মধ্যমগ্রাম, 5 অগাস্ট : রামের পুজোতে সম্প্রীতি ও একতার ছোঁয়া । হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষ একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রামের পুজো করে সম্প্রীতির বার্তা দিলেন । স্লোগান উঠল, "হিন্দু ও মুসলিম ভাই ভাই" । একসঙ্গে উঠল জয় শ্রীরাম ধ্বনিও । উত্তর 24 পরগনার মধ্যমগ্রামের ঘটনা । অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোর দিনে এমনই সম্প্রীতির বার্তা দিলেন তাঁরা ।
মধ্যমগ্রাম পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের নতুনপল্লি এলাকা । সংখ্যালঘু অধ্যুষিত এলাকা হিসেবেই পরিচিত । লকডাউনের মধ্যে এখানেই আয়োজন করা হয় রামের পুজোর । উদ্যোক্তা BJP-র সংখ্যালঘু সেল । রীতিমতো রাস্তার ধারে প্যান্ডেল করে মঞ্চ বেঁধে আয়োজিত হয় রামের পুজো । এই পুজোকে ঘিরে সকাল থেকেই এলাকায় ছিল মানুষের উন্মাদনা । পতাকা লাগানো, পুজোর ব্যবস্থা চলতে থাকে সমান তালে । এলাকার অনেক হিন্দু পরিবার অংশগ্রহণ করেছিল পুজোতে । বিশেষ করে মহিলাদের সক্রিয়তা ছিল নজর কাড়ার মতো । পুজোর ফল কাটা শুরু করে শঙ্খধ্বনি-সহ সবই চলে । পুজোর শেষে প্রসাদ ও লাড্ডু বিতরণ করা হয় ।
এদিকে, এই বিষয়ে BJP-র বারাসত সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের সভাপতি রাজীব খান কাজি নজরুলের কথা মনে করিয়ে দিয়ে বলেন, "আমরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান ।এই ভাবনাচিন্তা থেকেই বিশেষ এই দিনে রামের পুজোর আয়োজন করা হয়েছে । দীর্ঘ দিনের বিতর্কের অবসান ঘটিয়ে আজ অযোধ্যায় ভূমি পুজো হল । এটা সকলের কাছে আনন্দের বিষয় । অনেক মায়ের কোল খালি হয়েছে । তাই রাম ও রহিমের মধ্যে কোনও ভেদাভেদ নেই বলেই আমরা মনে করি । রাম রামের মতো চলবে । রহিম রহিমের মতো চলবে । তাই তো এই পুজোতে সবাই অংশগ্রহণ করেছিলেন ।"