ETV Bharat / state

BJP নেতাকে খুনের চেষ্টা, অভিযুক্ত তৃণমূল

হাড়োয়ার গোপালপুরে আক্রান্ত যুব BJP নেতা । তাঁকে খুনের চেষ্টাও করা হয় । অভিযুক্ত তৃণমূল ।

আক্রান্ত BJP নেতা
author img

By

Published : May 10, 2019, 11:08 PM IST

হাড়োয়া, 10 মে : হাড়োয়ার গোপালপুরে আক্রান্ত যুব BJP নেতা। অভিযোগ আজ সকালে তৃণমূল নেতা ও কর্মীরা BJP যুব মোর্চা সভাপতি দীপঙ্কর কাহারকে বেধড়ক মারধর করে । তাঁকে খুনের চেষ্টা করা হয় বলেও অভিযোগ ।

দীপঙ্কর অভিযোগ করেছেন, আজ সকালে তিনি ইটভাটায় যাচ্ছিলেন ইট কিনতে। পথে তাঁকে আটকে বেধড়ক মারধর করা হয় । পাশাপাশি তাঁর মোটরবাইক ভাঙচুর করে কাছে থাকা নগদ ১০ হাজার টাকাসহ মোবাইল ফোনটি ছিনিয়ে নেয় তৃণমূল কর্মীরা । এমন কী তাঁরা দীপঙ্করের গলায় থাকা দলীয় উত্তরীয় দিয়ে ফাঁস লাগিয়ে খুন করার চেষ্টা করেছিল। ঘটনাস্থল থেকে কোনওরকমে পালিয়ে প্রাণ বাঁচান তিনি।

বৃহস্পতিবার‌ হাড়োয়ার গোপালপুর গ্রামে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব মিটিং করেন। মিটিং শেষ হ‌ওয়ার পর থেকেই এই গ্রামে BJP কর্মীদের ওপর হামলা শুরু হয়েছে । আজ সকালে হাড়োয়ার খাসবালান্দা পঞ্চায়েতের বোনতোষা গ্রামের বেশ কয়েকজন BJP কর্মীর বাড়িতেও ভাঙচুর করা হয় ।

আজ ওই গ্রামে প্রচার করতে যাওয়ার কথা ছিল BJP প্রার্থী সায়ন্তন বসুর। তাই আগে থেকেই গ্রামে পতাকা ও ব্যানার লাগানোর কাজ করছিলেন কর্মীরা। তখন তৃণমূল নেতা ও কর্মীরা BJP কর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ ।

এই ঘটনার জেরে বাতিল হয়ে যায় সায়ন্তন বসুর প্রচার কর্মসূচি । BJP-র পক্ষ থেকে হামলার বিষয়ে আজ দুপুরে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ জানানো হয়। যদিও বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না বলে দায় এড়িয়ে গেছেন হাড়োয়ার তৃণমূল বিধায়ক হাজি নুরুল ইসলাম।

হাড়োয়া, 10 মে : হাড়োয়ার গোপালপুরে আক্রান্ত যুব BJP নেতা। অভিযোগ আজ সকালে তৃণমূল নেতা ও কর্মীরা BJP যুব মোর্চা সভাপতি দীপঙ্কর কাহারকে বেধড়ক মারধর করে । তাঁকে খুনের চেষ্টা করা হয় বলেও অভিযোগ ।

দীপঙ্কর অভিযোগ করেছেন, আজ সকালে তিনি ইটভাটায় যাচ্ছিলেন ইট কিনতে। পথে তাঁকে আটকে বেধড়ক মারধর করা হয় । পাশাপাশি তাঁর মোটরবাইক ভাঙচুর করে কাছে থাকা নগদ ১০ হাজার টাকাসহ মোবাইল ফোনটি ছিনিয়ে নেয় তৃণমূল কর্মীরা । এমন কী তাঁরা দীপঙ্করের গলায় থাকা দলীয় উত্তরীয় দিয়ে ফাঁস লাগিয়ে খুন করার চেষ্টা করেছিল। ঘটনাস্থল থেকে কোনওরকমে পালিয়ে প্রাণ বাঁচান তিনি।

