ETV Bharat / state

দিল্লির সরকার গড়তে বাংলার সমর্থন দরকার : আদিত্যনাথ - election

"আমরা 3 কোটি 55 লাখ গরিবকে রেশন দিয়েছি । উত্তরপ্রদেশে 2 কোটি 14 লাখ মানুষকে প্রধানমন্ত্রীর কিষান সম্মান নীতির আত্ততায় এনেছি । আমরা উত্তরপ্রদেশে 2 বছরের মধ্যে 24 লাখ মানুষকে বাড়ি দিয়েছি । বাংলায় ক্ষমতায় এলে মোদির নেতৃত্বে উত্তরপ্রদেশের মতো উন্নয়ন হবে ।" আজ বনগাঁর সভা থেকে একথা বললেন যোগী আদিত্যনাথ ।

যোগী আদিত্যনাথ
author img

By

Published : Apr 22, 2019, 10:22 PM IST

Updated : Apr 22, 2019, 10:37 PM IST

বনগাঁ, 22 এপ্রিল : "দিল্লির সরকার গড়তে বাংলার সমর্থন দরকার ।" আজ বনগাঁর সভা থেকে একথা বললেন যোগী আদিত্যনাথ । বনগাঁ লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে যোগী এই সভা করেন । সভায় বক্তব্য রাখার সময় তিনি বলেন, "সারাদেশে তোষণের রাজনীতি করেছে কংগ্রেস । সেই পথে বামেদের পর এখন তৃণমূল চলছে । তার জেরে বাংলা থেকে দেশের সুরক্ষায় বিপদ তৈরি হচ্ছে । বাংলায় মানুষের গণতান্ত্রিক অধিকার লুট করছে তৃণমূল ।"

ভিডিয়োয় শুনুন যোগী আদিত্যনাথের বক্তব্য

যোগী আদিত্যনাথ আরও বলেন, "বাংলার উন্নয়নের জন্য মোদি কল্যাণীতে AIIMS হাসপাতাল তৈরি করেছেন । আগে CPI(M) গুন্ডাগিরি করত । আর এখন তৃণমূল করে । তৃণমূলের গুন্ডাগিরির জন্য রাজ্যে বিনিয়োগ আসছে না । রাজ্যে BJP সরকার এলে বিনিয়োগ ও রোজগার আসবে । কেন্দ্রে BJP-র সরকার গড়ার পথ তৈরি করবে বাংলা । এই বাংলা থেকেই মোদি সরকার গড়ে উঠবে। আপনারা যেভাবে লড়ছেন, তাতে আপনাদের শুভেচ্ছা । TMC-র কর্মীরা গণতন্ত্রের গলা টিপে দিচ্ছে । আমরা 3 কোটি 55 লাখ গরিবকে রেশন দিয়েছি । উত্তরপ্রদেশে 2 কোটি 14 লাখ মানুষকে প্রধানমন্ত্রীর কিষান সম্মান নীতির আত্ততায় এনেছি । আমরা উত্তরপ্রদেশে 2 বছরের মধ্য 24 লাখ মানুষকে বাড়ি দিয়েছি । বাংলায় ক্ষমতায় এলে মোদির নেতৃত্বে উত্তরপ্রদেশের মতো উন্নয়ন হবে ।"

ভিডিয়োয় শুনুন যোগী আদিত্যনাথের বক্তব্য

আজ BJP-র জেলা সভাপতি প্রদীপ বন্দ্যোপাধ্যায় বনগাঁর সভায় বক্তব্য রাখেন। বক্তব্যের মধ্যেই তিনি মাইকের তার কেটে দেওয়ার অভিযোগ তোলেন। বলেন, "আমাদের কথা যাতে কেউ শুনতে না পায়, তাই আমাদের মাইকের তার কেটে দেওয়া হয়েছে ।"

বনগাঁ, 22 এপ্রিল : "দিল্লির সরকার গড়তে বাংলার সমর্থন দরকার ।" আজ বনগাঁর সভা থেকে একথা বললেন যোগী আদিত্যনাথ । বনগাঁ লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে যোগী এই সভা করেন । সভায় বক্তব্য রাখার সময় তিনি বলেন, "সারাদেশে তোষণের রাজনীতি করেছে কংগ্রেস । সেই পথে বামেদের পর এখন তৃণমূল চলছে । তার জেরে বাংলা থেকে দেশের সুরক্ষায় বিপদ তৈরি হচ্ছে । বাংলায় মানুষের গণতান্ত্রিক অধিকার লুট করছে তৃণমূল ।"

ভিডিয়োয় শুনুন যোগী আদিত্যনাথের বক্তব্য

যোগী আদিত্যনাথ আরও বলেন, "বাংলার উন্নয়নের জন্য মোদি কল্যাণীতে AIIMS হাসপাতাল তৈরি করেছেন । আগে CPI(M) গুন্ডাগিরি করত । আর এখন তৃণমূল করে । তৃণমূলের গুন্ডাগিরির জন্য রাজ্যে বিনিয়োগ আসছে না । রাজ্যে BJP সরকার এলে বিনিয়োগ ও রোজগার আসবে । কেন্দ্রে BJP-র সরকার গড়ার পথ তৈরি করবে বাংলা । এই বাংলা থেকেই মোদি সরকার গড়ে উঠবে। আপনারা যেভাবে লড়ছেন, তাতে আপনাদের শুভেচ্ছা । TMC-র কর্মীরা গণতন্ত্রের গলা টিপে দিচ্ছে । আমরা 3 কোটি 55 লাখ গরিবকে রেশন দিয়েছি । উত্তরপ্রদেশে 2 কোটি 14 লাখ মানুষকে প্রধানমন্ত্রীর কিষান সম্মান নীতির আত্ততায় এনেছি । আমরা উত্তরপ্রদেশে 2 বছরের মধ্য 24 লাখ মানুষকে বাড়ি দিয়েছি । বাংলায় ক্ষমতায় এলে মোদির নেতৃত্বে উত্তরপ্রদেশের মতো উন্নয়ন হবে ।"

ভিডিয়োয় শুনুন যোগী আদিত্যনাথের বক্তব্য

আজ BJP-র জেলা সভাপতি প্রদীপ বন্দ্যোপাধ্যায় বনগাঁর সভায় বক্তব্য রাখেন। বক্তব্যের মধ্যেই তিনি মাইকের তার কেটে দেওয়ার অভিযোগ তোলেন। বলেন, "আমাদের কথা যাতে কেউ শুনতে না পায়, তাই আমাদের মাইকের তার কেটে দেওয়া হয়েছে ।"

sample description
Last Updated : Apr 22, 2019, 10:37 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.