ETV Bharat / state

নাগরিকত্ব সংশোধনী বিল পাশে উচ্ছ্বসিত মতুয়াদের একাংশ - নাগরিকত্ব সংশোধনী বিল পাশ উদযাপন মতুয়াদের

আজ সকাল থেকেই ঠাকুরনগরের বিভিন্ন প্রান্তে BJP সাংসদ শান্তনু ঠাকুরের শিবিরের লোকজন মিষ্টি বিলি করেন । ঠাকুরনগর স্টেশনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছবি রেখে সভাও করেন তাঁরা । নাগরিকত্ব সংশোধনী বিল 2019 পাশ উদযাপন করতে বিকেল চারটে নাগাদ ঠাকুরবাড়ি থেকে একটি মিছিল বের হয় ।

Motua community celebrates passage of CAB
নাগরিকত্ব সংশোধনী বিল : খুশি মতুয়ারা
author img

By

Published : Dec 12, 2019, 10:54 PM IST

ঠাকুরনগর, 12 ডিসেম্বর : লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হয়ে গিয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল 2019 । মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর বিলের বিরোধিতা করলেও এই বিল পাশে খুশি মতুয়াদের শান্তনু ঠাকুর শিবির ।

আজ সকাল থেকেই ঠাকুরনগরের বিভিন্ন প্রান্তে BJP সাংসদ শান্তনু ঠাকুরের শিবিরের লোকজন মিষ্টি বিলি করেন । ঠাকুরনগর স্টেশনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছবি রেখে সভাও করেন তাঁরা । নাগরিকত্ব সংশোধনী বিল 2019 পাশ উদযাপন করতে বিকেল চারটে নাগাদ ঠাকুরবাড়ি থেকে একটি মিছিল বের হয় । সেই মিছিলে ছিলেন সাংসদ শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর, সারা ভারত মতুয়া মহাসংঘের মুখপাত্র অরবিন্দ বিশ্বাস সহ অন্যরা । ঠাকুরনগর স্টেশনে শেষ হয় ওই মিছিল । মিছিল শেষে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কুশপুতুল পোড়ানো হয় ।

কয়েক মাস আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঠাকুরবাড়িতে এসে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন, সমস্ত মতুয়া ধর্মাবলম্বীকে নাগরিকত্ব দেওয়া হবে । পার্লামেন্টের দুই সভায় নাগরিকত্ব বিল পাশের মধ্যে দিয়ে নিজেদের দাবি সুরক্ষিত হল বলে মনে করছেন মতুয়ারা । মতুয়া মহাসংঘের অন্যতম সদস্য তথা 'দলপতি' বিষ্ণুপদ বিশ্বাস বলেন, "আজ আমরা ভীষণ খুশি । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের কথা দিয়েছিলেন যে, আমাদের সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে । তিনি কথা রেখেছেন । আমাদের সাংসদ শান্তনু ঠাকুরের চেষ্টায় আজ সমস্ত মতুয়াদের নাগরিকত্ব স্বীকৃতি পেল ।" মতুয়া মহাসংঘের মুখপাত্র অরবিন্দবাবু বলেন, "দীর্ঘ আন্দোলনের পর অবশেষে আমাদের দাবি পূরণ হল । নাগরিকত্ব সংশোধনী বিল পাশে সব মতুয়া নাগরিকত্ব পাবেন । আমরা ভীষণ খুশি ।"

ঠাকুরনগর, 12 ডিসেম্বর : লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হয়ে গিয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল 2019 । মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর বিলের বিরোধিতা করলেও এই বিল পাশে খুশি মতুয়াদের শান্তনু ঠাকুর শিবির ।

আজ সকাল থেকেই ঠাকুরনগরের বিভিন্ন প্রান্তে BJP সাংসদ শান্তনু ঠাকুরের শিবিরের লোকজন মিষ্টি বিলি করেন । ঠাকুরনগর স্টেশনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছবি রেখে সভাও করেন তাঁরা । নাগরিকত্ব সংশোধনী বিল 2019 পাশ উদযাপন করতে বিকেল চারটে নাগাদ ঠাকুরবাড়ি থেকে একটি মিছিল বের হয় । সেই মিছিলে ছিলেন সাংসদ শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর, সারা ভারত মতুয়া মহাসংঘের মুখপাত্র অরবিন্দ বিশ্বাস সহ অন্যরা । ঠাকুরনগর স্টেশনে শেষ হয় ওই মিছিল । মিছিল শেষে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কুশপুতুল পোড়ানো হয় ।

