ETV Bharat / state

ভাটপাড়ায় পার্টি অফিস পুনর্দখলকে কেন্দ্র করে বোমাবাজি

author img

By

Published : Jan 22, 2020, 1:36 AM IST

BJP-র অভিযোগ, ওই পার্টি অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় BJP বিধায়ক পবন সিংকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ পালটা তৃণমূলের অভিযোগ, পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোজ গুহকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় ৷

bombing at Bhatpara on capturating a party office
ভাটপাড়ার বোমাবাজি

ভাটপাড়া, 22 জানুয়ারি : পার্টি অফিস দখলকে কেন্দ্র করে বোমাবাজি ৷ উত্তপ্ত ভাটপাড়া ৷

ভাটপাড়া পৌরসভা পুনরুদ্ধারের পর মঙ্গলবার রাতে পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের সুন্দিয়াপাড়া এলাকার একটি পার্টি অফিস দখল করতে যায় তৃণমূল কর্মী সমর্থকরা ৷ সে সময় ওই পথ দিয়ে যাচ্ছিলেন ভাটপাড়ার BJP বিধায়ক পবন সিং । BJP-র অভিযোগ, তাঁকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ পবন সিং জানান, তিনি পার্টি অফিস দখলের খবর পেয়ে ওই পথ দিয়ে যখন যাচ্ছিলেন তখন তাঁর গাড়ি লক্ষ্য করে তৃণমূলের পক্ষ থেকে দু'টি বোমা ছোঁড়া হয় । অল্পের জন্য রক্ষা পান তিনি ৷ জগদ্দল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ৷

এদিকে তৃণমূলের বক্তব্য, তারা নিজেদের পার্টি অফিস পুনর্দখল করতে গিয়েছিল ৷ অভিযোগ, সে সময় পবন সিং-এর গাড়ি থেকে ওই পার্টি অফিসের সামনে বোমা ছোঁড়া হয় । 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোজ গুহ বলেন, "এটা আমাদেরই পার্টি অফিস ছিল ৷ গত বছর 23 মে আমাদের এই পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল ৷ সমস্ত নথি পুড়িয়ে দেওয়া হয়েছিল ৷ আমাদের পার্টি অফিস দখল করেছিল ৷ আজ আমরা পুনর্দখল করতে এসেছিলাম ৷ মূলত আমাকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় ৷ " তিনি আরও বলেন,"এখানকার মানুষ আগে এসব দেখেনি ৷ অর্জুন সিংয়ের সৌজন্যে দেখছে ৷ কিন্তু আমরা তাতে বিন্দুমাত্র বিচলিত নই ৷ আমরা মানুষের কাজের জন্যই এই অফিসটা ব্যবহার করব ৷ "

বোমাবাজির খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় জগদ্দল থানার পুলিশ ৷ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

উল্লেখ্য, দীর্ঘ টানাপোড়েনের পর গতকালই ভাটপাড়া পৌরসভা পুনর্দখল করে তৃণমূল কংগ্রেস ৷ পৌরপ্রধান নির্বাচিত হন 25 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরুণ বন্দ্যোপাধ্যায় ।

ভাটপাড়া, 22 জানুয়ারি : পার্টি অফিস দখলকে কেন্দ্র করে বোমাবাজি ৷ উত্তপ্ত ভাটপাড়া ৷

ভাটপাড়া পৌরসভা পুনরুদ্ধারের পর মঙ্গলবার রাতে পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের সুন্দিয়াপাড়া এলাকার একটি পার্টি অফিস দখল করতে যায় তৃণমূল কর্মী সমর্থকরা ৷ সে সময় ওই পথ দিয়ে যাচ্ছিলেন ভাটপাড়ার BJP বিধায়ক পবন সিং । BJP-র অভিযোগ, তাঁকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ পবন সিং জানান, তিনি পার্টি অফিস দখলের খবর পেয়ে ওই পথ দিয়ে যখন যাচ্ছিলেন তখন তাঁর গাড়ি লক্ষ্য করে তৃণমূলের পক্ষ থেকে দু'টি বোমা ছোঁড়া হয় । অল্পের জন্য রক্ষা পান তিনি ৷ জগদ্দল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ৷

