ETV Bharat / state

বাগুইআটিতে উদ্ধার ব্যবসায়ীর দেহ, মৃত্যু কারণ নিয়ে ধন্দে পুলিশ - Baguiati police station

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আজ সকাল 6 টা নাগাদ বিধাননগর পৌরনিগমের জঞ্জাল বিভাগের কর্মীরা এলাকা পরিষ্কার করতে গিয়ে ওই যুবকের দেহ নর্দমায় পড়ে থাকতে দেখেন । এরপরেই তারা স্থানীয় কাউন্সিলরকে বিষয়টি জানান ৷ ঘটনাস্থানে আসে বাগুইআটি থানার পুলিশ । মৃতের শরীরে একাধিক জায়গায় গভীর ক্ষত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে ।

baguiati murder
প্রতীকি ছবি
author img

By

Published : Dec 11, 2019, 8:01 PM IST

Updated : Dec 11, 2019, 8:14 PM IST

বাগুইআটি, 11 ডিসেম্বর : বাগুইআটি এলাকার রেলপুকুর সংলগ্ন ঝিলপাড় থেকে বুধবার সকালে এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ । মৃতের নাম রাজা দাস ওরফে বুম্বা (35) । তার গাড়ির ব্যবসা ছিল । অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমেছে বাগুইআটি থানার পুলিশ ।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আজ সকাল 6 টা নাগাদ বিধাননগর পৌরনিগমের জঞ্জাল বিভাগের কর্মীরা এলাকা পরিষ্কার করতে গিয়ে ওই যুবকের দেহ নর্দমায় পড়ে থাকতে দেখেন । এরপরেই তারা স্থানীয় কাউন্সিলরকে বিষয়টি জানান ৷ ঘটনাস্থানে আসে বাগুইআটি থানার পুলিশ । মৃতের শরীরে একাধিক জায়গায় গভীর ক্ষত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে ।

ভিডিয়োয় দেখুন কী বলছেন স্থানীয় বাসিন্দারা

রাজার বৌদি গোপা দাস জানিয়েছেন, "আমরা সকালে বাবার কাছ থেকে খবর পেয়ে ছুটে আসি । আমাদের ধারণা রাজাকে খুন করা হয়েছে । তবে কে এই কাজ করল তা বুঝতে পারছি না । পুলিশকে জানিয়েছি । আশা করছি যে বা যারা এই কাজ করেছে তারা ধরা পড়বে ।"

প্রতিবেশীরা জানিয়েছেন, রাজার দু'টি গাড়ি ছিল । সেগুলি তিনি অ্যাপ ক্যাবে ভাড়া দিতেন । দিন কয়েক আগে রাজার মা হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বোনের বাড়িতে উঠেছিলেন । রাজা মাঝেমধ্যেই রাতে বাড়ি ফেরার সময়ে মদ খেয়ে ফিরত বলে পুলিশ জানতে পেরেছে । তবে যে জায়গায় রাজার দেহ পাওয়া গেছে, সেখানে মঙ্গলবার রাতে বাসিন্দারা কোনও চেঁচামেচি শুনতে পাননি বলে দাবি করেছেন । ফলে ঘটনাটি আদৌ খুন, না কি নিছকই দুর্ঘটনা তা নিয়েই ধোঁয়াশায় রয়েছে পুলিশ । রাজার গাড়ির চালক এবং তার বন্ধুদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।

+

বাগুইআটি, 11 ডিসেম্বর : বাগুইআটি এলাকার রেলপুকুর সংলগ্ন ঝিলপাড় থেকে বুধবার সকালে এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ । মৃতের নাম রাজা দাস ওরফে বুম্বা (35) । তার গাড়ির ব্যবসা ছিল । অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমেছে বাগুইআটি থানার পুলিশ ।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আজ সকাল 6 টা নাগাদ বিধাননগর পৌরনিগমের জঞ্জাল বিভাগের কর্মীরা এলাকা পরিষ্কার করতে গিয়ে ওই যুবকের দেহ নর্দমায় পড়ে থাকতে দেখেন । এরপরেই তারা স্থানীয় কাউন্সিলরকে বিষয়টি জানান ৷ ঘটনাস্থানে আসে বাগুইআটি থানার পুলিশ । মৃতের শরীরে একাধিক জায়গায় গভীর ক্ষত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে ।

ভিডিয়োয় দেখুন কী বলছেন স্থানীয় বাসিন্দারা

রাজার বৌদি গোপা দাস জানিয়েছেন, "আমরা সকালে বাবার কাছ থেকে খবর পেয়ে ছুটে আসি । আমাদের ধারণা রাজাকে খুন করা হয়েছে । তবে কে এই কাজ করল তা বুঝতে পারছি না । পুলিশকে জানিয়েছি । আশা করছি যে বা যারা এই কাজ করেছে তারা ধরা পড়বে ।"

