জগদ্দল,25 ফেব্রুয়ারি : দলীয় পতাকা লাগাতে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মী। অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে ৷ জগদ্দল থানার পাওয়ার হাউস মোড়ে গতকাল রাতে দলীয় পতাকা লাগাতে গিয়ে আক্রান্ত হন এক বিজেপি কর্মী।
পেশায় গৃহশিক্ষক ওই বিজেপি কর্মী রামদেওধর প্রসাদ, রথযাত্রার সমর্থনে দলীয় পতাকা, ব্যানার সাজানো কাজ করছিলেন। সে সময় কয়েকজন তৃণমূলের দুস্কৃতী এসে হামলা চালায় ও বোমা ছোঁড়ে। এই ঘটনায় আহত হয় 2 জন। একজনের আঘাত গুরুতর। 3 - 4 টি বোমা মারার অভিযোগ রয়েছে। ঘটনাস্থানে দিয়েছে জগদ্দল থানার পুলিশ। এই রাস্তা ধরেই আজ বিজেপির পরিবর্তনের রথযাত্রা যাবে। তার আগে এই ঘটনায় এলাকায় উত্তেজনা ৷