কয়েক মাস আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঠাকুরবাড়িতে এসে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন, সমস্ত মতুয়া ধর্মাবলম্বীকে নাগরিকত্ব দেওয়া হবে । পার্লামেন্টের দুই সভায় নাগরিকত্ব বিল পাশের মধ্যে দিয়ে নিজেদের দাবি সুরক্ষিত হল বলে মনে করছেন মতুয়ারা । মতুয়া মহাসংঘের অন্যতম সদস্য তথা 'দলপতি' বিষ্ণুপদ বিশ্বাস বলেন, "আজ আমরা ভীষণ খুশি । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের কথা দিয়েছিলেন যে, আমাদের সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে । তিনি কথা রেখেছেন । আমাদের সাংসদ শান্তনু ঠাকুরের চেষ্টায় আজ সমস্ত মতুয়াদের নাগরিকত্ব স্বীকৃতি পেল ।" মতুয়া মহাসংঘের মুখপাত্র অরবিন্দবাবু বলেন, "দীর্ঘ আন্দোলনের পর অবশেষে আমাদের দাবি পূরণ হল । নাগরিকত্ব সংশোধনী বিল পাশে সব মতুয়া নাগরিকত্ব পাবেন । আমরা ভীষণ খুশি ।"

Intro:নাগরিকত্ব সংশোধনী বিল পাশে উচ্ছ্বসিত মতুয়াদের বড় অংশ, ঠাকুরনগরে বিজয় মিছিল

ঠাকুরনগরঃ লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হয়ে গিয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর বিরোধিতা করলেও মতুয়াদের বড় অংশ এই বিল পাশে খুশি। মূলত মতুয়াদের শান্তনু ঠাকুর শিবির এই বিল পাশে উচ্ছ্বসিত। বৃহস্পতিবার সকাল থেকে ঠাকুরনগরের বিভিন্ন প্রান্তে তাঁরা মিষ্টি বিলি করেছেন। ঠাকুরনগর স্টেশনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছবি রেখে তাঁরা দিনভর সভা করছেন। বিকেল চারটে নাগাদ ঠাকুরবাড়ি থেকে নাগরিকত্ব বিল পাশে একটি বিজয় মিছিল বের হয়। সেই মিছিলে ছিলেন সাংসদ শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর, সারা ভারত মতুয়া মহাসংঘের মুখপাত্র অরবিন্দ বিশ্বাস-সহ অন্যরা। ওই মিছিল শেষ হয় ঠাকুরনগর স্টেশনে শেষ হয়। মিছিল শেষে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কুশপুতুল পোড়ানো হয়। প্রসঙ্গতঃ কয়েকমাস আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঠাকুরবাড়িতে এসে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন, সমস্ত মতুয়া ধর্মাবলম্বীকে নাগরিকত্ব দেওয়া হবে। পার্লামেন্টের দুই সভায় নাগরিকত্ব বিল পাশের মধ্যে দিয়ে মতুয়াদের দাবিটাও সুরক্ষিত হল বলে মনে করছেন মতুয়ারা। মতুয়া মহাসংঘের অন্যতম সদস্য তথা দলপতি বিষ্ণুপদ বিশ্বাস বলেন, 'আজ আমরা ভীষণ খুশি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের কথা দিয়েছিলেন, আমাদের সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে। তিনি কথা রেখেছেন। আমাদের সাংসদ শান্তনু ঠাকুরের চেষ্টায় আজ সমস্ত মতুয়াদের নাগরিকত্ব স্বীকৃতি পেল। আজ আমরা ভীষণ খুশি।' মতুয়া মহাসংঘের মুখপাত্র অরবিন্দবাবু বলেন, 'দীর্ঘ আন্দোলনের ফলে অবশেষে আমাদের দাবি পূরণ হল। নাগরিকত্ব সংশোধনী বিল পাশে সমস্ত মতুয়ারা নাগরিকত্ব পাবেন। আমরা ভীষণ খুশি।'

Body:নাগরিকত্ব সংশোধনী বিল পাশে উচ্ছ্বসিত মতুয়াদের বড় অংশ, ঠাকুরনগরে বিজয় মিছিল

