ভাটপাড়া, 25 অক্টোবর: ফের বোমা বিস্ফোরণ ভাটপাড়ায় ৷ আর সেই বিস্ফোরণে মৃত্যু হল এক শিশুর (One Child Dead in Bhatpara Due to Bomb Blast) ৷ মঙ্গলবার ভোরের এই মর্মান্তিক ঘটনায় আরও একজন জখম হয়েছেন ৷ কৌট ভেবে বোমা নিয়ে খেলতে গেলে সেটি ফেটে যায় ৷ আর তাতেই মৃত্যু হয় নিখিল পাসওয়ান নামে ওই শিশুর ৷ জখম হয়েছে মহেশ সাউ নামে আরেক শিশু ৷ ঘটনাটি ঘটেছে ভাটপাড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের প্রেমচাঁদ নগরে ৷ ঘটনাস্থল থেকে আরও একটি বোমা উদ্ধার করেছে পুলিশ ৷ রেললাইনের পাশে ঘটনাটি ঘটনায় ভাটপাড়া থানার পাশাপাশি, কাঁকিনাড়া জিআরপি ও আরপিএফ ঘটনাস্থলে পৌঁছেছে ৷ খবর দেওয়া হয়েছে, সিআইডির বম্ব স্কোয়াডকেও ৷ ঠিক কী কারণে ওখানে বোমা রাখা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে ।
পুলিশ সূত্রে খবর, এ দিন সকালে রেল লাইনের পাশে টিনের কৌটো পড়ে থাকতে দেখে, সেটিতে লাথি মারে নিখিল পাসওয়ান ৷ সঙ্গে সঙ্গে বিস্ফোরণ, আর ঘটনাস্থলেই মৃত্যু হয় নিখিলের ৷ তার সঙ্গে থাকা আরও একজন শিশু জখম হয়েছে ৷ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ বিস্ফোরণস্থল থেকে আরও একটি বোমা উদ্ধার হয়েছে ৷ সেটিকে নিষ্ক্রিয় করতে সিআইডি’র বম্ব স্কোয়াডে খবর দেওয়া হয়েছে ৷ 28 ও 29 নম্বর রেল গেটের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটায়, রেলপুলিশ ও আরপিএফ ঘটনাস্থলে পৌঁছেছে ৷
আরও পড়ুন: শাসনে তৃণমূল নেতা খুনে ধৃত মূল অভিযুক্তও শাসক দলের কর্মী, বিক্ষোভ আদালতে
প্রসঙ্গত, গতকাল কালীপুজোর দিনেও অশান্ত হয়ে ওঠে ভাটপাড়া পৌর এলাকা ৷ 17 নম্বর ওয়ার্ডের তিনসুতিয়া এলাকায় এক তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা ৷ রাজ পাণ্ডে নামে ওই তৃণমূল নেতা জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ৷ সোমবার রাতে যখন তিনি এলাকার কালীপুজোর মণ্ডপে বসে ছিলেন, তখনই 3টি বাইকে দুষ্কৃতীরা আস এবং রাজ পাণ্ডেকে লক্ষ্য করে গুলি চালায় ৷