নাগাদ ব্যাগটি পরীক্ষা করেন । তবে ব্যাগে কোনও বম পাওয়া যায়নি ৷ রাত 11টার পর ট্রেনটি ছাড়ে ।

মধ্যমগ্রাম, 30 নভেম্বর : শুক্রবার রাতে বনগাঁ লোকালে পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়ায় ৷ পরে বম স্কয়্যাডের কর্মীরা এসে ব্যাগটি পরীক্ষা করেন ৷ কিন্তু কোনও বোমা পাওয়া যায়নি ৷

রাত 9টা 4 মিনিটের বনগাঁগামী ট্রেনটি শিয়ালদহ থেকে ছাড়ে ৷ মধ্যমগ্রাম পৌঁছানোর পরে মহিলা কামরায় একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পাওয়া যায় ৷ ব্যাগটি ঘিরে আতঙ্ক ছড়ায় ৷ ব্যাগে বোমা থাকতে পারে এই আশঙ্কায় যাত্রীরা কামরা থেকে নেমে পড়েন ৷ বোমাতঙ্ক ছড়ানোয় রেলের তরফে ট্রেনটি থামিয়ে দেওয়া হয় । তারপর খবর দেওয়া হয় বম স্কয়্য়াডে ৷

দেখুন ভিডিয়ো...

বম স্কয়্যাডের কর্মীরা ঘটনাস্থানে গিয়ে রাত 11টা নাগাদ ব্যাগটি পরীক্ষা করেন । তবে ব্যাগে কোনও বম পাওয়া যায়নি ৷ রাত 11টার পর ট্রেনটি ছাড়ে ।

Intro:রাতের বনগাঁ লোকালে বোমাতঙ্ক। শুক্রবার রাত দশটা নাগাদ ট্রেনটি শিয়ালদা বনগাঁ শাখার মধ্যমগ্রাম স্টেশনে ঢোকে। ওই ট্রেনের মহিলা কামরায় একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। সেই ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়ায়। Body:খবর পেয়ে সিআইডির বম্ব স্কোয়াডের আধিকারিকরা ঘটনাস্থলে আসেন। আসে দমকলও। পরে ব্যাগ খুলে দেখা যায় তাতে বোমা নেই। Conclusion:বোমাতঙ্কের জেরে শিয়ালদা বনগাঁ ও শিয়ালদা হাসনাবাদ শাখার বেশ কয়েকটি ট্রেন দাঁড়িয়ে যায়। নাকাল হন যাত্রীরা। রীত সাড়ে এগারোটার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.