ETV Bharat / state

ফরওয়ার্ড ব্লক কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমা - north 24 parganas

ভোটের আগে ফরওয়ার্ড ব্লক কর্মীদের বাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে বোমা । ক্ষতিগ্রস্ত একটি চায়ের দোকানও । অভিযোগের তির তৃণমূলের দিকে ।

দত্তপুকুরে চলল বোমাবাজি
author img

By

Published : May 10, 2019, 8:41 PM IST

Updated : May 10, 2019, 8:50 PM IST

দত্তপুকুর, 10 মে : ভোটের আগে ফের বোমাবাজি । ফরওয়ার্ড ব্লক কর্মীদের বাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে বোমা । ঘটনাটি উত্তর 24 পরগনার দত্তপুকুরের ।

বারাসত লোকসভা কেন্দ্রের অন্তর্গত দত্তপুকুর থানার খিলকাপুর পঞ্চায়েতের বাপপুর এলাকায় প্রায়ই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি করে বলে অভিযোগ । গতরাতেও এলাকায় বোমাবাজি হয় । ভোটের মুখে এলাকায় আতঙ্ক ছড়াতেই এই বোমাবাজি করা হচ্ছে বলে অভিযোগ বাম শরিক ফরওয়ার্ড ব্লকের । 19 মে বারাসত লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ । ফরওয়ার্ড ব্লক কর্মীদের অভিযোগ, তিনদিন আগে এই এলাকায় ব্যাপক বোমাবাজিতে দলের এক কর্মীর বাড়ি ক্ষতিগ্রস্ত হয় । বোমার স্প্লিন্টার ছিটকে ওই কর্মীর পাঁচ বছরের মেয়ের চোখে গিয়ে লাগে । সেই ঘটনাতে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি ।

এবিষয়ে ফরওয়ার্ড ব্লকের জেলা সদস্য বিশ্বজিৎ মাইতি বলেন, "ভোটের আগে এলাকারবাসীকে ভয় দেখানো ও সন্ত্রাসের জন্য তৃণমূলের দুষ্কৃতীরা এই ঘটনা বারবার ঘটাচ্ছে । যাতে সাধারণ ভোটাররা আতঙ্কিত হয়ে বুথমুখী হতে না পারে । পঞ্চায়েত ভোটের পরিস্থিতি তৈরি করতে চাইছে শাসকদল । এখনও বহু মানুষের ঘরবাড়ি ভাঙার চিহ্ন রয়েছে । গতকাল প্রায় 5টি বোমা ছোড়া হয়েছে ফরওয়ার্ড ব্লক কর্মীদের বাড়ি লক্ষ্য করে । আমরা চাই তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের যেন গ্রেপ্তার করা হয় ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

পূর্ব খিলকাপুর পঞ্চায়েতের উপপ্রধান মধুমিতা গুপ্ত বলেন, "ফরওয়ার্ড ব্লকের নেতাকর্মীদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে । তাই নিজেরাই এধরনের ঘটনা ঘটাচ্ছে । আর তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে ।" দত্তপুকুর থানার পুলিশ তদন্তে নেমেছে । তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি ।

দত্তপুকুর, 10 মে : ভোটের আগে ফের বোমাবাজি । ফরওয়ার্ড ব্লক কর্মীদের বাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে বোমা । ঘটনাটি উত্তর 24 পরগনার দত্তপুকুরের ।

বারাসত লোকসভা কেন্দ্রের অন্তর্গত দত্তপুকুর থানার খিলকাপুর পঞ্চায়েতের বাপপুর এলাকায় প্রায়ই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি করে বলে অভিযোগ । গতরাতেও এলাকায় বোমাবাজি হয় । ভোটের মুখে এলাকায় আতঙ্ক ছড়াতেই এই বোমাবাজি করা হচ্ছে বলে অভিযোগ বাম শরিক ফরওয়ার্ড ব্লকের । 19 মে বারাসত লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ । ফরওয়ার্ড ব্লক কর্মীদের অভিযোগ, তিনদিন আগে এই এলাকায় ব্যাপক বোমাবাজিতে দলের এক কর্মীর বাড়ি ক্ষতিগ্রস্ত হয় । বোমার স্প্লিন্টার ছিটকে ওই কর্মীর পাঁচ বছরের মেয়ের চোখে গিয়ে লাগে । সেই ঘটনাতে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি ।