ঠাকুরনগরঃ লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হয়ে গিয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর বিরোধিতা করলেও মতুয়াদের বড় অংশ এই বিল পাশে খুশি। মূলত মতুয়াদের শান্তনু ঠাকুর শিবির এই বিল পাশে উচ্ছ্বসিত। বৃহস্পতিবার সকাল থেকে ঠাকুরনগরের বিভিন্ন প্রান্তে তাঁরা মিষ্টি বিলি করেছেন। ঠাকুরনগর স্টেশনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছবি রেখে তাঁরা দিনভর সভা করছেন। বিকেল চারটে নাগাদ ঠাকুরবাড়ি থেকে নাগরিকত্ব বিল পাশে একটি বিজয় মিছিল বের হয়। সেই মিছিলে ছিলেন সাংসদ শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর, সারা ভারত মতুয়া মহাসংঘের মুখপাত্র অরবিন্দ বিশ্বাস-সহ অন্যরা। ওই মিছিল শেষ হয় ঠাকুরনগর স্টেশনে শেষ হয়। মিছিল শেষে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কুশপুতুল পোড়ানো হয়। প্রসঙ্গতঃ কয়েকমাস আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঠাকুরবাড়িতে এসে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন, সমস্ত মতুয়া ধর্মাবলম্বীকে নাগরিকত্ব দেওয়া হবে। পার্লামেন্টের দুই সভায় নাগরিকত্ব বিল পাশের মধ্যে দিয়ে মতুয়াদের দাবিটাও সুরক্ষিত হল বলে মনে করছেন মতুয়ারা। মতুয়া মহাসংঘের অন্যতম সদস্য তথা দলপতি বিষ্ণুপদ বিশ্বাস বলেন, 'আজ আমরা ভীষণ খুশি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের কথা দিয়েছিলেন, আমাদের সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে। তিনি কথা রেখেছেন। আমাদের সাংসদ শান্তনু ঠাকুরের চেষ্টায় আজ সমস্ত মতুয়াদের নাগরিকত্ব স্বীকৃতি পেল। আজ আমরা ভীষণ খুশি।' মতুয়া মহাসংঘের মুখপাত্র অরবিন্দবাবু বলেন, 'দীর্ঘ আন্দোলনের ফলে অবশেষে আমাদের দাবি পূরণ হল। নাগরিকত্ব সংশোধনী বিল পাশে সমস্ত মতুয়ারা নাগরিকত্ব পাবেন। আমরা ভীষণ খুশি।'

Conclusion:নাগরিকত্ব সংশোধনী বিল পাশে উচ্ছ্বসিত মতুয়াদের বড় অংশ, ঠাকুরনগরে বিজয় মিছিল

ঠাকুরনগরঃ লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হয়ে গিয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর বিরোধিতা করলেও মতুয়াদের বড় অংশ এই বিল পাশে খুশি। মূলত মতুয়াদের শান্তনু ঠাকুর শিবির এই বিল পাশে উচ্ছ্বসিত। বৃহস্পতিবার সকাল থেকে ঠাকুরনগরের বিভিন্ন প্রান্তে তাঁরা মিষ্টি বিলি করেছেন। ঠাকুরনগর স্টেশনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছবি রেখে তাঁরা দিনভর সভা করছেন। বিকেল চারটে নাগাদ ঠাকুরবাড়ি থেকে নাগরিকত্ব বিল পাশে একটি বিজয় মিছিল বের হয়। সেই মিছিলে ছিলেন সাংসদ শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর, সারা ভারত মতুয়া মহাসংঘের মুখপাত্র অরবিন্দ বিশ্বাস-সহ অন্যরা। ওই মিছিল শেষ হয় ঠাকুরনগর স্টেশনে শেষ হয়। মিছিল শেষে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কুশপুতুল পোড়ানো হয়। প্রসঙ্গতঃ কয়েকমাস আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঠাকুরবাড়িতে এসে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন, সমস্ত মতুয়া ধর্মাবলম্বীকে নাগরিকত্ব দেওয়া হবে। পার্লামেন্টের দুই সভায় নাগরিকত্ব বিল পাশের মধ্যে দিয়ে মতুয়াদের দাবিটাও সুরক্ষিত হল বলে মনে করছেন মতুয়ারা। মতুয়া মহাসংঘের অন্যতম সদস্য তথা দলপতি বিষ্ণুপদ বিশ্বাস বলেন, 'আজ আমরা ভীষণ খুশি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের কথা দিয়েছিলেন, আমাদের সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে। তিনি কথা রেখেছেন। আমাদের সাংসদ শান্তনু ঠাকুরের চেষ্টায় আজ সমস্ত মতুয়াদের নাগরিকত্ব স্বীকৃতি পেল। আজ আমরা ভীষণ খুশি।' মতুয়া মহাসংঘের মুখপাত্র অরবিন্দবাবু বলেন, 'দীর্ঘ আন্দোলনের ফলে অবশেষে আমাদের দাবি পূরণ হল। নাগরিকত্ব সংশোধনী বিল পাশে সমস্ত মতুয়ারা নাগরিকত্ব পাবেন। আমরা ভীষণ খুশি।'

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.