ETV Bharat / state

উত্তপ্ত সন্দেশখালি, জেলায় জেলায় রাস্তা অবরোধ BJP-র - Hooghly

রাজ্যের একাধিক জেলায় ইতিমধ্যেই BJP যুব মোর্চা কর্মীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় । যার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে রাজ্যের একাধিক সড়ক ।

জেলায় জেলায় রাস্তা অবরোধ
author img

By

Published : Jun 9, 2019, 7:07 PM IST

Updated : Jun 9, 2019, 7:31 PM IST

সন্দেশখালি, 9 জুন : তৃণমূল-BJP সংঘর্ষে উত্তপ্ত সন্দেশখালি । মৃত্যু হয়েছে চারজনের । BJP-র দাবি নিহতদের মধ্যে 3 জন তাদের কর্মী । এই ঘটনার প্রতিবাদে আজ রাজ্যজুড়ে অবরোধ কর্মসূচি পালন করে BJP যুব মোর্চা । রাজ্যের বিভিন্ন জেলায় যুব মোর্চা কর্মীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান । অবরুদ্ধ হয়ে পড়ে একাধিক সড়ক ।

আলিপুরদুয়ার : আজ বেলা ১২টা নাগাদ DRM চৌপথি এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন BJP-র যুব মোর্চার কর্মীরা । বিক্ষোভ মিছিল চলে দুপুর ২টো পর্যন্ত । অন্যদিকে, ফালাকাটার এশিয়ান হাইওয়ে ও কুমারগ্রামের বারবিশা মোড়ে পথ অরবোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন BJP কর্মীরা । বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে ফালাকাটার এশিয়ান হাইওয়ে ।

sandeshkhali
বিক্ষোভ মিছিল আলিপুরদুয়ারে

এই সংক্রান্ত আরও পড়ুন : BJP-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র সন্দেশখালির ন্যাজাট, মৃত 4

শিলিগুড়ি : শিলিগুড়িতে আধঘণ্টা রাস্তা অবরোধ করেন BJP যুব মোর্চার কর্মীরা । এর জেরে অবরুদ্ধ হয় শিলিগুড়ির একাধিক রাস্তা ।

sandeshkhali
বিক্ষোভ মিছিল বাঁকুড়ায়

বাঁকুড়া : আজ বাঁকুড়ার ওন্দার রতনপুর গ্রাম পঞ্চায়েতের ঘোলকুণ্ডা, মাধবপুর, ডুমুরিয়া এলাকার হাতে প্ল্যাকার্ড নিয়ে মৌন মিছিল শুরু করেন BJP কর্মীরা ।

sandeshkhali
বিক্ষোভ মিছিল হুগলিতে

হুগলি : হুগলি জেলার দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় । হুগলি মোড় পর্যন্ত মিছিল হয় ।

হাওড়া : আজ হাওড়া ঘুসুরির কাছে MVKB মোড়ে রাস্তা অবরোধ করেন BJP কর্মীরা । এরপর সেখানে তাঁরা সাইকেলের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন । এছাড়াও, পুলিশ প্রশাসন ও রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় ।

জেলায় জেলায় রাস্তা অবরোধ BJP-র

মুর্শিদাবাদ : আজ বেলা ১২টা নাগাদ কান্দি বাসস্ট্যান্ডের চার রাস্তার মোড়ে ১ঘণ্টা পথ অবরোধ করেন BJP কর্মীরা । এর জেরে অবরুদ্ধ হয়ে পড়ে কান্দি বাসস্ট্যান্ডের চার মাথা মোড় ।

sandeshkhali
বিক্ষোভ মিছিল পূর্ব মেদিনীপুরে

পূর্ব মেদিনীপুর : তমলুকের শঙ্করআড়া বাসস্ট্যান্ডের কাছে পথ অবরোধ করেন BJP কর্মীরা । এছাড়াও, দুপুর তিনটে নাগাদ তমলুক সাংগঠনিক জেলার সভাপতি প্রদীপ দাসের নেতৃত্বে রাস্তা অবরোধ করেন BJP কর্মীরা ।

এই সংক্রান্ত আরও পড়ুন : সন্দেশখালি ইশু : রাজ্যপালের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা

উত্তর দিনাজপুর : রায়গঞ্জ, ইসলামপুর, ইটাহারে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান BJP কর্মীরা । ইসলামপুর ও ইটাহারে জাতীয় সড়ক ও রায়গঞ্জের মহাত্মা গান্ধি রোড অবরোধ করেন তাঁরা ।

এই সংক্রান্ত আরও পড়ুন :আজ সন্দেশখালি যাচ্ছে BJP-র প্রতিনিধি দল, পথ অবরোধের ডাক

কোচবিহার : আজ দুপুর ২টো নাগাদ কোচবিহার সদরের খাগরাবাড়ি ও শহরের মড়াপোড়া চৌপথি ও তুফানগঞ্জের দেওচড়াই, মাথাভাঙা, মেখলিগঞ্জ, শীতলকুচি, কুচলিবাড়ি এলাকায় পথ অবরোধ করেন BJP কর্মীরা ।

সন্দেশখালি, 9 জুন : তৃণমূল-BJP সংঘর্ষে উত্তপ্ত সন্দেশখালি । মৃত্যু হয়েছে চারজনের । BJP-র দাবি নিহতদের মধ্যে 3 জন তাদের কর্মী । এই ঘটনার প্রতিবাদে আজ রাজ্যজুড়ে অবরোধ কর্মসূচি পালন করে BJP যুব মোর্চা । রাজ্যের বিভিন্ন জেলায় যুব মোর্চা কর্মীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান । অবরুদ্ধ হয়ে পড়ে একাধিক সড়ক ।

