নৈহাটি, 18 জানুয়ারি : নৈহাটিতে BJP-র বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজি । এই ঘটনায় BJP-র পক্ষ থেকে তৃণমূল কাউন্সিলর সনৎ দে-র বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । দিলীপ ঘোষের জনসভার আগে এই বোমাবাজির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ।
CAA ও NPR এর সমর্থনে আগামীকাল নৈহাটির 24 নম্বর ওয়ার্ডে সাহেব কলোনির BRS মাঠে দিলীপ ঘোষের জনসভা । সেই জনসভাকে ঘিরে BJP কর্মীদের মধ্যে প্রস্তুতি চলছে জোরকদমে । ঠিক তার একদিন আগেই ওই সভাস্থলের ঢিলছোঁড়া দূরত্বে 24 নম্বর ওয়ার্ডের BJP-র বুথ সভাপতি সুরজিৎ হালদারের বাড়ি লক্ষ্য করে আজ ভোর রাতে বোমাবাজি হয় । অল্পের জন্য রক্ষা পান সুরজিৎ ও তার পরিবারের লোকজন । এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায় । এই বিষয়ে নৈহাটি থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এই ঘটনায় স্থানীয় 24 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা নৈহাটি শহর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সনৎ দে'র বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। BJP-র বুথ সভাপতি সুরজিৎ হালদারের অভিযোগ, সনৎ দে'র লোকজন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের জনসভা বানচাল করার জন্য ও এলাকায় আতঙ্ক ছড়াতেই বোমাবাজি করেছে । BJP-র এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর সনৎ দে । তিনি বলেন, ''এই ঘটনার পিছনে রয়েছে BJP-র গোষ্ঠীদ্বন্দ্ব। এই ঘটনায় তৃণমূলের কেউ যুক্ত নয়।''