ETV Bharat / state

হিংলির দু'টি বুথে বোমাবাজি, পুলিশসহ জখম 2 - shantanu thakur

বনগাঁ লোকসভা কেন্দ্রের চৌরিবেড়িয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের হিংলি প্রাথমিক বিদ্যালয় ও শেহেরা প্রাথমিক বিদ্যালয় বোমাবাজির খবর । বনগাঁর BJP প্রার্থী শান্তনু ঠাকুর চলে যাওয়ার পরই এই ঘটনা ঘটে বলে অভিযোগ ।

জখম পুলিশ কর্মী
author img

By

Published : May 6, 2019, 3:17 PM IST

Updated : May 6, 2019, 3:38 PM IST

বনগাঁ, 6 মে : বনগাঁ লোকসভা কেন্দ্রের চৌরিবেড়িয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের হিংলি প্রাথমিক বিদ্যালয়ের বুথে বোমাবাজি হয় । বনগাঁর BJP প্রার্থী শান্তনু ঠাকুর সেখান থেকে চলে যাওয়ার পরই এই ঘটনা ঘটে । জখম হয়েছেন এক তৃণমূল কর্মী ও এক পুলিশকর্মী । হিংলির পাশাপাশি বোমাবাজি হয় শেহেরা প্রাথমিক বিদ্যালয়ের বুথেও ।

স্থানীয় পঞ্চায়েতের সদস্য আশুতোষ ঢালি দাবি করেন, তাঁকে লক্ষ্য করেই বোমা ছোড়া হয়েছিল কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হওয়ায় জখম হন অন্য এক তৃণমূলকর্মী । তাঁর নাম অসিত দাস । তিনি বলেন, "হিংলি থেকে বনগাঁর BJP প্রার্থী শান্তনু ঠাকুর চলে যাওয়ার পর একটা গাড়ি লাল কাপড় ওড়াতে ওড়াতে যায় । সেই গাড়িটা হিংলিতে পাঁচটা বোমা মারে । তারপর আমাদের বুথ (শেহেরা প্রাথমিক বিদ্যালয়)-এর কাছে আসে । এখানে এসে বোমা মারে । আমরা আটকাতে পারিনি ।"

দেখুন ভিডিয়ো

আশুতোষের স্ত্রী ঝরণা ঢালি এবিষয়ে বলেন, "আমার স্বামীকে টার্গেট করা হয়েছিল । আমি এর বিচার চাই ।"

বনগাঁ, 6 মে : বনগাঁ লোকসভা কেন্দ্রের চৌরিবেড়িয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের হিংলি প্রাথমিক বিদ্যালয়ের বুথে বোমাবাজি হয় । বনগাঁর BJP প্রার্থী শান্তনু ঠাকুর সেখান থেকে চলে যাওয়ার পরই এই ঘটনা ঘটে । জখম হয়েছেন এক তৃণমূল কর্মী ও এক পুলিশকর্মী । হিংলির পাশাপাশি বোমাবাজি হয় শেহেরা প্রাথমিক বিদ্যালয়ের বুথেও ।

স্থানীয় পঞ্চায়েতের সদস্য আশুতোষ ঢালি দাবি করেন, তাঁকে লক্ষ্য করেই বোমা ছোড়া হয়েছিল কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হওয়ায় জখম হন অন্য এক তৃণমূলকর্মী । তাঁর নাম অসিত দাস । তিনি বলেন, "হিংলি থেকে বনগাঁর BJP প্রার্থী শান্তনু ঠাকুর চলে যাওয়ার পর একটা গাড়ি লাল কাপড় ওড়াতে ওড়াতে যায় । সেই গাড়িটা হিংলিতে পাঁচটা বোমা মারে । তারপর আমাদের বুথ (শেহেরা প্রাথমিক বিদ্যালয়)-এর কাছে আসে । এখানে এসে বোমা মারে । আমরা আটকাতে পারিনি ।"

দেখুন ভিডিয়ো

আশুতোষের স্ত্রী ঝরণা ঢালি এবিষয়ে বলেন, "আমার স্বামীকে টার্গেট করা হয়েছিল । আমি এর বিচার চাই ।"

sample description
Last Updated : May 6, 2019, 3:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.