ব্যারাকপুর, 8 এপ্রিল : BJP করার জন্য ব্যক্তিকে ঘরছাড়া করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তাঁর নাম হরি শিকদার।
নোয়াপাড়া গ্রামীণ মণ্ডলের BJP সহ সভাপতি তিনি। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় দেওয়াল লিখন ও BJP প্রার্থীর সমর্থনে প্রচার করছিলেন তিনি। সেই কারণেই তাঁকে ভাড়াবাড়ি থেকে জোর করে বের করে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।
দীর্ঘ পাঁচ বছর ধরে স্ত্রী ও দুই সন্তান নিয়ে 10 নম্বর ওয়ার্ডের পাঁচু বিশ্বাসের বাড়িতে ভাড়া থাকতেন হরিবাবু। অভিযোগ, BJP করা ও BJP প্রার্থীর হয়ে প্রচার করার জন্য তাঁকে ভাড়াবাড়ি থেকে তুলে দেওয়া হয়েছে। অভিযোগের তির মোহনপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সাংসদ সদস্য সুজন চৌধুরির দিকে। তিনিই বাড়িওয়ালাকে বলে গতকালের মধ্যেই হরিবাবুকে তুলে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন বলে অভিযোগ। সেই চাপেই বাড়িওয়ালা হরিবাবুকে দুই সন্তান সহ গোটা পরিবারকে বাড়ির বাইরে বের করে দেন। বর্তমানে হরিবাবুর গৃহহীন অবস্থা। পরিবার নিয়ে তিনি সুজন চৌধুরির বাড়ির সামনে গিয়ে অবস্থানে বসেন। সুজনবাবু ঘটনার কথা টিটাগড় থানায় জানান। পুলিশ এসে হরিবাবুকে তুলে নিয়ে যায়। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থানে আসেন BJP কর্মী-সমর্থকরা। তাঁরাও ফের সুজনবাবুর বাড়ির সামনে ধরনায় বসেন। তাঁদের দাবি যতক্ষণ পর্যন্ত হরিবাবুকে বাড়িতে ঢুকতে না দেওয়া হবে ততক্ষণ তাঁরা এই ধরনা চালিয়ে যাবেন। এছাড়াও তাদের অভিযোগ বিনা কারণে হরিবাবুকে তুলে নিয়ে গেছে পুলিশ। তাঁকেও ছেড়ে দিতে হবে।
যদিও এই ঘটনায় সুজন চৌধুরির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নির্মল কর বলেন, "এটি কোনও রাজনৈতিক বিষয় নয়। দীর্ঘ এক বছর ধরে বাড়িওয়ালা-ভাড়াটে গন্ডগোলের জেরে এই ঘটনা। রাজনৈতিক রং লাগিয়ে লোকসভা নির্বাচনে তৃণমূলকে হেয় করার চেষ্টা করছে BJP। যদিও এতে BJP সফল হবে না। তৃণমূলের প্রার্থী দীনেশ ত্রিবেদি এই লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করবেন।"