ETV Bharat / state

BJP 10টা আসনও পাবে না, মুকুলকে পালটা জবাব জ্যোতিপ্রিয়র - বিধানসভা নির্বাচন 2021

মুকুল রায় গতকাল বনগাঁর আর এস মাঠে দলীয় সভায় দাবি করেন, CAA-র পক্ষে গোটা দেশের 42 শতাংয় মানুষের সমর্থন রযেছে । মুকুলের পালটা দিয়েছেন জ্যোতিপ্রিয় । তিনি বলেন, "যে যাই বলুক না কেন বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেছেন, যতদিন থাকবেন, ততদিন কেউ বাংলার মানুষকে তাড়াতে পারবে না ।

jyotipriya
জ্য়োতিপ্রিয়
author img

By

Published : Feb 4, 2020, 5:08 AM IST

বনগাঁ, 4 ফেব্রুযারি : বনগাঁয় দলীয় সভায় BJP নেতা মুকুল রায় বলেছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে BJP 170টা আসন পাবে । তারই পালটা জবাব দিলেন উত্তর 24 পরগনা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক । গতরাতে বনগাঁয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থান পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জ্যোতিপ্রিয় বলেন, "আগে ভাবতাম মুকুল রায় অভিজ্ঞ রাজনীতিবিদ । এখন দেখছি, দিলীপ ঘোষের মতো মুকুলও বদ্ধপাগল । আপনারা মিলিয়ে নেবেন, বিধানসভা ভোটে BJP জোড়া সংখ্যায় পৌঁছবে না । ওরা 10টা আসনও পাবে না । ওদের তিনতে ছিল । সেটাই থাকবে ।"

মুকুল গতকাল বনগাঁর আর এস মাঠে দলীয় সভায় দাবি করেন, CAA-র পক্ষে গোটা দেশের 42 শতাংয় মানুষের সমর্থন রযেছে । মুকুলের পালটা দিয়েছেন জ্যোতিপ্রিয় । তিনি বলেন, "যে যাই বলুক না কেন বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেছেন, যতদিন থাকবেন, ততদিন কেউ বাংলার মানুষকে তাড়াতে পারবে না ।

রবিবারের BJP-র অভিনন্দন যাত্রা নিয়ে জ্যোতিপ্রিয়র কটাক্ষ, "রানাঘাট, কৃষ্ণনগর, ভাটপাড়া থেকে লোক এনে BJP মিছিল করেছে । আমরা শুধু পাঁচটা বিধানসভা নিয়ে সভা করব । মুখ্যমন্ত্রীর সভায় উপচে পড়া ভিড় হবে । মুখ্যমন্ত্রীর সভায় উপচে ভিড় হবে।

বনগাঁ, 4 ফেব্রুযারি : বনগাঁয় দলীয় সভায় BJP নেতা মুকুল রায় বলেছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে BJP 170টা আসন পাবে । তারই পালটা জবাব দিলেন উত্তর 24 পরগনা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক । গতরাতে বনগাঁয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থান পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জ্যোতিপ্রিয় বলেন, "আগে ভাবতাম মুকুল রায় অভিজ্ঞ রাজনীতিবিদ । এখন দেখছি, দিলীপ ঘোষের মতো মুকুলও বদ্ধপাগল । আপনারা মিলিয়ে নেবেন, বিধানসভা ভোটে BJP জোড়া সংখ্যায় পৌঁছবে না । ওরা 10টা আসনও পাবে না । ওদের তিনতে ছিল । সেটাই থাকবে ।"

মুকুল গতকাল বনগাঁর আর এস মাঠে দলীয় সভায় দাবি করেন, CAA-র পক্ষে গোটা দেশের 42 শতাংয় মানুষের সমর্থন রযেছে । মুকুলের পালটা দিয়েছেন জ্যোতিপ্রিয় । তিনি বলেন, "যে যাই বলুক না কেন বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেছেন, যতদিন থাকবেন, ততদিন কেউ বাংলার মানুষকে তাড়াতে পারবে না ।

রবিবারের BJP-র অভিনন্দন যাত্রা নিয়ে জ্যোতিপ্রিয়র কটাক্ষ, "রানাঘাট, কৃষ্ণনগর, ভাটপাড়া থেকে লোক এনে BJP মিছিল করেছে । আমরা শুধু পাঁচটা বিধানসভা নিয়ে সভা করব । মুখ্যমন্ত্রীর সভায় উপচে পড়া ভিড় হবে । মুখ্যমন্ত্রীর সভায় উপচে ভিড় হবে।

Intro:বিধানসভায় বিজেপি জোড়া সংখ্যায় পৌঁছবে না, মুকুলের পালটা জবাব জ্যোতিপ্রিয়র।

বনগাঁঃ বনগাঁয় দলীয় সভায় বিজেপির কেন্দ্রীয় নেতা মুকুল রায় বলেছেন আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি ১৭০টা আসন পাবে। তারই পালটা জবাব দিলেন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সোমবার রাতে বনগাঁয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থল পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, 'আগে ভাবতাম মুকুল রায় অভিজ্ঞ রাজনীতিবিদ। কিন্তু এখন দেখছি, দিলীপ ঘোষের মতো মুকুলও বদ্ধপাগল। উন্মাদ। আপনারা মিলিয়ে মেবেন, বিধানসভা ভোটে বিজেপি জোড়া সংখ্যায় পৌঁছবে না। বিজেপি দশটা আসনও পাবে না। ওদের তিনতে ছিল। সেটাই থাকবে।

