দক্ষিণেশ্বর (উত্তর 24 পরগনা), 6 জুন: বালাসোরে ট্রেন দুর্ঘটনা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি নেতা সিদ্ধার্থ নাথ সিং ৷ তাঁর প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই তদন্ত নিয়ে আপত্তি তুলছেন কেন ? মঙ্গলবার দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে এসেছিলেন উত্তরপ্রদেশের এই বিজেপি ৷ পুজো দেওয়ার পর মন্দির চত্বরের বাইরে দাঁড়িয়ে এই প্রশ্ন তোলেন তিনি ৷
প্রসঙ্গত, গত শুক্রবার ওড়িশার বালাসোরে যে ট্রেন দুর্ঘটনা হয়েছে, তার তদন্তের দায়িত্ব সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে ভারতীয় রেল ৷ যদিও সিবিআই তদন্তের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই নিয়ে প্রশ্ন করা হয় সিদ্ধার্থ নাথ সিংকে ৷ তখনই তিনি মমতার সিবিআই তদন্তে কেন আপত্তি তা নিয়ে প্রশ্ন তোলেন ৷ পাশাপাশি তিনি টেনে আনেন 2010 সালে জ্ঞানেশ্বরী রেল দুর্ঘটনার কথা ৷ ওই দুর্ঘটনার সময় ভারতের রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই দুর্ঘটনার তদন্তভারও গিয়েছিল সিবিআইয়ের হাতে ৷ সেই প্রসঙ্গই তোলেন সিদ্ধার্থ নাথ ৷
উল্লেখ্য, সিদ্ধার্থ নাথ সিং এক সময় ছিলেন বঙ্গ বিজেপির পর্যবেক্ষক ৷ ফলে তিনি অধিকাংশ সময় বাংলাতেই থাকতেন ৷ তাই বঙ্গ রাজনীতি নিয়ে তিনি ওয়াকিবহাল এখনও সেই কারণে এদিন একাধিক ইস্যুতে তাঁকে পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেসের সমালোচনা করতে দেখা গিয়েছে ৷
সোমবার বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্য়ায়কে আটকানো ও তাঁকে ইডির নোটিশ দেওয়ার প্রসঙ্গে সিদ্ধার্থ নাথের বক্তব্য, মমতা-অভিষেক সব বিষয়ে রাজনীতি খোঁজেন ৷ তদন্তকারী সংস্থা তদন্ত করছে ৷ এই নিয়ে আপত্তি থাকলে সেই তদন্তকারী সংস্থার কাছে যাওয়া উচিত বা আদালতের দ্বারস্থ হওয়া উচিত ৷ এই নিয়ে যা খুশি মন্তব্য করা উচিত নয় বলেই তিনি মনে করেন ৷
সেই সঙ্গে তিনি রাজ্যে ক্রমশ বেড়ে চলা বোমা বিস্ফোরণ নিয়ে বলেন, "অন্য রাজ্যে বিরোধীদের সঙ্গে দেখা সাক্ষাৎ না করে নিজের রাজ্যে বোমা বিস্ফোরণ হচ্ছে কেন হচ্ছে, এই ঘটনা সেটা নিয়ে চিন্তা করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ কারণ উনি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ।"
আরও পড়ুন: তদন্ত শুরু সিবিআই'য়ের, ওড়িশা ট্রেন বিপর্যয়ে দায়ের হল এফআইআর