ETV Bharat / state

ভাটপাড়ায় পার্টি অফিস দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, বোমাবাজি - BJP-TMC CLASH AT BHATPARA

গতকাল রাতে ভাটপাড়ার গোলঘোর সুন্দিয়া মোড়ে BJP-র একটি দলীয় কার্যালয় দখল করে তৃণমূল । আজ সকালে ভাটাপাড়ার একটি জুটমিলে BJP-র শ্রমিক ইউনিয়নের অফিসও দখল করার চেষ্টা করে । এর জেরে মঙ্গলবার রাত থেকে এলাকায় উত্তেজনা ছড়ায় । দুইপক্ষের মধ্যে বোমাবাজি হয় । খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ । পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান BJP সমর্থিত শ্রমিক সংগঠনের সদস্যরা ।

BJP তৃণমূল সংঘর্ষ
BJP-র পার্টি অফিস দখল নিল তৃণমূল
author img

By

Published : Jan 22, 2020, 5:51 PM IST

ভাটপাড়া, 22 জানুয়ারি : পার্টি অফিস দখলকে কেন্দ্র করে ভাটপাড়ায় BJP ও তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষ হয় । মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া সংঘর্ষ সোমবার সকাল পর্যন্ত চলে । এই ঘটনায় তৃণমূল ও BJP পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছে । এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে । কেউ গ্রেপ্তার হয়নি ।

অভিযোগ, গতকাল রাতে ভাটপাড়ার গোলঘোর সুন্দিয়া মোড়ে BJP-র একটি দলীয় কার্যালয় দখল করে তৃণমূল । আজ সকালে ভাটাপাড়ার একটি জুটমিলে BJP-র শ্রমিক ইউনিয়নের অফিসও দখল করার চেষ্টা করে । এর জেরে মঙ্গলবার রাত থেকে এলাকায় উত্তেজনা ছড়ায় । দুইপক্ষের মধ্যে বোমাবাজি হয় । খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ । পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান BJP সমর্থিত শ্রমিক সংগঠনের সদস্যরা । তাঁদের অভিযোগ, গতকাল রাত থেকে তৃণমূলের গুন্ডারা বোমা এবং আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় ঢুকে সবাইকে শাসাচ্ছে । প্রতিবাদ করতে গেলে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করেছে । লাঠির ঘায়ে জখম হয়েছেন শ্রমিক মহলের তিন বাসিন্দা । ভয় দেখিয়ে তৃণমূল করার জন্য চাপ দেওয়া হচ্ছে ।

আজ ঘটনাস্থানে যান ভাটাপাড়ার বিধায়ক তথা BJP নেতা পবন সিং। তিনি বলেন," অবিলম্বে পুলিশ কোনও ব্যবস্থা না নিলে অনির্দিষ্টকালের জন্য থানা ঘেরাও ও পথ অবোরোধ চলবে ।" তৃণমূলের স্থানীয় নেতা দেবজ্যোতি ঘোষ বলেন, "এই পার্টি অফিসগুলি তৃণমূলেরই ছিল । BJP এতদিন তা দখল করে রেখেছিল । এখন আর পার্টি অফিসগুলিতে BJP-র বসার লোক নেই। তাই ওরা নিজেরাই চাবি দিয়ে যাচ্ছে ।"

ভাটপাড়া, 22 জানুয়ারি : পার্টি অফিস দখলকে কেন্দ্র করে ভাটপাড়ায় BJP ও তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষ হয় । মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া সংঘর্ষ সোমবার সকাল পর্যন্ত চলে । এই ঘটনায় তৃণমূল ও BJP পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছে । এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে । কেউ গ্রেপ্তার হয়নি ।

অভিযোগ, গতকাল রাতে ভাটপাড়ার গোলঘোর সুন্দিয়া মোড়ে BJP-র একটি দলীয় কার্যালয় দখল করে তৃণমূল । আজ সকালে ভাটাপাড়ার একটি জুটমিলে BJP-র শ্রমিক ইউনিয়নের অফিসও দখল করার চেষ্টা করে । এর জেরে মঙ্গলবার রাত থেকে এলাকায় উত্তেজনা ছড়ায় । দুইপক্ষের মধ্যে বোমাবাজি হয় । খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ । পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান BJP সমর্থিত শ্রমিক সংগঠনের সদস্যরা । তাঁদের অভিযোগ, গতকাল রাত থেকে তৃণমূলের গুন্ডারা বোমা এবং আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় ঢুকে সবাইকে শাসাচ্ছে । প্রতিবাদ করতে গেলে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করেছে । লাঠির ঘায়ে জখম হয়েছেন শ্রমিক মহলের তিন বাসিন্দা । ভয় দেখিয়ে তৃণমূল করার জন্য চাপ দেওয়া হচ্ছে ।

আজ ঘটনাস্থানে যান ভাটাপাড়ার বিধায়ক তথা BJP নেতা পবন সিং। তিনি বলেন," অবিলম্বে পুলিশ কোনও ব্যবস্থা না নিলে অনির্দিষ্টকালের জন্য থানা ঘেরাও ও পথ অবোরোধ চলবে ।" তৃণমূলের স্থানীয় নেতা দেবজ্যোতি ঘোষ বলেন, "এই পার্টি অফিসগুলি তৃণমূলেরই ছিল । BJP এতদিন তা দখল করে রেখেছিল । এখন আর পার্টি অফিসগুলিতে BJP-র বসার লোক নেই। তাই ওরা নিজেরাই চাবি দিয়ে যাচ্ছে ।"

Intro:ফের পার্টি অফিস দখলকে কেন্দ্র করে উত্তেজনা ভাটপাড়ায় Body:গতকাল ভাটপাড়া পৌরসভা তৃনমুল পুনুরুদ্ধারের পরই ভাটপাড়ায় অশান্তি ছড়াচ্ছে।গতকাল রাত্রে গোলঘোর সুন্দিয়া মোড়ে তৃনমুল বিজেপির থেকে তাদের দলীয় কাযা'লয় পুনুরুদ্ধারের পরই আজ ভাটাপাড়ার রিলায়েন্স জুটমিলের বিজেপির শ্রমিক ইউনিয়ন এর অফিস পুনঃদখল করতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর পুলিশ এলে পুলিশ কে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি সম'থিত শ্রমিকরা। তাদের অভিযোগ গতকাল রাত থেকে এলাকায় তৃনমুল আশ্রিত গুন্ডারা বোম এবং পিস্তল নিয়ে এলাকায় সবাই কে শাসাচ্ছ। কয়েকজন প্রতিবাদ করতে গেলে পুলিশ তাদের লাঠিচার্জ করে ঘরে ঢুকিয়ে দেয়।লাঠির ঘায়ে আহত তিন জন শ্রমিক মহলের বাসিন্দা। তবে শ্রমিক পরিবারের অভিযোগ তাদের ভয় দেখিয়ে তৃনমুল করতে বলা হচ্ছে।

এই ঘটনার পর আজ ওই এলাকায় আসেন,ভাটাপাড়ার বিধায়ক পবন সিং।পবন সিং হুমকি দেন অবিলম্বে পুলিশ কোন ব্যবস্থা না নিলে লাগাতার অনির্দিষ্ট কালের জন্য থানা ঘেরাও এবং পথ অবোরোধ চলবে।

তবে তৃনমুলের ভাটপাড়ার অব্জার্ভার দেব জ্যোতি ঘোস বলেন,এইসব পাটী' অফিসগুলি তৃনমুলের ছিলো।বিজেপি দখল করেছে।আর ওদের বসার লোক নেই, ওরা নিজেরাই চাবি দিয়ে যাচ্ছে।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.