ETV Bharat / state

bjp-worker-dead : 23 দিন পর জগদ্দলে গুলিবিদ্ধ বিজেপি কর্মীর মৃত্যু - জগদ্দলে

23 দিন লড়াইয়ে শেষরক্ষা হল না ৷ গত 28 জুন গুলিবিদ্ধ হন জগদ্দলের 18 নম্বর গলির বাসিন্দা রাজু সাউ ৷ এদিন তিনি মারা যান ৷ তিন সন্তান নিয়ে উদ্বিগ্ন মৃতের স্ত্রী জ্যোৎস্না সাউ ৷ তাঁর দাবি, অপরাধীর যেন ফাঁসি হয় ৷

মৃত বিজেপি কর্মী
মৃত বিজেপি কর্মী
author img

By

Published : Jul 24, 2021, 8:04 PM IST

জগদ্দল, 24 জুলাই : জগদ্দলে গুলিবিদ্ধ এক বিজেপি কর্মীর মৃত্যু হল ৷ মৃতের নাম রাজু সাউ (36) ৷ তাঁর বাড়ি জগদ্দলের 18 নম্বর গলির কাছে ৷ গুলিবিদ্ধ হওয়ার পর টানা 23 দিন হাসপাতালে লড়াই করছিলেন তিনি ৷ শনিবার ভোররাতে কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে রাজুর মৃত্যু হয়। তিন সন্তান নিয়ে মৃতের স্ত্রী জ্যোৎস্না সাউ দুশ্চিন্তায় রয়েছেন ৷

প্রসঙ্গত, গত 28 জুন বাড়ির পাশে কল থেকে জল আনতে গিয়েছিল রাজু। সেইসময় তাঁকে স্থানীয় দুষ্কৃতী রাজা আনসারি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে বুকে গুলি করেছিল। রাজা আনসারি এখন অবশ্য জেলবন্দি।

আরও পড়ুন :হরিশ্চন্দ্রপুরের নিখোঁজ তৃণমূল নেতার দেহ উদ্ধার বিহারে

তিন সন্তান নিয়ে উদ্বিগ্ন মৃতের স্ত্রী জ্যোৎস্না সাউ। তিনি তাঁর স্বামী হত্যায় অপরাধীর ফাঁসির দাবি করেন। সেইসঙ্গে আর্থিক সাহায্য ও তিন সন্তানের পড়াশুনার দায়িত্ব নেওয়ারও আবেদন জানান।

তবে নিহত বিজেপি কর্মীর পাশে দাঁড়িয়েছেন বিজেপি সাংসদ অর্জুন সিং ও বিধায়ক পবনকুমার সিং।

জগদ্দল, 24 জুলাই : জগদ্দলে গুলিবিদ্ধ এক বিজেপি কর্মীর মৃত্যু হল ৷ মৃতের নাম রাজু সাউ (36) ৷ তাঁর বাড়ি জগদ্দলের 18 নম্বর গলির কাছে ৷ গুলিবিদ্ধ হওয়ার পর টানা 23 দিন হাসপাতালে লড়াই করছিলেন তিনি ৷ শনিবার ভোররাতে কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে রাজুর মৃত্যু হয়। তিন সন্তান নিয়ে মৃতের স্ত্রী জ্যোৎস্না সাউ দুশ্চিন্তায় রয়েছেন ৷

প্রসঙ্গত, গত 28 জুন বাড়ির পাশে কল থেকে জল আনতে গিয়েছিল রাজু। সেইসময় তাঁকে স্থানীয় দুষ্কৃতী রাজা আনসারি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে বুকে গুলি করেছিল। রাজা আনসারি এখন অবশ্য জেলবন্দি।

আরও পড়ুন :হরিশ্চন্দ্রপুরের নিখোঁজ তৃণমূল নেতার দেহ উদ্ধার বিহারে

তিন সন্তান নিয়ে উদ্বিগ্ন মৃতের স্ত্রী জ্যোৎস্না সাউ। তিনি তাঁর স্বামী হত্যায় অপরাধীর ফাঁসির দাবি করেন। সেইসঙ্গে আর্থিক সাহায্য ও তিন সন্তানের পড়াশুনার দায়িত্ব নেওয়ারও আবেদন জানান।

তবে নিহত বিজেপি কর্মীর পাশে দাঁড়িয়েছেন বিজেপি সাংসদ অর্জুন সিং ও বিধায়ক পবনকুমার সিং।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.