ETV Bharat / state

টিটাগড়ে ভস্মীভূত BJP-র পার্টি অফিস, অভিযোগের তীর তৃণমূলের দিকে - BJP party office allegedly set on fire by tmc in titagarh

পার্টি অফিসের সামনে সম্প্রতি শ্যামাপ্রাসাদ মুখোপাধ্যায়ের একটি মূর্তি বসানো হয়েছিল । সেই মূর্তিটিও কয়েকদিন আগে ভেঙে দেওয়া হয় ।

টিটাগড়ে ভস্মীভূত BJP-র পার্টি অফিস
টিটাগড়ে ভস্মীভূত BJP-র পার্টি অফিস
author img

By

Published : Nov 19, 2020, 2:55 PM IST

টিটাগড়, 19 নভেম্বর : ফের অশান্ত ব্যারাকপুর শিল্পাঞ্চল । বুধবার রাতে খুন হয়েছেন এক তৃণমূল কর্মী । ঘটনার পর সেই রাতেই টিটাগড়ে পোড়ানো হল BJP-র একটি কার্যালয়। এক রাতে এই দুটো ঘটনায় তৃণমূল ও BJP-র মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টিটাগড়ের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের বাবনপুর এলাকায় BJP-র একটি কার্যালয় ছিল । বুধবার গভীর রাতে কার্যালয়টি আগুনে পুড়িয়ে দেওয়া হয় । স্থানীয়রা আগুন দেখে দমকলে খবর দেন । দমকলকর্মীরা পৌঁছানোর আগেই পার্টি অফিসের বেশিরভাগ অংশই পুড়ে ছাই হয়ে যায় । BJP-র অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই ওই পার্টি অফিসে আগুন লাগিয়ে দিয়েছে । প্রসঙ্গত, ওই পার্টি অফিসের সামনে সম্প্রতি শ্যামাপ্রাসাদ মুখোপাধ্যায়ের একটি মূর্তি বসানো হয়েছিল । সেই মূর্তিটিও কয়েকদিন আগে ভেঙে দেওয়া হয় । এই বিষয়ে স্থানীয় BJP নেতা প্রভাস বালা বলেন, "তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কয়েকদিন আগে আমাদের বসানো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভেঙে দিয়েছিল । আমরা পুলিশকে জানিয়েছিলাম । যদিও কোনও সুফল মেলেনি । এবার আমাদের পার্টি অফিসটাও পুড়িয়ে দিল । হামলা করে তৃণমূল আমাদের আটকে রাখতে পারবে না । মানুষ তার জবাব দেবে ।"

টিটাগড়ে ভস্মীভূত BJP-র পার্টি অফিস

অন্য দিকে তৃণমূলের মোহনপুর পঞ্চায়েতের উপপ্রধান নির্মল কর বলেন, "ওই এলাকায় একটি বুথে BJP-র তিনটি পার্টি অফিস । তা থেকেই বোঝা যায়, ওখানে BJP-র গোষ্ঠীদ্বন্দ্ব কতটা প্রবল । ওরা নিজেরাই মারামারি করে ওই পার্টি অফিস পুড়িয়েছে । আমাদের দলের কেউ ওই ঘটনায় জড়িত নয় । কারও পার্টি অফিস পোড়ানো আমাদের দলের সংস্কৃতি নয় ।"

টিটাগড়, 19 নভেম্বর : ফের অশান্ত ব্যারাকপুর শিল্পাঞ্চল । বুধবার রাতে খুন হয়েছেন এক তৃণমূল কর্মী । ঘটনার পর সেই রাতেই টিটাগড়ে পোড়ানো হল BJP-র একটি কার্যালয়। এক রাতে এই দুটো ঘটনায় তৃণমূল ও BJP-র মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টিটাগড়ের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের বাবনপুর এলাকায় BJP-র একটি কার্যালয় ছিল । বুধবার গভীর রাতে কার্যালয়টি আগুনে পুড়িয়ে দেওয়া হয় । স্থানীয়রা আগুন দেখে দমকলে খবর দেন । দমকলকর্মীরা পৌঁছানোর আগেই পার্টি অফিসের বেশিরভাগ অংশই পুড়ে ছাই হয়ে যায় । BJP-র অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই ওই পার্টি অফিসে আগুন লাগিয়ে দিয়েছে । প্রসঙ্গত, ওই পার্টি অফিসের সামনে সম্প্রতি শ্যামাপ্রাসাদ মুখোপাধ্যায়ের একটি মূর্তি বসানো হয়েছিল । সেই মূর্তিটিও কয়েকদিন আগে ভেঙে দেওয়া হয় । এই বিষয়ে স্থানীয় BJP নেতা প্রভাস বালা বলেন, "তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কয়েকদিন আগে আমাদের বসানো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভেঙে দিয়েছিল । আমরা পুলিশকে জানিয়েছিলাম । যদিও কোনও সুফল মেলেনি । এবার আমাদের পার্টি অফিসটাও পুড়িয়ে দিল । হামলা করে তৃণমূল আমাদের আটকে রাখতে পারবে না । মানুষ তার জবাব দেবে ।"

টিটাগড়ে ভস্মীভূত BJP-র পার্টি অফিস

অন্য দিকে তৃণমূলের মোহনপুর পঞ্চায়েতের উপপ্রধান নির্মল কর বলেন, "ওই এলাকায় একটি বুথে BJP-র তিনটি পার্টি অফিস । তা থেকেই বোঝা যায়, ওখানে BJP-র গোষ্ঠীদ্বন্দ্ব কতটা প্রবল । ওরা নিজেরাই মারামারি করে ওই পার্টি অফিস পুড়িয়েছে । আমাদের দলের কেউ ওই ঘটনায় জড়িত নয় । কারও পার্টি অফিস পোড়ানো আমাদের দলের সংস্কৃতি নয় ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.