ETV Bharat / state

Dilip Slams Mamata Govt: কাশ্মীর শুধরে গিয়েছে, বাংলা কাশ্মীর হয়ে যাচ্ছে, বন্দে ভারতে হামলা নিয়ে কটাক্ষ দিলীপের - মমতা বন্দ্যোপাধ্য়ায়

মঙ্গলবার নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির (BJP) জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ সেখানে একাধিক ইস্যুতে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সমালোচনায় সরব হন তিনি ৷

Dilip Ghosh
দিলীপ ঘোষ
author img

By

Published : Jan 3, 2023, 1:34 PM IST

Updated : Jan 3, 2023, 2:02 PM IST

নিউটাউনে সাংবাদিকদের মুখোমুখি বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ

কলকাতা, 3 জানুয়ারি: সম্প্রতি উদ্বোধন হওয়া বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে ৷ এই নিয়ে রাজ্য সরকার ও রাজ্যের শাসক দলের কড়া সমালোচনা করলেন বিজেপির (BJP) জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ তিনি বলেন, ‘‘আগেও বলেছি, কাশ্মীর শুধরে গিয়েছে । বাংলা কাশ্মীর হয়ে যাচ্ছে ।’’

একই সঙ্গে তাঁর অভিযোগ, ‘‘দেশবিরোধী শক্তি এ রাজ্যে এতো সক্রিয়, এখানকার সরকার সেই শক্তিকে মদত দিচ্ছে । সংসদে যখন সিএএ (CAA) পাস হল, তখন বিরোধিতা অনেক রাজ্যে হয়েছে । পশ্চিমবঙ্গে তিনদিন ধরে উৎপাত হয়েছে । আড়াইশো কোটি টাকার সম্পত্তি ধ্বংস করা হয়েছে । যার সিংহভাগ রেলের সম্পত্তি । দেশের সম্পত্তিকে এই রাজ্যের একাংশ শত্রু সম্পত্তি মনে করতে শুরু করেছে । দেশের সংবিধানকে তারা শত্রুপক্ষের সংবিধান বলে মনে করছে ।’’

মেদিনীপুরের সাংসদের আরও বক্তব্য, ‘‘তারা হচ্ছে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) লোক । এবং তৃণমূল কংগ্রেস তাদের পাশে আছে । একাধিকবার এই ঘটনা ঘটেছে । এর সম্পূর্ণ কৃতিত্ব তৃণমূলের । মমতা (Mamata Banerjee) তাদের সহযোগিতা করছেন । পুলিশ এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না ।’’

এখানে না থেমে দিলীপের আরও অভিযোগ, ‘‘বর্ডার দিয়ে সিমি, জামাত আল কায়দা ঢুকছে । বিদেশি জঙ্গিরা এখানে আশ্রয় পাচ্ছে । সমস্ত গ্যাং স্টার বা সমাজবিরোধী এখানে শেল্টার পাচ্ছে, ধরা পড়ছে । এখানে দেশবিরোধী শক্তি সহযোগিতা পায় । এখানে তাদের আধার কার্ড হয় । রেশন কার্ড হয় । দেশের অন্যত্র গিয়ে এরা বিস্ফোরণ করে । দেশবিরোধী কাজের অনুপ্রেরণা এই রাজ্য থেকেই পাওয়া যায় ।’’

বন্দে ভারত এক্সপ্রেসে হামলা নিয়ে টুইট করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ এই ঘটনায় বিজেপিও জড়িয়ে থাকতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন ৷ এই নিয়ে দিলীপ ঘোষের কটাক্ষ, ‘‘মানুষের বুদ্ধি ভ্রষ্ট হলে এরকম কথা বলে । কমপক্ষে ঘটনার নিন্দা তো করুক । এদের সুর শুনে বোঝা যায়, নেপথ্যে কোনও ব্যাপার আছে ।’’

এদিকে সোমবার তৃণমূলের কংগ্রেসের তরফে দিদির সুরক্ষা কবচ নামে একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে ৷ যা নিয়ে দিলীপ ঘোষের বক্তব্য, ‘‘দিদি বক ধার্মিক । মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মুখ থেকে সত্যের বাণী শুনতে হবে, এটা তো একপ্রকার বিড়ম্বনা । সারাজীবন যিনি মিথ্যা বলায় রেকর্ড করেছেন, মিথ্যা ছাড়া কিছু বলেননি, দেশের একতা ও অখণ্ডতার বিরুদ্ধে কাজ করেছেন, তিনি সত্যের কথা বলছেন, এটা সত্যিই বিড়ম্বনা ।’’

