বরাহনগর, 2 নভেম্বর: পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) যত এগিয়ে আসছে, রাজনৈতিক নেতাদের গরম-গরম কথায় তেতে উঠছে রাজ্য রাজনীতি !এক্ষেত্রে শাসক ও বিরোধী, উভয়পক্ষের নেতারা কেউই কারও থেকে পিছিয়ে নেই ৷ যা নিয়ে বিতর্কও কম হচ্ছে না ৷ তারই মধ্য়ে পঞ্চায়েত নির্বাচনে 'আত্মরক্ষার্থে হাতে অস্ত্র তুলে নেওয়া'র নিদান দিলেন বিজেপি নেতা রাজু বন্দোপাধ্যায় (Raju Banerjee) ৷ দলের জাতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের (Dilip Ghosh) সামনেই এমন মন্তব্য করলেন তিনি ৷ বুধবার উত্তর 24 পরগনার বরাহনগরের টবিন রোডে জগদ্ধাত্রী পুজো (Jagadhatri Puja 2022) উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে হাজির হন রাজু, দিলীপরা ৷ সেখানেই দলীয় নেতা, কর্মী-সহ বাংলার মা-বোনেদের আত্মরক্ষার পাঠ দিলেন বিজেপি নেতা ৷
এদিন মঞ্চে দাঁড়িয়ে রাজু বন্দোপাধ্যায় বলেন,"পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল বোমা-গুলি নিয়ে নিজেদের মধ্যে মারামারি করে মরছে ৷ এই অবস্থায় আমাদের আত্মরক্ষার জন্য কী থাকবে? পঞ্চায়েত নির্বাচনে আত্মরক্ষার জন্য আমাদের হাতে থাকবে মায়ের দেওয়া ত্রিশূল ! তাই, সমস্ত মা-বোনেরা ঘরে ঘরে ত্রিশূল রাখুন নিজেদের আত্মরক্ষার স্বার্থে ৷ পশ্চিমবঙ্গের পরিস্থিতি এমনই হয়ে দাঁড়িয়েছে !"
আরও পড়ুন: রাজ্য সিএএ লাগু হওয়ার সম্ভাবনা কম, শুভেন্দুর উলটো সুর দিলীপের
বিজেপি নেতা রাজু বন্দোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে যখন অস্ত্র তুলে নেওয়ার নিদান দিচ্ছেন, তখন ঠিক তার উলটো দিকেই আরও একটি জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানে মাইক বেজে চলেছে সমান তালে ৷ সূত্রের দাবি, এই পুজোর আয়োজনে আবার রয়েছে রাজ্য়ের শাসক শিবির ৷ সেই অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক তাপস রায় হাজির হন ৷
একই সময় এভাবে দু'টি পুজোর অনুষ্ঠান হওয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন বিজেপি নেতা রাজু বন্দোপাধ্যায় ৷ তাঁর কথায়, "তৃণমূলের শাসনকালে বাংলায় কোনও শিষ্টাচার নেই ! সামাজিক সংস্কৃতি দিন দিন হারিয়ে যেতে বসেছে ৷ বাংলার সুস্থ সংস্কৃতি ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চেষ্টার কোনও খামতি রাখছেন না ৷ পশ্চিমবঙ্গ বাইরের কোনও রাজ্য নয় ৷ ভারতেরই একটি অঙ্গরাজ্য ৷ তাই এখানে রাজ্য়ের শাসকদলের কোনও আইন চলবে না ৷ ভারতেরই আইন প্রয়োগ হবে এখানে ৷ এখনও আসল যুদ্ধ বাকি রয়েছে !" তাই পঞ্চায়েত নির্বাচনে 'যুদ্ধের জন্য' সকলকে সংঘবদ্ধ হওয়ার আবেদন জানিয়েছেন রাজু ৷