বৃহস্পতিবার‌ হাড়োয়ার গোপালপুর গ্রামে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব মিটিং করেন। মিটিং শেষ হ‌ওয়ার পর থেকেই এই গ্রামে BJP কর্মীদের ওপর হামলা শুরু হয়েছে । আজ সকালে হাড়োয়ার খাসবালান্দা পঞ্চায়েতের বোনতোষা গ্রামের বেশ কয়েকজন BJP কর্মীর বাড়িতেও ভাঙচুর করা হয় ।

আজ ওই গ্রামে প্রচার করতে যাওয়ার কথা ছিল BJP প্রার্থী সায়ন্তন বসুর। তাই আগে থেকেই গ্রামে পতাকা ও ব্যানার লাগানোর কাজ করছিলেন কর্মীরা। তখন তৃণমূল নেতা ও কর্মীরা BJP কর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ ।

এই ঘটনার জেরে বাতিল হয়ে যায় সায়ন্তন বসুর প্রচার কর্মসূচি । BJP-র পক্ষ থেকে হামলার বিষয়ে আজ দুপুরে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ জানানো হয়। যদিও বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না বলে দায় এড়িয়ে গেছেন হাড়োয়ার তৃণমূল বিধায়ক হাজি নুরুল ইসলাম।

রাজু বিশ্বাস,বারাসত:-আজ সকালে হাড়োয়ার গোপালপুর গ্রামের বাসিন্দা বিজেপির যুব সভাপতি দীপঙ্কর কাহারের ওপর হামলার অভিযোগ উঠল তৃনমূলের বিরুদ্ধে।ওই যুব নেতাকে খুনের চেষ্টা করা হয় বলেও অভিযোগ। স্থানীয় বিজেপি নেতৃত্ব জানান, বাড়ি সংস্কারের কাজ চলায় সকাল সাড়ে এগারোটা নাগাদ দীপঙ্কর ইঁটভাটায় যাচ্ছিলেন ইঁট কিনতে। সেই সময় তার পথ আটকে বেধড়ক মারধর করা হয়। পাশাপাশি তার মোটরবাইকটি ভাঙচুর করে ও কাছে থাকা নগদ ১০ হাজার টাকা সহ মোবাইল ফোনটি ছিনিয়ে নেয় বলে অভিযোগ। এমনকি তার গলায় থাকা দলীয় উত্তরীয় দিয়ে গলায় ফাঁস লাগিয়ে খুন করার চেষ্টা হয় বলেও অভিযোগ ওঠে স্থানীয় কিছু তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে কোনরকমে প্রাণ বাঁচান তিনি। বৃহস্পতিবার‌ই গোপালপুর গ্রামে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব মিটিং করেন। মিটিং শেষ হ‌ওয়ার পর থেকেই বিজেপি কর্মীদের ওপর হামলা শুরু হয়েছে হাড়োয়ায়। আজ সকালে হাড়োয়ার খাসবালান্দা পঞ্চায়েতের বোনতোষা গ্রামের বেশ কয়েকজন বিজেপি কর্মীর বাড়িতেও ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে। জানা যায়, আজ ওই গ্রামে প্রচার করতে যাওয়ার কথা ছিল বিজেপি প্রার্থী সায়ন্তন বসুর। তাই আগে থেকেই গ্রামে পতাকা ও ব্যানার লাগানোর কাজ করছিলেন কর্মীরা। তখনই বিজেপি কর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ করা হয় বিজেপির তরফে।ফলে বাতিল হয়ে যায় সায়ন্তন বসুর প্রচার কর্মসূচী।হামলার বিষয়ে আজ দুপুরে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ জানানো হয় বিজেপির পক্ষ থেকে।যদিও বিষয়টি জানা নেই বলে দায় এড়িয়ে গিয়েছেন হাড়োয়ার তৃনমূল বিধায়ক হাজী নুরুল ইসলাম।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.