আলিপুরদুয়ার : আজ বেলা ১২টা নাগাদ DRM চৌপথি এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন BJP-র যুব মোর্চার কর্মীরা । বিক্ষোভ মিছিল চলে দুপুর ২টো পর্যন্ত । অন্যদিকে, ফালাকাটার এশিয়ান হাইওয়ে ও কুমারগ্রামের বারবিশা মোড়ে পথ অরবোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন BJP কর্মীরা । বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে ফালাকাটার এশিয়ান হাইওয়ে ।

sandeshkhali
বিক্ষোভ মিছিল আলিপুরদুয়ারে

এই সংক্রান্ত আরও পড়ুন : BJP-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র সন্দেশখালির ন্যাজাট, মৃত 4

শিলিগুড়ি : শিলিগুড়িতে আধঘণ্টা রাস্তা অবরোধ করেন BJP যুব মোর্চার কর্মীরা । এর জেরে অবরুদ্ধ হয় শিলিগুড়ির একাধিক রাস্তা ।

sandeshkhali
বিক্ষোভ মিছিল বাঁকুড়ায়

বাঁকুড়া : আজ বাঁকুড়ার ওন্দার রতনপুর গ্রাম পঞ্চায়েতের ঘোলকুণ্ডা, মাধবপুর, ডুমুরিয়া এলাকার হাতে প্ল্যাকার্ড নিয়ে মৌন মিছিল শুরু করেন BJP কর্মীরা ।

sandeshkhali
বিক্ষোভ মিছিল হুগলিতে

হুগলি : হুগলি জেলার দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় । হুগলি মোড় পর্যন্ত মিছিল হয় ।

হাওড়া : আজ হাওড়া ঘুসুরির কাছে MVKB মোড়ে রাস্তা অবরোধ করেন BJP কর্মীরা । এরপর সেখানে তাঁরা সাইকেলের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন । এছাড়াও, পুলিশ প্রশাসন ও রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় ।

জেলায় জেলায় রাস্তা অবরোধ BJP-র

মুর্শিদাবাদ : আজ বেলা ১২টা নাগাদ কান্দি বাসস্ট্যান্ডের চার রাস্তার মোড়ে ১ঘণ্টা পথ অবরোধ করেন BJP কর্মীরা । এর জেরে অবরুদ্ধ হয়ে পড়ে কান্দি বাসস্ট্যান্ডের চার মাথা মোড় ।

sandeshkhali
বিক্ষোভ মিছিল পূর্ব মেদিনীপুরে

পূর্ব মেদিনীপুর : তমলুকের শঙ্করআড়া বাসস্ট্যান্ডের কাছে পথ অবরোধ করেন BJP কর্মীরা । এছাড়াও, দুপুর তিনটে নাগাদ তমলুক সাংগঠনিক জেলার সভাপতি প্রদীপ দাসের নেতৃত্বে রাস্তা অবরোধ করেন BJP কর্মীরা ।

এই সংক্রান্ত আরও পড়ুন : সন্দেশখালি ইশু : রাজ্যপালের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা

উত্তর দিনাজপুর : রায়গঞ্জ, ইসলামপুর, ইটাহারে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান BJP কর্মীরা । ইসলামপুর ও ইটাহারে জাতীয় সড়ক ও রায়গঞ্জের মহাত্মা গান্ধি রোড অবরোধ করেন তাঁরা ।

এই সংক্রান্ত আরও পড়ুন :আজ সন্দেশখালি যাচ্ছে BJP-র প্রতিনিধি দল, পথ অবরোধের ডাক

কোচবিহার : আজ দুপুর ২টো নাগাদ কোচবিহার সদরের খাগরাবাড়ি ও শহরের মড়াপোড়া চৌপথি ও তুফানগঞ্জের দেওচড়াই, মাথাভাঙা, মেখলিগঞ্জ, শীতলকুচি, কুচলিবাড়ি এলাকায় পথ অবরোধ করেন BJP কর্মীরা ।

Intro:রবিবার বাঁকুড়া শহর সংলগ্ন হেভির মোড়ে বিজেপি কর্মীরা দলীয় পতাকা নিয়ে এই ঘটনার প্রতিবাদে এক ঘন্টার প্রতিকী পথ অবরোধ।Body: শনিবারের সন্দেশখালির ঘটনার প্রতিবাদ জানিয়ে পথে নামলো বিজেপি। তাদের দাবী সন্দেশখালিতে বিজেপি ব্লক সভাপতির বাড়িতে হামলার পাশাপাশি দলের চার কর্মীকে 'কুচি কুচি করে' কেটে ফেলা হয়েছে'। রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী হওয়ার পরেও এই ধরণের ঘটনা কি করে ঘটে সে নিয়ে প্রশ্ন তোলেন অবরোধে অংশ নেওয়া বিজেপি নেতৃত্ব। এদিনের এই অবরোধে বাঁকুড়া-দুর্গাপুর ও বাঁকুড়া-রানীগঞ্জ গুরুত্বপূর্ণ রাস্তা দু'টি অবরুদ্ধ হয়ে পড়ে। সমস্যায় পড়েন অসংখ্য সাধারণ মানুষ।

উল্লেখ্য, গত শনিবার সন্দেশখালির ন্যাজাটে তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। ঐ এলাকায় পতাকা খোলাকে কেন্দ্র করে দুই দলের বাদানুবাদ থেকে গুলি চালানোর অভিযোগ ওঠে। বিজেপির তরফে মৃত তিন কর্মী তাদের কর্মী বলে দাবী করা হয়।Conclusion:রাজ্য বিজেপির তরফে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপ পর্যন্ত দাবী করা হয়েছে।

বাইট:
দিলীপ বাগ (বিজেপি নেতা)
Last Updated : Jun 9, 2019, 7:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.