ETV Bharat / state

নৈহাটিতে BJP-র বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজি

আগামীকাল নৈহাটি 24 নম্বর ওয়ার্ডের সাহেব কলোনির BRS মাঠে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের জনসভা। তার আগে BJP-র বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজি । এই ঘটনায় তৃণমূল কাউন্সিলর সনৎ দে-র বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

author img

By

Published : Jan 18, 2020, 2:26 PM IST

Updated : Jan 18, 2020, 3:09 PM IST

bombing targeted the home of the BJP's booth presiden
BJP-র বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজি

নৈহাটি, 18 জানুয়ারি : নৈহাটিতে BJP-র বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজি । এই ঘটনায় BJP-র পক্ষ থেকে তৃণমূল কাউন্সিলর সনৎ দে-র বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । দিলীপ ঘোষের জনসভার আগে এই বোমাবাজির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ।

CAA ও NPR এর সমর্থনে আগামীকাল নৈহাটির 24 নম্বর ওয়ার্ডে সাহেব কলোনির BRS মাঠে দিলীপ ঘোষের জনসভা । সেই জনসভাকে ঘিরে BJP কর্মীদের মধ্যে প্রস্তুতি চলছে জোরকদমে । ঠিক তার একদিন আগেই ওই সভাস্থলের ঢিলছোঁড়া দূরত্বে 24 নম্বর ওয়ার্ডের BJP-র বুথ সভাপতি সুরজিৎ হালদারের বাড়ি লক্ষ্য করে আজ ভোর রাতে বোমাবাজি হয় । অল্পের জন্য রক্ষা পান সুরজিৎ ও তার পরিবারের লোকজন । এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায় । এই বিষয়ে নৈহাটি থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

BJP-র বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজি

এই ঘটনায় স্থানীয় 24 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা নৈহাটি শহর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সনৎ দে'র বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। BJP-র বুথ সভাপতি সুরজিৎ হালদারের অভিযোগ, সনৎ দে'র লোকজন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের জনসভা বানচাল করার জন্য ও এলাকায় আতঙ্ক ছড়াতেই বোমাবাজি করেছে । BJP-র এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর সনৎ দে । তিনি বলেন, ''এই ঘটনার পিছনে রয়েছে BJP-র গোষ্ঠীদ্বন্দ্ব। এই ঘটনায় তৃণমূলের কেউ যুক্ত নয়।''

নৈহাটি, 18 জানুয়ারি : নৈহাটিতে BJP-র বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজি । এই ঘটনায় BJP-র পক্ষ থেকে তৃণমূল কাউন্সিলর সনৎ দে-র বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । দিলীপ ঘোষের জনসভার আগে এই বোমাবাজির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ।

CAA ও NPR এর সমর্থনে আগামীকাল নৈহাটির 24 নম্বর ওয়ার্ডে সাহেব কলোনির BRS মাঠে দিলীপ ঘোষের জনসভা । সেই জনসভাকে ঘিরে BJP কর্মীদের মধ্যে প্রস্তুতি চলছে জোরকদমে । ঠিক তার একদিন আগেই ওই সভাস্থলের ঢিলছোঁড়া দূরত্বে 24 নম্বর ওয়ার্ডের BJP-র বুথ সভাপতি সুরজিৎ হালদারের বাড়ি লক্ষ্য করে আজ ভোর রাতে বোমাবাজি হয় । অল্পের জন্য রক্ষা পান সুরজিৎ ও তার পরিবারের লোকজন । এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায় । এই বিষয়ে নৈহাটি থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

BJP-র বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজি

এই ঘটনায় স্থানীয় 24 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা নৈহাটি শহর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সনৎ দে'র বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। BJP-র বুথ সভাপতি সুরজিৎ হালদারের অভিযোগ, সনৎ দে'র লোকজন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের জনসভা বানচাল করার জন্য ও এলাকায় আতঙ্ক ছড়াতেই বোমাবাজি করেছে । BJP-র এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর সনৎ দে । তিনি বলেন, ''এই ঘটনার পিছনে রয়েছে BJP-র গোষ্ঠীদ্বন্দ্ব। এই ঘটনায় তৃণমূলের কেউ যুক্ত নয়।''

Intro:নৈহাটিতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এর জনসভার আগে বিজেপির বুথ সভাপতির বাড়ি বোমাবাজির ঘটনায় এলাকায় আতঙ্ক Body:CAA ও NPR এর সমর্থনে আগামীকাল নৈহাটি 24 নম্বর ওয়ার্ডের সাহেব কলোনি BRS মাঠে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের জনসভা.।সেই জনসভাকে ঘিরে বিজেপি কর্মীদের মধ্যে প্রস্তুতি চলছে জোরকদমে। ঠিক তার একদিন আগেই ওই সভাস্থলের ঢিলছোঁড়া দূরত্বে 24 নম্বর ওয়ার্ডের বিজেপির বুথ সভাপতি সুরজিৎ হালদার বাড়িতে আজ ভোর রাতে কে বা কারা বোমা ছোড়ে। অল্পের জন্য রক্ষা পায় সুরজিৎ ও তার পরিবারের লোকজন। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।এবিষয়ে নৈহাটি থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনায় অভিযোগ স্থানীয় 24 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা নৈহাটি শহর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সনৎ দের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। বিজেপির অভিযোগ সনৎ দের লোকজন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের জনসভা বানচাল করার জন্য এলাকায় আতঙ্ক ছড়াতেই বোমাবাজি করেছে বলে অভিযোগ করেছে বিজেপি।বিজেপির করা অভিযোগ অস্বীকার করেছে সনৎ দে নিজে। তিনি জানান এই ঘটনার পেছনে বিজেপির গোষ্ঠী কাজ করেছে। এই ঘটনায় তৃণমূলের কেউ যুক্ত নয়।Conclusion:
Last Updated : Jan 18, 2020, 3:09 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.