ETV Bharat / state

শোভন-বৈশাখিকে ভালো করে চেনেন না, মন্তব্য রূপার - Parliament MP

আসন্ন পৌরভোট নিয়ে প্রশ্ন করা হলে রূপা বলেন, ‘‘আমি কলকাতার রাজনীতি ঠিকমতো জানি না ৷’’ গত পৌরভোটের কথা তাঁকে মনে করালে রূপা বলেন, ‘‘তখন আমি পৌরভোটে লড়াই করতে চেয়েছিলাম৷ তাই কলকাতার রাজনীতির খোঁজ রাখতাম৷ ’’

বারাসত আদালতে রূপা
রূপা গঙ্গোপাধ্যায়
author img

By

Published : Jan 25, 2020, 8:15 AM IST

বারাসত, 25 জানুয়ারি : রাজ্যসভার সাংসদ হয়েছেন৷ তাই তিনি কলকাতার রাজনীতি জানেন না, বোঝেনও না ৷ বারাসত আদালতে বিশেষ হাজিরা দিতে গিয়ে বললেন BJP সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় ৷ তবে তাঁর দলের প্রার্থীর হয়ে প্রচারে বের হলে, আগে থেকে সব বিষয়ে খোঁজ নেবেন বলে জানান তিনি ৷

সামনেই পৌরভোট৷ রাজ্যের পৌরসভাগুলিতে নিজেদের অস্তিত্ব কায়েম রাখতে তৃণমূল-BJP-বাম ও কংগ্রেস ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে ৷ গতবারের পৌরভোটে কলকাতা পৌরসভার মেয়র পদে রূপাকে প্রার্থী করতে চেয়েছিল BJP ৷ আজ বারাসত আদালতে বিশেষ হাজিরা দিতে গেছিলেন BJP সাংসদ ৷ সেখানে তাঁকে আসন্ন পৌরভোট নিয়ে প্রশ্ন করা হলে রূপা বলেন, ‘‘আমি কলকাতার রাজনীতি জানিও না, বুঝিও না৷’’ গত পৌরভোটের কথা তাকে মনে করালে রূপা বলেন, ‘‘তখন আমি ভোটে লড়াই করতে চেয়েছিলাম ৷ তাই রাজনীতির খোঁজ রাখতাম ৷ কিন্তু এখন আমি রাজ্যসভার সাংসদ ৷ তাই কলকাতার রাজনীতি সম্পর্কে কিছু বুঝি না ৷’’ তবে তাঁর দলের কোনও প্রার্থীর হয়ে প্রচারে যেতে গেলে খোঁজখবর নিয়েই যাবেন বলে জানান BJP সাংসদ ৷

রূপা গঙ্গোপাধ্যায়

সম্প্রতি বুদ্ধিজীবীদের উদ্দেশে BJP -র জেলা সভাপতি দিলীপ ঘোষের কটূক্তি নিয়ে সরব হয়েছে নানা মহল ৷ সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে রূপা বলেন, ‘‘প্রত্যেকেরই ব্যক্তি স্বাধীনতা আছে ৷ বুদ্ধিজীবীরা সোশাল মিডিয়ায় যা খুশি করতে পারলে দিলীপ ঘোষেরও বলার অধিকার আছে ৷’’ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই টলিউডকে তাঁর পাশে পেয়েছেন৷ কিন্তু রূপা টলিউডের একজন হয়েও BJP-র হয়ে সেভাবে কাউকে পাননি ৷ BJP সাংসদের স্পষ্ট জবাব, ‘‘আমি কাউকে রাজনীতিতে আসার কথা বলিনি ৷ পরেও বলব না ৷’’

বারাসত, 25 জানুয়ারি : রাজ্যসভার সাংসদ হয়েছেন৷ তাই তিনি কলকাতার রাজনীতি জানেন না, বোঝেনও না ৷ বারাসত আদালতে বিশেষ হাজিরা দিতে গিয়ে বললেন BJP সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় ৷ তবে তাঁর দলের প্রার্থীর হয়ে প্রচারে বের হলে, আগে থেকে সব বিষয়ে খোঁজ নেবেন বলে জানান তিনি ৷

