জগদ্দল, 24 এপ্রিল : ভোট মেটার পরও অশান্তি অব্যাহত উত্তর 24 পরগনার নানা অংশে ৷ শনিবার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল জগদ্দলে ৷ বিস্ফোরণের তীব্রতায় উড়ে গেল ঘরের চাল, ভেঙে পড়ল দেওয়াল ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঘরে বোমা মজুত করে রাখার ফলেই এই ঘটনা ঘটেছে ৷
উত্তর 24 পরগনার ভাটপাড়া বিধানসভা এলাকার জগদ্দল থানার অন্তর্গত রুস্তম গুমটি ৷ শনিবার এই এলাকাতেই পর পর দু’টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে ৷ এলাকাবাসীর অভিযোগ, নির্বাচনের সময় অশান্তি পাকাতেই ওই বোমা মজুত করে রাখা হয়েছিল ৷ কোনও কারণে সেগুলি ফেটে যায় ৷
আরও পড়ুন : ভোটের আগে কংগ্রেস কর্মীর বাড়ি থেকে বোমা উদ্ধার
বিস্ফোরণের খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছয় জগদ্দল থানার পুলিশ ৷ পৌঁছন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও ৷ বিস্ফোরণস্থলটি ঘিরে ফেলেন তাঁরা ৷ পুলিশের প্রাথমিক অনুমান, বোমা দু’টি যথেষ্ট শক্তিশালী ছিল ৷ কারণ, বিস্ফোরণের অভিঘাত এতটাই বেশি ছিল যে ঘরের চাল উড়ে যায় ৷ ভেঙে যায় চারপাশের দেওয়াল ৷
ওই এলাকায় আরও বোমা কোথাও মজুত করে রাখা হয়েছে কিনা, তা জানতে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ ৷ খবর দেওয়া হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বম্ব স্কোয়াডকে ৷