সন্দেশখালি, 9 জুন : তৃণমূল-BJP সংঘর্ষে উত্তপ্ত সন্দেশখালি । মৃত্যু হয়েছে চারজনের । BJP-র দাবি নিহতদের মধ্যে 3 জন তাদের কর্মী । এই ঘটনার প্রতিবাদে আজ রাজ্যজুড়ে অবরোধ কর্মসূচি পালন করে BJP যুব মোর্চা । রাজ্যের বিভিন্ন জেলায় যুব মোর্চা কর্মীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান । অবরুদ্ধ হয়ে পড়ে একাধিক সড়ক ।
আলিপুরদুয়ার : আজ বেলা ১২টা নাগাদ DRM চৌপথি এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন BJP-র যুব মোর্চার কর্মীরা । বিক্ষোভ মিছিল চলে দুপুর ২টো পর্যন্ত । অন্যদিকে, ফালাকাটার এশিয়ান হাইওয়ে ও কুমারগ্রামের বারবিশা মোড়ে পথ অরবোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন BJP কর্মীরা । বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে ফালাকাটার এশিয়ান হাইওয়ে ।
এই সংক্রান্ত আরও পড়ুন : BJP-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র সন্দেশখালির ন্যাজাট, মৃত 4
শিলিগুড়ি : শিলিগুড়িতে আধঘণ্টা রাস্তা অবরোধ করেন BJP যুব মোর্চার কর্মীরা । এর জেরে অবরুদ্ধ হয় শিলিগুড়ির একাধিক রাস্তা ।
বাঁকুড়া : আজ বাঁকুড়ার ওন্দার রতনপুর গ্রাম পঞ্চায়েতের ঘোলকুণ্ডা, মাধবপুর, ডুমুরিয়া এলাকার হাতে প্ল্যাকার্ড নিয়ে মৌন মিছিল শুরু করেন BJP কর্মীরা ।
হুগলি : হুগলি জেলার দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় । হুগলি মোড় পর্যন্ত মিছিল হয় ।
হাওড়া : আজ হাওড়া ঘুসুরির কাছে MVKB মোড়ে রাস্তা অবরোধ করেন BJP কর্মীরা । এরপর সেখানে তাঁরা সাইকেলের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন । এছাড়াও, পুলিশ প্রশাসন ও রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় ।
মুর্শিদাবাদ : আজ বেলা ১২টা নাগাদ কান্দি বাসস্ট্যান্ডের চার রাস্তার মোড়ে ১ঘণ্টা পথ অবরোধ করেন BJP কর্মীরা । এর জেরে অবরুদ্ধ হয়ে পড়ে কান্দি বাসস্ট্যান্ডের চার মাথা মোড় ।
পূর্ব মেদিনীপুর : তমলুকের শঙ্করআড়া বাসস্ট্যান্ডের কাছে পথ অবরোধ করেন BJP কর্মীরা । এছাড়াও, দুপুর তিনটে নাগাদ তমলুক সাংগঠনিক জেলার সভাপতি প্রদীপ দাসের নেতৃত্বে রাস্তা অবরোধ করেন BJP কর্মীরা ।
এই সংক্রান্ত আরও পড়ুন : সন্দেশখালি ইশু : রাজ্যপালের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা
উত্তর দিনাজপুর : রায়গঞ্জ, ইসলামপুর, ইটাহারে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান BJP কর্মীরা । ইসলামপুর ও ইটাহারে জাতীয় সড়ক ও রায়গঞ্জের মহাত্মা গান্ধি রোড অবরোধ করেন তাঁরা ।
এই সংক্রান্ত আরও পড়ুন :আজ সন্দেশখালি যাচ্ছে BJP-র প্রতিনিধি দল, পথ অবরোধের ডাক
কোচবিহার : আজ দুপুর ২টো নাগাদ কোচবিহার সদরের খাগরাবাড়ি ও শহরের মড়াপোড়া চৌপথি ও তুফানগঞ্জের দেওচড়াই, মাথাভাঙা, মেখলিগঞ্জ, শীতলকুচি, কুচলিবাড়ি এলাকায় পথ অবরোধ করেন BJP কর্মীরা ।