সামনেই পৌরভোট৷ রাজ্যের পৌরসভাগুলিতে নিজেদের অস্তিত্ব কায়েম রাখতে তৃণমূল-BJP-বাম ও কংগ্রেস ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে ৷ গতবারের পৌরভোটে কলকাতা পৌরসভার মেয়র পদে রূপাকে প্রার্থী করতে চেয়েছিল BJP ৷ আজ বারাসত আদালতে বিশেষ হাজিরা দিতে গেছিলেন BJP সাংসদ ৷ সেখানে তাঁকে আসন্ন পৌরভোট নিয়ে প্রশ্ন করা হলে রূপা বলেন, ‘‘আমি কলকাতার রাজনীতি জানিও না, বুঝিও না৷’’ গত পৌরভোটের কথা তাকে মনে করালে রূপা বলেন, ‘‘তখন আমি ভোটে লড়াই করতে চেয়েছিলাম ৷ তাই রাজনীতির খোঁজ রাখতাম ৷ কিন্তু এখন আমি রাজ্যসভার সাংসদ ৷ তাই কলকাতার রাজনীতি সম্পর্কে কিছু বুঝি না ৷’’ তবে তাঁর দলের কোনও প্রার্থীর হয়ে প্রচারে যেতে গেলে খোঁজখবর নিয়েই যাবেন বলে জানান BJP সাংসদ ৷

রূপা গঙ্গোপাধ্যায়

সম্প্রতি বুদ্ধিজীবীদের উদ্দেশে BJP -র জেলা সভাপতি দিলীপ ঘোষের কটূক্তি নিয়ে সরব হয়েছে নানা মহল ৷ সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে রূপা বলেন, ‘‘প্রত্যেকেরই ব্যক্তি স্বাধীনতা আছে ৷ বুদ্ধিজীবীরা সোশাল মিডিয়ায় যা খুশি করতে পারলে দিলীপ ঘোষেরও বলার অধিকার আছে ৷’’ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই টলিউডকে তাঁর পাশে পেয়েছেন৷ কিন্তু রূপা টলিউডের একজন হয়েও BJP-র হয়ে সেভাবে কাউকে পাননি ৷ BJP সাংসদের স্পষ্ট জবাব, ‘‘আমি কাউকে রাজনীতিতে আসার কথা বলিনি ৷ পরেও বলব না ৷’’

Intro:কলকাতার রাজনীতি আমি বুঝি নাঃ রূপা গাঙ্গুলি

বারাসতঃ কলকাতার রাজনীতি আমি বুঝি না। যখন রাজনীতি করতাম, তখন বুঝতাম। এখন আমি সাংসদ। এখন কলকাতার রাজনীতি আমি জানি না। বুঝিও না। বৃহস্পতিবার বারাসত আদালত চত্বরে একথা বললেন বিজেপি সাংসদ রূপা গাঙ্গুলি। সুশীল সমাজকে গালাগাল প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যকে এদিন রূপা ব্যক্তিগত স্বাধীনতা বলে মতপ্রকাশ করেছেন।

বিজেপির রাজ্য সভার সাংসদ রূপা গাঙ্গুলি এদিন বারাসতের বিশেষ আদালতে হাজিরা দিতে আসেন। বেরোনোর সময় কলকাতা পুরভোট প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'আমি কলকাতা পুরসভার রাজনীতি বুঝি না। জানিও না।' গত পুরভোটে বিজেপি মেয়র পদপ্রার্থী করতে চেয়েছিল রূপাকে। সাংবাদিকরা সে কথা স্মরণ করাতেই রূপা বলেন, 'তখন আমি কলকাতা পুরসভায় লড়াই করতে চেয়েছিলাম। তাই তখন রাজনীতির খোঁজ রাখতাম। এখন আমি রাজ্যসভার সাংসদ। আমি কলকাতার রাজনীতিটা সম্পর্কে কিছু জানি না। বুঝিও না।' দল যদি কলকাতা পুরসভা ভোটের প্রচারে পাঠায় তা হলে কী করবেন? জবাবে রূপা বলেন, 'বিরোধী হলেও প্রার্থী যদি ভালো হয়, তাহলে আমি তাঁর নামে কখনও কিছু বলি না। আর আমাদের দলের প্রার্থীর ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রচার করব।'