আরও পড়ুন: বন্দে ভারতকে লক্ষ্য করে ছোড়া হল পাথর, ক্ষতিগ্রস্ত কাঁচের দরজা

নিউটাউনে সাংবাদিকদের মুখোমুখি বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ

কলকাতা, 3 জানুয়ারি: সম্প্রতি উদ্বোধন হওয়া বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে ৷ এই নিয়ে রাজ্য সরকার ও রাজ্যের শাসক দলের কড়া সমালোচনা করলেন বিজেপির (BJP) জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ তিনি বলেন, ‘‘আগেও বলেছি, কাশ্মীর শুধরে গিয়েছে । বাংলা কাশ্মীর হয়ে যাচ্ছে ।’’

একই সঙ্গে তাঁর অভিযোগ, ‘‘দেশবিরোধী শক্তি এ রাজ্যে এতো সক্রিয়, এখানকার সরকার সেই শক্তিকে মদত দিচ্ছে । সংসদে যখন সিএএ (CAA) পাস হল, তখন বিরোধিতা অনেক রাজ্যে হয়েছে । পশ্চিমবঙ্গে তিনদিন ধরে উৎপাত হয়েছে । আড়াইশো কোটি টাকার সম্পত্তি ধ্বংস করা হয়েছে । যার সিংহভাগ রেলের সম্পত্তি । দেশের সম্পত্তিকে এই রাজ্যের একাংশ শত্রু সম্পত্তি মনে করতে শুরু করেছে । দেশের সংবিধানকে তারা শত্রুপক্ষের সংবিধান বলে মনে করছে ।’’

মেদিনীপুরের সাংসদের আরও বক্তব্য, ‘‘তারা হচ্ছে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) লোক । এবং তৃণমূল কংগ্রেস তাদের পাশে আছে । একাধিকবার এই ঘটনা ঘটেছে । এর সম্পূর্ণ কৃতিত্ব তৃণমূলের । মমতা (Mamata Banerjee) তাদের সহযোগিতা করছেন । পুলিশ এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না ।’’

এখানে না থেমে দিলীপের আরও অভিযোগ, ‘‘বর্ডার দিয়ে সিমি, জামাত আল কায়দা ঢুকছে । বিদেশি জঙ্গিরা এখানে আশ্রয় পাচ্ছে । সমস্ত গ্যাং স্টার বা সমাজবিরোধী এখানে শেল্টার পাচ্ছে, ধরা পড়ছে । এখানে দেশবিরোধী শক্তি সহযোগিতা পায় । এখানে তাদের আধার কার্ড হয় । রেশন কার্ড হয় । দেশের অন্যত্র গিয়ে এরা বিস্ফোরণ করে । দেশবিরোধী কাজের অনুপ্রেরণা এই রাজ্য থেকেই পাওয়া যায় ।’’

বন্দে ভারত এক্সপ্রেসে হামলা নিয়ে টুইট করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ এই ঘটনায় বিজেপিও জড়িয়ে থাকতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন ৷ এই নিয়ে দিলীপ ঘোষের কটাক্ষ, ‘‘মানুষের বুদ্ধি ভ্রষ্ট হলে এরকম কথা বলে । কমপক্ষে ঘটনার নিন্দা তো করুক । এদের সুর শুনে বোঝা যায়, নেপথ্যে কোনও ব্যাপার আছে ।’’

এদিকে সোমবার তৃণমূলের কংগ্রেসের তরফে দিদির সুরক্ষা কবচ নামে একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে ৷ যা নিয়ে দিলীপ ঘোষের বক্তব্য, ‘‘দিদি বক ধার্মিক । মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মুখ থেকে সত্যের বাণী শুনতে হবে, এটা তো একপ্রকার বিড়ম্বনা । সারাজীবন যিনি মিথ্যা বলায় রেকর্ড করেছেন, মিথ্যা ছাড়া কিছু বলেননি, দেশের একতা ও অখণ্ডতার বিরুদ্ধে কাজ করেছেন, তিনি সত্যের কথা বলছেন, এটা সত্যিই বিড়ম্বনা ।’’

আরও পড়ুন: বন্দে ভারতকে লক্ষ্য করে ছোড়া হল পাথর, ক্ষতিগ্রস্ত কাঁচের দরজা

Last Updated : Jan 3, 2023, 2:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.