রাজারহাট, 5 অগাস্ট : তৃণমূল-BJP সংঘর্ষে উত্তপ্ত এলাকা ৷ উত্তর 24 পরগনার রাজারহাটের নারায়ণপুরের রামনগর এলাকার ঘটনা ৷ পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয় পুলিশ ৷ শূন্য়ে গুলি চালায় পুলিশ ৷ এমনকি কাঁদানে গ্যাসের শেলও ফাটানো হয় ৷ ঘটনায় মোট 10 জনকে আটক করা হয়েছে ৷
জানা গিয়েছে, রামমন্দিরের ভূমি পুজো উপলক্ষে সব্যসাচী দত্তের অনুগামীরা এলাকায় ব্যানার ও হোর্ডিং লাগান ৷ অভিযোগ, এরপরেই বিধাননগরের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ের অনুগামীরা তাঁদের ওপর হামলা চালায় ৷ এমনকি রামের ছবি লাগানো পোস্টারও ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে ৷
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তাপস চট্টোপাধ্যায় ৷ এ প্রসঙ্গে তিনি বলেন, "কি ঘটেছে আমি জানি না ৷ তবে, কিছু মানুষ আমাকে বলেছে ফেসবুকে কয়েকজন জয় শ্রীরাম বলে সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি করছিল ৷ দিলীপ বাবুর দল সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করছে ৷ পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ " অপরদিকে এ প্রসঙ্গেBJP নেতা সব্যসাচী দত্ত বলেন, "এই অশান্তির জন্য দায়ী তাপস চট্টোপাধ্যায় ৷ তিনি ড্রাগ মাফিয়া ও অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে যুক্ত ৷"