মুকুল এদিন বনগাঁর আরএস মাঠে দলীয় সভায় দাবি করেছেন, সিএএ-র পক্ষে গোটা দেশের ৪২ শতাংয় মানুষ সমর্থন করেছেন। মুকুলের পালটা দিয়েছেন জ্যোতিপ্রিয়। এদিন তিনি বলেন, 'যে যা-ই বলেন, 'বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, তিনি যতদিন থাকবেন, ততদিন কেউ বাংলার মানুষকে তাড়াতে পারবে না। রবিবার বিজেপির অভিনন্দন যাত্রা নিয়ে জ্যোতিপ্রিয়র কটাক্ষ- রানাঘাট, কৃষ্ণকাগর, ভাটপাড়া থেকে লোক এনে বিজেপি মিছিল করেছে। আমরা শুধু পাঁচটা বিধানসভা নিয়ে সভা করব। মুখ্যমন্ত্রীর সভায় উপচে ভিড় হবে। Body:বিধানসভায় বিজেপি জোড়া সংখ্যায় পৌঁছবে না, মুকুলের পালটা জবাব জ্যোতিপ্রিয়র।

বনগাঁঃ বনগাঁয় দলীয় সভায় বিজেপির কেন্দ্রীয় নেতা মুকুল রায় বলেছেন আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি ১৭০টা আসন পাবে। তারই পালটা জবাব দিলেন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সোমবার রাতে বনগাঁয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থল পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, 'আগে ভাবতাম মুকুল রায় অভিজ্ঞ রাজনীতিবিদ। কিন্তু এখন দেখছি, দিলীপ ঘোষের মতো মুকুলও বদ্ধপাগল। উন্মাদ। আপনারা মিলিয়ে মেবেন, বিধানসভা ভোটে বিজেপি জোড়া সংখ্যায় পৌঁছবে না। বিজেপি দশটা আসনও পাবে না। ওদের তিনতে ছিল। সেটাই থাকবে।

মুকুল এদিন বনগাঁর আরএস মাঠে দলীয় সভায় দাবি করেছেন, সিএএ-র পক্ষে গোটা দেশের ৪২ শতাংয় মানুষ সমর্থন করেছেন। মুকুলের পালটা দিয়েছেন জ্যোতিপ্রিয়। এদিন তিনি বলেন, 'যে যা-ই বলেন, 'বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, তিনি যতদিন থাকবেন, ততদিন কেউ বাংলার মানুষকে তাড়াতে পারবে না। রবিবার বিজেপির অভিনন্দন যাত্রা নিয়ে জ্যোতিপ্রিয়র কটাক্ষ- রানাঘাট, কৃষ্ণকাগর, ভাটপাড়া থেকে লোক এনে বিজেপি মিছিল করেছে। আমরা শুধু পাঁচটা বিধানসভা নিয়ে সভা করব। মুখ্যমন্ত্রীর সভায় উপচে ভিড় হবে। Conclusion:বিধানসভায় বিজেপি জোড়া সংখ্যায় পৌঁছবে না, মুকুলের পালটা জবাব জ্যোতিপ্রিয়র।

বনগাঁঃ বনগাঁয় দলীয় সভায় বিজেপির কেন্দ্রীয় নেতা মুকুল রায় বলেছেন আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি ১৭০টা আসন পাবে। তারই পালটা জবাব দিলেন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সোমবার রাতে বনগাঁয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থল পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, 'আগে ভাবতাম মুকুল রায় অভিজ্ঞ রাজনীতিবিদ। কিন্তু এখন দেখছি, দিলীপ ঘোষের মতো মুকুলও বদ্ধপাগল। উন্মাদ। আপনারা মিলিয়ে মেবেন, বিধানসভা ভোটে বিজেপি জোড়া সংখ্যায় পৌঁছবে না। বিজেপি দশটা আসনও পাবে না। ওদের তিনতে ছিল। সেটাই থাকবে।

মুকুল এদিন বনগাঁর আরএস মাঠে দলীয় সভায় দাবি করেছেন, সিএএ-র পক্ষে গোটা দেশের ৪২ শতাংয় মানুষ সমর্থন করেছেন। মুকুলের পালটা দিয়েছেন জ্যোতিপ্রিয়। এদিন তিনি বলেন, 'যে যা-ই বলেন, 'বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, তিনি যতদিন থাকবেন, ততদিন কেউ বাংলার মানুষকে তাড়াতে পারবে না। রবিবার বিজেপির অভিনন্দন যাত্রা নিয়ে জ্যোতিপ্রিয়র কটাক্ষ- রানাঘাট, কৃষ্ণকাগর, ভাটপাড়া থেকে লোক এনে বিজেপি মিছিল করেছে। আমরা শুধু পাঁচটা বিধানসভা নিয়ে সভা করব। মুখ্যমন্ত্রীর সভায় উপচে ভিড় হবে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.