এদিকে তৃণমূলের বক্তব্য, তারা নিজেদের পার্টি অফিস পুনর্দখল করতে গিয়েছিল ৷ অভিযোগ, সে সময় পবন সিং-এর গাড়ি থেকে ওই পার্টি অফিসের সামনে বোমা ছোঁড়া হয় । 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোজ গুহ বলেন, "এটা আমাদেরই পার্টি অফিস ছিল ৷ গত বছর 23 মে আমাদের এই পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল ৷ সমস্ত নথি পুড়িয়ে দেওয়া হয়েছিল ৷ আমাদের পার্টি অফিস দখল করেছিল ৷ আজ আমরা পুনর্দখল করতে এসেছিলাম ৷ মূলত আমাকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় ৷ " তিনি আরও বলেন,"এখানকার মানুষ আগে এসব দেখেনি ৷ অর্জুন সিংয়ের সৌজন্যে দেখছে ৷ কিন্তু আমরা তাতে বিন্দুমাত্র বিচলিত নই ৷ আমরা মানুষের কাজের জন্যই এই অফিসটা ব্যবহার করব ৷ "

বোমাবাজির খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় জগদ্দল থানার পুলিশ ৷ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

উল্লেখ্য, দীর্ঘ টানাপোড়েনের পর গতকালই ভাটপাড়া পৌরসভা পুনর্দখল করে তৃণমূল কংগ্রেস ৷ পৌরপ্রধান নির্বাচিত হন 25 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরুণ বন্দ্যোপাধ্যায় ।

Intro:পার্টি অফিস দখলকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনায় ফের উত্তপ্ত হয়ে উঠল ভাটপাড়াBody:ভাটপাড়া পৌরসভা পুনরুদ্ধার করার পর মঙ্গলবার রাতে ভাটপাড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ড সুন্দিয়াপাড়া এলাকার একটি পার্টি অফিস দখল করতে যায় তৃণমূলের লোকজন। সেই সময় ওই পথ দিয়ে যাচ্ছিলেন ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং। সেই সময় তাকে লক্ষ্য করে তৃণমূলের তরফ থেকে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। যদি অল্পের জন্য রক্ষা পান অর্জুন পুত্র পবন সিং।এদিকে তৃণমূলের অভিযোগ তাদের পার্টি অফিস টি যখন তারা পুনর্দখল করতে আসে সময় পবন সিং এর গাড়ি থেকেই বোমা ছোঁড়া হয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে উপস্থিত হয় জগদ্দল থানার পুলিশ বাহিনী। পুলিশ আসার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ভাটপাড়া পৌরসভা 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মনোজ গুহ বলেন 10 নম্বর ওয়ার্ডের সুন্দিয়া পাড়া এলাকার এই পার্টি অফিসটি তাদেরই ছিল। কিন্তু লোকসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করার পর বিজেপি এই পার্টি অফিসটি নিজেদের দখলে নিয়ে নিলেও তারা কোন সময় এই পার্টি অফিসে বসতো না। সাধারণ মানুষের সুবিধার্থে তারা তাদের নিজেদের পার্টি অফিসটি নিজেদের দখলে নিয়ে সাধারণ মানুষের কাজের জন্যই ব্যবহার করা হবে এই পার্টি অফিসটি। অন্যদিকে বোমাবাজির ঘটনা নিয়ে পবন সিং বলেন তিনি পার্টি অফিস দখলের খবর পেয়ে পথ দিয়ে যখন যাচ্ছিলেন তখন তার গাড়ি লক্ষ্য করে তৃণমূলের তরফ থেকে দু'টি বোমা ছোড়া হয়। যদিও তেমন কোন ক্ষয়ক্ষতি না হলেও বড় ক্ষতি হওয়ার আশঙ্কা ছিলই। এই ঘটনায় জগদ্দল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন পবন সিং। সব মিলিয়ে এই ঘটনায় ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভাটপাড়া।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.