ETV Bharat / state

কাঁকিনাড়ায় ফের বোমাবাজি, জখম 3 - police

আজ বিকেল 4 টা 30 মিনিট নাগাদ হঠাৎ এলাকায় শুরু হয় বোমাবাজি ৷ স্থানীয় সূত্রে খবর, দুষ্কৃতীদের দু'টি দলের মধ্যে চলে বোমাবাজি ৷ যদিও এর পিছনে অন্যকোনও কারণ রয়েছে কি না এখনও জানা যায়নি ৷

কাঁকিনাড়ায় ফের বোমাবাজি
author img

By

Published : Jul 30, 2019, 10:14 PM IST

কাঁকিনাড়া, 30 জুলাই : ফের অশান্ত কাঁকিনাড়া ৷ 12 নম্বর লাইনে ব্যপক বোমাবাজি ৷ দুষ্কৃতীদের বোমাবাজির জেরে জখম এলাকার তিনজন ৷ এলাকায় মোতায়েন ভাটপাড়া থানার পুলিশ ও RAF ৷

আজ বিকেল 4 টা 30 মিনিট নাগাদ হঠাৎ এলাকায় শুরু হয় বোমাবাজি ৷ স্থানীয় সূত্রে খবর, দুষ্কৃতীদের দু'টি দলের মধ্যে চলে বোমাবাজি ৷ যদিও এর পিছনে অন্যকোনও কারণ রয়েছে কি না এখনও জানা যায়নি ৷ তবে এর পিছনে কোনও রাজনৈতিক যোগ আছে কি না খতিয়ে দেখছে পুলিশ ৷

ঘটনায় জখম এক মহিলাসহ তিনজন ৷ তাঁদের ভাটপাড়া স্টেট জেনারাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরে অবস্থার অবনতি হলে কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

কাঁকিনাড়া, 30 জুলাই : ফের অশান্ত কাঁকিনাড়া ৷ 12 নম্বর লাইনে ব্যপক বোমাবাজি ৷ দুষ্কৃতীদের বোমাবাজির জেরে জখম এলাকার তিনজন ৷ এলাকায় মোতায়েন ভাটপাড়া থানার পুলিশ ও RAF ৷

আজ বিকেল 4 টা 30 মিনিট নাগাদ হঠাৎ এলাকায় শুরু হয় বোমাবাজি ৷ স্থানীয় সূত্রে খবর, দুষ্কৃতীদের দু'টি দলের মধ্যে চলে বোমাবাজি ৷ যদিও এর পিছনে অন্যকোনও কারণ রয়েছে কি না এখনও জানা যায়নি ৷ তবে এর পিছনে কোনও রাজনৈতিক যোগ আছে কি না খতিয়ে দেখছে পুলিশ ৷

ঘটনায় জখম এক মহিলাসহ তিনজন ৷ তাঁদের ভাটপাড়া স্টেট জেনারাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরে অবস্থার অবনতি হলে কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

Intro:বেশ কিছুদিন শান্ত থাকার পর কাকিনাড়া এলাকায় ফের বোমাবাজির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল এলাকা। বোমার আঘাতে জখম হয়েছেন তিনজন। Body:গত 19 শে মে থেকে শুরু করে আজ পর্যন্ত দুষ্কৃতীদের বোমা গুলি চালোনার ঘটনায় উত্তপ্ত গোটা কাকিনাড়া ভাটপাড়া। এলাকায় বোমা গুলির ঘটনায় রীতিমত আতঙ্কিত এলাকাবাসী থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীরা। আতঙ্কে দোকানপাট সব বন্ধ ছিল বেশ কয়েকদিন। অনেকে ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। দুষ্কৃতীদের বোমা গুলির শব্দ এবং পুলিশের ভারী বুটের শব্দে রীতিমতো যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি ছিল গোটা এলাকা জুড়ে। আতঙ্ক কাটাতে বেশ কিছুদিন সময় লেগে যায়। বিগত চার পাঁচ দিন ধরে এই ভাটপাড়া কাকিনাড়া এলাকা শান্ত থাকার পর আজ ফের দুষ্কৃতীদের বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা এলাকা।কাকিনাড়া ১২ নম্বর লাইনে দুষ্কৃতীরা ব্যাপক বোমাবাজি করে ।দুই দল দুষ্কৃতীদের মধ্যে এই বোমাবাজির ঘটনায় ঘটনায় ওই এলাকার 3 জন জখম হয়েছেন। এদেরকে আহত অবস্থায় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দুইদল দুষ্কৃতীদের লড়াই নাকি এর পেছনে রয়েছে অন্য কোন কারণে এই বোমাবাজি তা এখনও জানা সম্ভব হয়নি। তবে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ। এদিকে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে ভাটপাড়া থানার পুলিশ ও র‍্যাফ বাহিনী।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.