ভাটপাড়া, 3 মে : ভোটের পর হিংসা অব্যাহত ভাটপাড়ায় । ভাটপাড়া থানা এলাকার ঘোষপাড়া এলাকায় জুট মিলের বিপরীতে একটি পাড়ায় দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ ওঠে । ওই বাড়ি লক্ষ্য় করে বোমাবাজি করা হয় বলে অভিযোগ ওঠে । স্থানীয় একটি মিষ্টির দোকানে বোমা মারা হয় বলেও অভিযোগ ৷ এবং ওই দোকানে রাখা টাকা, পয়সা, গ্যাস সিলিন্ডার লুঠ করা হয় বলেও অভিযোগ ওঠে ।
আরও পড়ুন- রাজ্যে আইনশৃঙ্খলা 'উদ্বেগজনক', ডিজিকে তলব ধনকড়ের
এলাকাবাসীর অভিযোগ, ওই এলাকার আরও কয়েকটি দোকান ভাঙচুর চালানো হয় ৷ পাশে রাখা কয়েকটি বাইকেও ব্য়াপক ভাঙচুর চালানো হয় । সেখানে রাখা কয়েকটি বোমা উদ্ধার করে বম্ব স্কোয়াডের সদস্য়রা । এলাকার বাসিন্দাদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওই ঘটনার সঙ্গে জড়িত । ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও র্যাফ পৌঁছয় ।
ভোট-পর্ব মিটতেই জগদ্দলের কলাবাগান এলাকায় 29 নম্বর গলিতে শুরু হয় বোমাবাজি ৷ আজ বিকেল তিনটে নাগাদ হঠাৎ এক যুবক ওই এলাকায় বোমা মারতে শুরু করে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জগদ্দল থানার পুলিশ । ক্ষিপ্ত এলাকার মানুষ ঘোষপাড়া রোড অবরোধ করেন।