ব্যারাকপুর, 7 মে : সমাপ্ত হল ষষ্ঠ দফার লোকসভার নির্বাচন । দু'একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া গতকাল ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোট ছিল শান্তিপূর্ণ । কিন্তু, ভোট শেষ হতে না হতেই তাজা বোমা উদ্ধার হল ব্যারাকপুরের সিউড়ি এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থানে যায় টিটাগড় থানার পুলিশ । তারা বোমাটিকে উদ্ধার করে নিয়ে যায় । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।
অভিযোগ, ভোট শেষ হওয়ার পর গতরাতে ব্যারাকপুরের সিউড়িতে বোমাবাজি করে কয়েকজন দুষ্কৃতী । আজ সকালে সেখানে কয়েকজন বাসিন্দা চাষের কাজের জন্য মাঠে যাচ্ছিলেন । তখন সেলামপুর গুস্তিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের সামনে তারা একটি তাজা বোমা দেখতে পান । গতকাল ওই স্কুলে ভোটের বুথ খোলা হয়েছিল।
স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, গতরাতে এই এলাকায় দুষ্কৃতীরা বোমাবাজি করে । সম্ভবত তখন ওই বোমাটি ফাটেনি। BJP-র অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা নির্বাচনের সময় ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়ানোর জন্য বোমাবাজির পরিকল্পনা করেছিল । তবে ভোট মোটের উপর শান্তিতে মেটায় তারা রাতে বোমাবাজি করে। অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতৃত্ব বলে, " BJP আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে যুক্ত।"