ETV Bharat / state

হাসনাবাদে BJP মহিলা কর্মী খুনে গ্রেপ্তার ছেলে - arrest

হাসনাবাদে 13 জুন খুন হন BJP কর্মী সরস্বতী দাস । দলীয় কর্মী খুনের পর BJP অভিযোগ করে, খুনের পিছনে তৃণমূলের হাত রয়েছে । কিন্তু তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করল ওই মহিলার ছেলে সুমন দাসকে । জেরায় সে স্বীকার করেছে, মা-কে খুন করেছে ।

BJP মহিলা কর্মী খুনে গ্রেপ্তার ছেলে
author img

By

Published : Jun 24, 2019, 10:19 AM IST

Updated : Jun 24, 2019, 3:05 PM IST

হাসনাবাদ, 24 জুন : হাসনাবাদে BJP মহিলা কর্মী সরস্বতী দাস খুনে নয়া মোড় । খুনের ঘটনায় গ্রেপ্তার মৃতের ছেলে সুমন দাস । অভিযুক্তকে গতকাল বসিরহাট আদালতে তোলা হয় ।

চলতি মাসের 13 তারিখ রাতে বাড়ির সামনেই খুন হন সরস্বতী । পুলিশ জানিয়েছিল রাত 9টা নাগাদ তিনি যখন পাশের বাড়িতে যাচ্ছিলেন সেই সময় একদল দুষ্কৃতী খুব কাছ থেকে তাঁর মাথায় গুলি করে পালিয়ে যায় । BJP-র পক্ষ থেকে অভিযোগ করা হয়, খুনের পিছনে তৃণমূলের হাত রয়েছে । এই নিয়ে রাজনৈতিক জলঘোলাও কম হয়নি । নিহত সরস্বতীর বাড়িতে যান BJP নেত্রী ভারতী ঘোষ সহ অন্যরা । কিন্তু ঘটনার তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করল সরস্বতীর ছেলে সুমন দাসকে ।

ভিডিয়োয় দেখুন

এই সংক্রান্ত আরও পড়ুন : হাসনাবাদে BJP মহিলা কর্মীকে গুলি করে খুন

স্বামী শংকর দাস অসুস্থ হওয়ায় পর থেকেই এক ব্যক্তির সঙ্গে পার্টনারশিপে হাসনাবাদ এলাকায় সুদের কারবার করতেন সরস্বতী । মায়ের ব্যবসায় সাহায্য করত সুমনও । এরই মধ্যে আচমকা খুন হয়ে যান সরস্বতী । তদন্তে নেমে ছেলে সুমনকেই সন্দেহের তালিকায় রেখেছিল পুলিশ । পুলিশ সূত্রে খবর, জেরায় সুমন স্বীকার করেছে যে সে তার মা-কে খুন করেছে । স্থানীয়দের বক্তব্য, ব্যবসার টাকা-পয়সা নিয়ে মায়ের সঙ্গে বচসা হয় সুমনের । আর তার জেরেই খুন বলে অনুমান ।

খুনের জন্য ব্যবহৃত অস্ত্র ও খুনের কারণ সম্পর্কে আরও পরিষ্কার হতে অভিযুক্তকে গতকাল বসিরহাট আদালতে তুলে নিজেদের হেপাজতে চায় পুলিশ । বিচারক তাকে 5 দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন ।

হাসনাবাদ, 24 জুন : হাসনাবাদে BJP মহিলা কর্মী সরস্বতী দাস খুনে নয়া মোড় । খুনের ঘটনায় গ্রেপ্তার মৃতের ছেলে সুমন দাস । অভিযুক্তকে গতকাল বসিরহাট আদালতে তোলা হয় ।

চলতি মাসের 13 তারিখ রাতে বাড়ির সামনেই খুন হন সরস্বতী । পুলিশ জানিয়েছিল রাত 9টা নাগাদ তিনি যখন পাশের বাড়িতে যাচ্ছিলেন সেই সময় একদল দুষ্কৃতী খুব কাছ থেকে তাঁর মাথায় গুলি করে পালিয়ে যায় । BJP-র পক্ষ থেকে অভিযোগ করা হয়, খুনের পিছনে তৃণমূলের হাত রয়েছে । এই নিয়ে রাজনৈতিক জলঘোলাও কম হয়নি । নিহত সরস্বতীর বাড়িতে যান BJP নেত্রী ভারতী ঘোষ সহ অন্যরা । কিন্তু ঘটনার তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করল সরস্বতীর ছেলে সুমন দাসকে ।

ভিডিয়োয় দেখুন

এই সংক্রান্ত আরও পড়ুন : হাসনাবাদে BJP মহিলা কর্মীকে গুলি করে খুন

স্বামী শংকর দাস অসুস্থ হওয়ায় পর থেকেই এক ব্যক্তির সঙ্গে পার্টনারশিপে হাসনাবাদ এলাকায় সুদের কারবার করতেন সরস্বতী । মায়ের ব্যবসায় সাহায্য করত সুমনও । এরই মধ্যে আচমকা খুন হয়ে যান সরস্বতী । তদন্তে নেমে ছেলে সুমনকেই সন্দেহের তালিকায় রেখেছিল পুলিশ । পুলিশ সূত্রে খবর, জেরায় সুমন স্বীকার করেছে যে সে তার মা-কে খুন করেছে । স্থানীয়দের বক্তব্য, ব্যবসার টাকা-পয়সা নিয়ে মায়ের সঙ্গে বচসা হয় সুমনের । আর তার জেরেই খুন বলে অনুমান ।

খুনের জন্য ব্যবহৃত অস্ত্র ও খুনের কারণ সম্পর্কে আরও পরিষ্কার হতে অভিযুক্তকে গতকাল বসিরহাট আদালতে তুলে নিজেদের হেপাজতে চায় পুলিশ । বিচারক তাকে 5 দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন ।

Last Updated : Jun 24, 2019, 3:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.