সম্প্রতি রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ সুশীলসমাজকে উদ্দেশ্য করে নানা কুকথা বলেছেন। সেই সুশীলসমাজ থেকে উঠে আসা রূপা এদিন বলেন, 'প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতা আছে। সুশীলসমাজের প্রতিনিধিরা যদি যা খুশি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করতে পারেন। তা হলে দিলীপ ঘোষেরও বলার স্বাধীনতা আছে।' তারপরই রূপার সংযোজন, 'মুখ্যমন্ত্রীর যদি শা... বলার স্বাধীনতা থাকে তাহলে দিলীপ ঘোষের পালটা বলার স্বাধীনতা আছে।' বিজেপির আন্দোলনে টলিউডকে কেন আপনার পথে নামাতে পারছেন না? বিজেপির রাজ্যসভার সাংসদের জবাব-- 'আমি অভিনেত্রী থেকে সাংসদ হলেও কখনও কাউকে রাজনীতিতে আসার কথা বলিনি। পরেও বলব না।' এদিন রূপার হাজিরার সময় বারাসতের বিজেপি নেতারা আদালত চত্বরে জড়ো হন।Body:কলকাতার রাজনীতি আমি বুঝি নাঃ রূপা গাঙ্গুলি

বারাসতঃ কলকাতার রাজনীতি আমি বুঝি না। যখন রাজনীতি করতাম, তখন বুঝতাম। এখন আমি সাংসদ। এখন কলকাতার রাজনীতি আমি জানি না। বুঝিও না। বৃহস্পতিবার বারাসত আদালত চত্বরে একথা বললেন বিজেপি সাংসদ রূপা গাঙ্গুলি। সুশীল সমাজকে গালাগাল প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যকে এদিন রূপা ব্যক্তিগত স্বাধীনতা বলে মতপ্রকাশ করেছেন।

বিজেপির রাজ্য সভার সাংসদ রূপা গাঙ্গুলি এদিন বারাসতের বিশেষ আদালতে হাজিরা দিতে আসেন। বেরোনোর সময় কলকাতা পুরভোট প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'আমি কলকাতা পুরসভার রাজনীতি বুঝি না। জানিও না।' গত পুরভোটে বিজেপি মেয়র পদপ্রার্থী করতে চেয়েছিল রূপাকে। সাংবাদিকরা সে কথা স্মরণ করাতেই রূপা বলেন, 'তখন আমি কলকাতা পুরসভায় লড়াই করতে চেয়েছিলাম। তাই তখন রাজনীতির খোঁজ রাখতাম। এখন আমি রাজ্যসভার সাংসদ। আমি কলকাতার রাজনীতিটা সম্পর্কে কিছু জানি না। বুঝিও না।' দল যদি কলকাতা পুরসভা ভোটের প্রচারে পাঠায় তা হলে কী করবেন? জবাবে রূপা বলেন, 'বিরোধী হলেও প্রার্থী যদি ভালো হয়, তাহলে আমি তাঁর নামে কখনও কিছু বলি না। আর আমাদের দলের প্রার্থীর ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রচার করব।'