এবিষয়ে ফরওয়ার্ড ব্লকের জেলা সদস্য বিশ্বজিৎ মাইতি বলেন, "ভোটের আগে এলাকারবাসীকে ভয় দেখানো ও সন্ত্রাসের জন্য তৃণমূলের দুষ্কৃতীরা এই ঘটনা বারবার ঘটাচ্ছে । যাতে সাধারণ ভোটাররা আতঙ্কিত হয়ে বুথমুখী হতে না পারে । পঞ্চায়েত ভোটের পরিস্থিতি তৈরি করতে চাইছে শাসকদল । এখনও বহু মানুষের ঘরবাড়ি ভাঙার চিহ্ন রয়েছে । গতকাল প্রায় 5টি বোমা ছোড়া হয়েছে ফরওয়ার্ড ব্লক কর্মীদের বাড়ি লক্ষ্য করে । আমরা চাই তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের যেন গ্রেপ্তার করা হয় ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

পূর্ব খিলকাপুর পঞ্চায়েতের উপপ্রধান মধুমিতা গুপ্ত বলেন, "ফরওয়ার্ড ব্লকের নেতাকর্মীদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে । তাই নিজেরাই এধরনের ঘটনা ঘটাচ্ছে । আর তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে ।" দত্তপুকুর থানার পুলিশ তদন্তে নেমেছে । তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি ।

রাজু বিশ্বাস,বারাসত:-ভোটের আগে আবারও বোমাবাজিতে উত্তপ্ত হল উত্তর 24 পরগনার দত্তপুকুর। বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত দত্তপুকুর থানার খিলকাপুর পঞ্চায়েতের বাপপুর এলাকায় মাঝেমধ্যেই তৃনমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি করছে বলে অভিযোগ।গতকাল রাতেও ওই এলাকায় বোমাবাজি হয়।ভোটের মুখে এলাকায় আতঙ্ক ছড়াতেই এই বোমাবাজি করা হচ্ছে বলে অভিযোগ বাম শরিক ফরওয়ার্ড ব্লকের। আগামী 19 মে বারাসত লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ।বাপপুর এলাকাটি এই কেন্দ্রের অন্তর্গত। এখানে আবার ফরওয়ার্ড ব্লকের ভালো সংগঠন রয়েছে।ফরওয়ার্ড ব্লকের অভিযোগ,তিনদিন আগেই এই এলাকায় ব‍্যাপক বোমাবাজিতে দলের এক কর্মীর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বোমার স্প্লিন্টার ছিটকে ওই কর্মীর পাঁচ বছরের শিশু কন্যার চোখে গিয়ে লাগে।অল্পের জন্য তাঁর চোখ রক্ষা পায়। সেই ঘটনায় এখনও কাউকেই গ্রেপ্তার করা হয়নি। এবিষয়ে ফরওয়ার্ড ব্লকের জেলা সদস‍্য বিশ্বজিৎ মাইতি বলেন,ভোটের আগে এলাকার মানুষদের ভয় দেখানো ও সন্ত্রাস সৃষ্টি করার জন্য তৃনমূলের দুষ্কৃতী বাহিনী এই ঘটনা বারবার ঘটাচ্ছে। যাতে সাধারন ভোটাররা আতঙ্কিত হয়ে 19শে মে বুথমুখি হতে না পারে। পঞ্চায়েত ভোটের পরিস্থিতি তৈরি করতে চাইছে শাসকদল। এখনও বহু মানুষের ঘরবাড়ি ভাঙার চিহ্ন রয়েছে। তাঁর দাবি, এই এলাকার ফরওয়ার্ড ব্লক কর্মীদের বাড়ি লক্ষ্য করে 5টি বোমা ছোড়া হয়েছে।কেউ আহত না হলেও এলাকার মানুষের মধ্যে প্রচণ্ড আতঙ্ক সৃষ্টি হয়েছে।একটি চায়ের দোকান‌ও বোমাবাজিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।অন্যদিকে, তৃণমূল পরিচালিত পূর্ব খিলকাপুর পঞ্চায়েতের উপপ্রধান মধুমিতা গুপ্ত বলেন, ফরওয়ার্ড ব্লকের নেতাকর্মীদের পায়ের তলায় মাটি নেই।তাই, নিজেরাই এইধরনের ঘটনা ঘটাচ্ছে।আর,তৃনমূলকে বদনাম করার চেষ্টা করছে । দত্তপুকুর থানার পুলিশ তদন্তে নেমেছে।তবে,এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
Last Updated : May 10, 2019, 8:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.