ETV Bharat / state

BJP MP Arjun Singh : ফের বোমাবাজি, অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজির তদন্তে আজ আসতে পারে এনআইএ - পবন সিং

আজ বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির পিছনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল ৷ এর আগে 8 সেপ্টেম্বরও একই ঘটনা ঘটেছিল ৷ বারে বারে এমন ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে ৷ তাই এবার হয়ত এনআইএ-র দল এর তদন্ত করতে আসতে পারে ৷

ভাটপাড়ায় অর্জুন সিংয়ের বাড়ি
ভাটপাড়ায় অর্জুন সিংয়ের বাড়ি
author img

By

Published : Sep 14, 2021, 9:05 PM IST

ভাটপাড়া, 14 সেপ্টেম্বর : আজই আসতে পারে তদন্তকারী সংস্থা এনআইএ (NIA) ৷ অর্জুন সিংয়ের বাড়ির পিছনে আজ ফের বোমাবাজির ঘটনা ঘটল ৷ বাড়ির পিছনে জঙ্গলে পরপর দু'টি বোমা বিস্ফোরণের শব্দ শোনা যায় সকালে ৷ ভাটপাড়ার বিধায়ক তথা অর্জুন-পুত্র পবন সিং বলেন, "পরিকল্পিতভাবে এলাকাকে অশান্ত করার চেষ্টা চলছে ৷ যেখানে পুলিশের ক্যামেরা রয়েছে, সেখানে বোমাবাজি হচ্ছে ৷ আমার বাড়ির যেখানে ক্যামেরা লাগানো আছে, সেই জায়গার মধ্যে হচ্ছে না ৷" তাঁর অভিযোগ পুলিশ সেইসব ফুটেজগুলো কখনওই সামনে আনে না ৷

তাই এবার তদন্তে এনআইএ-র দল (NIA) ৷ তবে এ ধরনের ঘটনা বারে বারে ঘটা নিয়ে পুলিশের বিরুদ্ধে প্রশ্ন উঠেছে ৷ ভাটপাড়ার বিধায়ক পবন সিংয়ের কথায় "আমি ও সাংসদ অর্জুন সিং ভবানীপুরের দায়িত্ব পেয়েছি৷ আর এই দায়িত্ব পাওয়ার পর থেকেই আমার বাড়ির উপর আক্রমণ হচ্ছে৷ যাতে আমি ভবানীপুর নিয়ে কোনও চিন্তা-ভাবনা না করতে পারি, এই বোমাবাজি নিয়েই ব্যস্ত থাকি ৷"

অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজির তদন্তে আজ আসতে পারে এনআইএ

আরও পড়ুন : Arjun Singh : ভাটপাড়ায় অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজি, নিন্দা রাজ্যপালের

যদিও বিজেপি সাংসদের বাড়ির পিছনে বোমাবাজি নিয়ে তৎপর পুলিশ ৷ দফায় দফায় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে আসছেন ৷ এর আগে 8 সেপ্টেম্বর সকালে অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজির ঘটনা ঘটেছিল ৷

ভাটপাড়া, 14 সেপ্টেম্বর : আজই আসতে পারে তদন্তকারী সংস্থা এনআইএ (NIA) ৷ অর্জুন সিংয়ের বাড়ির পিছনে আজ ফের বোমাবাজির ঘটনা ঘটল ৷ বাড়ির পিছনে জঙ্গলে পরপর দু'টি বোমা বিস্ফোরণের শব্দ শোনা যায় সকালে ৷ ভাটপাড়ার বিধায়ক তথা অর্জুন-পুত্র পবন সিং বলেন, "পরিকল্পিতভাবে এলাকাকে অশান্ত করার চেষ্টা চলছে ৷ যেখানে পুলিশের ক্যামেরা রয়েছে, সেখানে বোমাবাজি হচ্ছে ৷ আমার বাড়ির যেখানে ক্যামেরা লাগানো আছে, সেই জায়গার মধ্যে হচ্ছে না ৷" তাঁর অভিযোগ পুলিশ সেইসব ফুটেজগুলো কখনওই সামনে আনে না ৷

তাই এবার তদন্তে এনআইএ-র দল (NIA) ৷ তবে এ ধরনের ঘটনা বারে বারে ঘটা নিয়ে পুলিশের বিরুদ্ধে প্রশ্ন উঠেছে ৷ ভাটপাড়ার বিধায়ক পবন সিংয়ের কথায় "আমি ও সাংসদ অর্জুন সিং ভবানীপুরের দায়িত্ব পেয়েছি৷ আর এই দায়িত্ব পাওয়ার পর থেকেই আমার বাড়ির উপর আক্রমণ হচ্ছে৷ যাতে আমি ভবানীপুর নিয়ে কোনও চিন্তা-ভাবনা না করতে পারি, এই বোমাবাজি নিয়েই ব্যস্ত থাকি ৷"

অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজির তদন্তে আজ আসতে পারে এনআইএ

আরও পড়ুন : Arjun Singh : ভাটপাড়ায় অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজি, নিন্দা রাজ্যপালের

যদিও বিজেপি সাংসদের বাড়ির পিছনে বোমাবাজি নিয়ে তৎপর পুলিশ ৷ দফায় দফায় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে আসছেন ৷ এর আগে 8 সেপ্টেম্বর সকালে অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজির ঘটনা ঘটেছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.