সম্প্রতি রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ সুশীলসমাজকে উদ্দেশ্য করে নানা কুকথা বলেছেন। সেই সুশীলসমাজ থেকে উঠে আসা রূপা এদিন বলেন, 'প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতা আছে। সুশীলসমাজের প্রতিনিধিরা যদি যা খুশি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করতে পারেন। তা হলে দিলীপ ঘোষেরও বলার স্বাধীনতা আছে।' তারপরই রূপার সংযোজন, 'মুখ্যমন্ত্রীর যদি শা... বলার স্বাধীনতা থাকে তাহলে দিলীপ ঘোষের পালটা বলার স্বাধীনতা আছে।' বিজেপির আন্দোলনে টলিউডকে কেন আপনার পথে নামাতে পারছেন না? বিজেপির রাজ্যসভার সাংসদের জবাব-- 'আমি অভিনেত্রী থেকে সাংসদ হলেও কখনও কাউকে রাজনীতিতে আসার কথা বলিনি। পরেও বলব না।' এদিন রূপার হাজিরার সময় বারাসতের বিজেপি নেতারা আদালত চত্বরে জড়ো হন।Conclusion:কলকাতার রাজনীতি আমি বুঝি নাঃ রূপা গাঙ্গুলি

বারাসতঃ কলকাতার রাজনীতি আমি বুঝি না। যখন রাজনীতি করতাম, তখন বুঝতাম। এখন আমি সাংসদ। এখন কলকাতার রাজনীতি আমি জানি না। বুঝিও না। বৃহস্পতিবার বারাসত আদালত চত্বরে একথা বললেন বিজেপি সাংসদ রূপা গাঙ্গুলি। সুশীল সমাজকে গালাগাল প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যকে এদিন রূপা ব্যক্তিগত স্বাধীনতা বলে মতপ্রকাশ করেছেন।

বিজেপির রাজ্য সভার সাংসদ রূপা গাঙ্গুলি এদিন বারাসতের বিশেষ আদালতে হাজিরা দিতে আসেন। বেরোনোর সময় কলকাতা পুরভোট প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'আমি কলকাতা পুরসভার রাজনীতি বুঝি না। জানিও না।' গত পুরভোটে বিজেপি মেয়র পদপ্রার্থী করতে চেয়েছিল রূপাকে। সাংবাদিকরা সে কথা স্মরণ করাতেই রূপা বলেন, 'তখন আমি কলকাতা পুরসভায় লড়াই করতে চেয়েছিলাম। তাই তখন রাজনীতির খোঁজ রাখতাম। এখন আমি রাজ্যসভার সাংসদ। আমি কলকাতার রাজনীতিটা সম্পর্কে কিছু জানি না। বুঝিও না।' দল যদি কলকাতা পুরসভা ভোটের প্রচারে পাঠায় তা হলে কী করবেন? জবাবে রূপা বলেন, 'বিরোধী হলেও প্রার্থী যদি ভালো হয়, তাহলে আমি তাঁর নামে কখনও কিছু বলি না। আর আমাদের দলের প্রার্থীর ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রচার করব।'

সম্প্রতি রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ সুশীলসমাজকে উদ্দেশ্য করে নানা কুকথা বলেছেন। সেই সুশীলসমাজ থেকে উঠে আসা রূপা এদিন বলেন, 'প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতা আছে। সুশীলসমাজের প্রতিনিধিরা যদি যা খুশি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করতে পারেন। তা হলে দিলীপ ঘোষেরও বলার স্বাধীনতা আছে।' তারপরই রূপার সংযোজন, 'মুখ্যমন্ত্রীর যদি শা... বলার স্বাধীনতা থাকে তাহলে দিলীপ ঘোষের পালটা বলার স্বাধীনতা আছে।' বিজেপির আন্দোলনে টলিউডকে কেন আপনার পথে নামাতে পারছেন না? বিজেপির রাজ্যসভার সাংসদের জবাব-- 'আমি অভিনেত্রী থেকে সাংসদ হলেও কখনও কাউকে রাজনীতিতে আসার কথা বলিনি। পরেও বলব না।' এদিন রূপার হাজিরার সময় বারাসতের বিজেপি নেতারা আদালত চত্বরে জড়ো হন।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.