প্রতিবেশীরা জানিয়েছেন, রাজার দু'টি গাড়ি ছিল । সেগুলি তিনি অ্যাপ ক্যাবে ভাড়া দিতেন । দিন কয়েক আগে রাজার মা হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বোনের বাড়িতে উঠেছিলেন । রাজা মাঝেমধ্যেই রাতে বাড়ি ফেরার সময়ে মদ খেয়ে ফিরত বলে পুলিশ জানতে পেরেছে । তবে যে জায়গায় রাজার দেহ পাওয়া গেছে, সেখানে মঙ্গলবার রাতে বাসিন্দারা কোনও চেঁচামেচি শুনতে পাননি বলে দাবি করেছেন । ফলে ঘটনাটি আদৌ খুন, না কি নিছকই দুর্ঘটনা তা নিয়েই ধোঁয়াশায় রয়েছে পুলিশ । রাজার গাড়ির চালক এবং তার বন্ধুদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।

+

Intro: বিধাননগর, ১১ ডিসেম্বর: বাগুইআটি এলাকার রেলপুকুর সংলগ্ন ঝিলপাড়ে বুধবার সকালে এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম রাজা দাস ওরফে বুম্বা। তার গাড়ির ব্যবসা ছিল। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমেছে বাগুইআটি থানার পুলিশ।


স্থানীয় বাসিন্দাদের দাবি বুধবার সকাল ৬ টা নাগাদ স্থানীয় পুরনিগমের জঞ্জাল বিভাগের কর্মিরা এলাকা পরিষ্কার করতে গিয়ে ওই যুবককে নর্দমাতে পড়ে থাকতে দেখতে পান। এরপরেই তারা স্থানীয় কাউন্সিলরকে বিষয়টি জানালে সেখান থেকে বাগুইআটি থানার পুলিশের কাছে জানানো হয়। এদিক পুলিশ ঘটনাস্থল থেকে দেহটিকে উদ্ধার করতে এসে দেখতে পান রাস্তায় প্রায় ৮০ মিটার জায়গা জুড়ে চাপ রক্তের দাগ। যা দেখে প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ যেখানে দেহটি পড়ে ছিল তার থেকে ৮০ মিটার দূরে রাজা দাস নামক ওই যুবককে আঘাত করা হয়। কারণ রাজার শরিরে প্রায় ২ থেকে ৩ টি জায়গায় গভীর ক্ষত রয়েছে বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে।


Body:স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এমনিতেই হাসিখুশী ছেলে রাজার এহেন মৃত্যুতে তারা স্তম্ভিত। কারণ রাজার সঙ্গে শত্রুতা আছে এমন লোক ওই এলাকাতে নেই। রাজার বৌদি গোপা দাস জানিয়েছেন, "আমরা সকালেই বাবার কাছ থেকে খবর পেয়ে ছুটে আসি। আমাদের ধারনা রাজাকে খুন করা হয়েছে। তবে কে এই কাজ করল তা বুঝতে পারছি না। পুলিশকে জানিয়েছি। আশা করছি যে বা যারা এই কাজ করেছে তারা ধরা পড়বেই।"

প্রতিবেশীদের দাবি রাজা দুটি গাড়ি অ্যাপ ক্যাবে ভাড়া দিয়ে চালাতেন। সেখান থেকেই তার রোজগার হত। দিন কয়েক আগে রাজার মা হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মাসির বাড়িতে উঠেছিলেন। এদিকে রাজা মাঝে রাতে বাড়ি ফেরার সময়ে মদ্যপ হয়ে ফিরত বলেই পুলিশ জানতে পেরেছে। তবে মঙ্গলবার রাতে যে জায়গায় খুন হয়েছে বলে মনে করা হচ্ছে সেখানের বাসিন্দারা কোনও চিৎকার চেঁচামেচির আওয়াজ পাননি বলেই দাবি করেছেন। ফলে এই ঘটনাটি আদৌ খুন নাকি রাজা মদ্যপ অবস্থায় হাঁটতে গিয়ে পড়ে যাওয়ার কারণে আঘাত পেয়েছিল সেই নিয়েই ধন্দে রয়েছে পুলিশ। তবে রাজার গাড়ির চালক এবং তার বন্ধুদের সঙ্গে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
যদিও এদিন সকালেই ঘটনাস্থল পরিক্ষা করে দেখেন জোনাল এসিপি। কিন্তু এখনও পর্যন্ত এই ঘটনা ঘটার পিছনে জোরালো কারণ বুঝতে পারেনি পুলিশ।Conclusion:
Last Updated : Dec 11, 2019, 8:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.