বারাসত, 25 জানুয়ারি : রাজ্যসভার সাংসদ হয়েছেন৷ তাই তিনি কলকাতার রাজনীতি জানেন না, বোঝেনও না ৷ বারাসত আদালতে বিশেষ হাজিরা দিতে গিয়ে বললেন BJP সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় ৷ তবে তাঁর দলের প্রার্থীর হয়ে প্রচারে বের হলে, আগে থেকে সব বিষয়ে খোঁজ নেবেন বলে জানান তিনি ৷
সামনেই পৌরভোট৷ রাজ্যের পৌরসভাগুলিতে নিজেদের অস্তিত্ব কায়েম রাখতে তৃণমূল-BJP-বাম ও কংগ্রেস ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে ৷ গতবারের পৌরভোটে কলকাতা পৌরসভার মেয়র পদে রূপাকে প্রার্থী করতে চেয়েছিল BJP ৷ আজ বারাসত আদালতে বিশেষ হাজিরা দিতে গেছিলেন BJP সাংসদ ৷ সেখানে তাঁকে আসন্ন পৌরভোট নিয়ে প্রশ্ন করা হলে রূপা বলেন, ‘‘আমি কলকাতার রাজনীতি জানিও না, বুঝিও না৷’’ গত পৌরভোটের কথা তাকে মনে করালে রূপা বলেন, ‘‘তখন আমি ভোটে লড়াই করতে চেয়েছিলাম ৷ তাই রাজনীতির খোঁজ রাখতাম ৷ কিন্তু এখন আমি রাজ্যসভার সাংসদ ৷ তাই কলকাতার রাজনীতি সম্পর্কে কিছু বুঝি না ৷’’ তবে তাঁর দলের কোনও প্রার্থীর হয়ে প্রচারে যেতে গেলে খোঁজখবর নিয়েই যাবেন বলে জানান BJP সাংসদ ৷
সম্প্রতি বুদ্ধিজীবীদের উদ্দেশে BJP -র জেলা সভাপতি দিলীপ ঘোষের কটূক্তি নিয়ে সরব হয়েছে নানা মহল ৷ সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে রূপা বলেন, ‘‘প্রত্যেকেরই ব্যক্তি স্বাধীনতা আছে ৷ বুদ্ধিজীবীরা সোশাল মিডিয়ায় যা খুশি করতে পারলে দিলীপ ঘোষেরও বলার অধিকার আছে ৷’’ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই টলিউডকে তাঁর পাশে পেয়েছেন৷ কিন্তু রূপা টলিউডের একজন হয়েও BJP-র হয়ে সেভাবে কাউকে পাননি ৷ BJP সাংসদের স্পষ্ট জবাব, ‘‘আমি কাউকে রাজনীতিতে আসার কথা বলিনি ৷ পরেও বলব না ৷’’