বারাসত, 28 ফেব্রুয়ারি : জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনী প্রচারে শুক্রবার বারাসত আদালতে এসে তৃণমূল কংগ্রেসকে একহাত নিলেন রাজ্য বিজেপির সম্পাদক ও বিশিষ্ট আইনজীবী প্রিয়াঙ্কা টিউরেওয়াল (Priyanka Tibrewal at Barasat Court) । তিনি বলেন, "হাইকোর্টের নির্দেশে ভোট-পরবর্তী হিংসার মামলায় ভয় পেয়েছে শাসক দল । সেই কারণে তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়কে বলতে হচ্ছে, কোনও জায়গায় যেন আর নতুন করে ঝামেলা না হয় । এটা সম্ভব হয়েছে কেবলমাত্র আইনি লড়াইয়ের ফলেই (bjp leader priyanka tibrewal on post poll violence) ৷"
প্রিয়াঙ্কা টিউরেওয়ালের কথায়, "এক সময় ভোট-পরবর্তী হিংসা ক্রমশ যেখানে বাড়ছিল রাজ্যের বিভিন্ন জেলায় । সেখানে হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু হওয়ায় হিংসা কমেছে অনেকটাই । এখন চুপচাপ রয়েছে শাসক দল ৷" তবে, আদালতের নির্দেশের পরও অনেক জায়গায় এখনও ঘরছাড়াদের ঘরে ফেরাতে পুলিশ প্রশাসন উদ্যোগী হচ্ছে না বলে অভিযোগ বিজেপি নেত্রীর । এই বিষয়ে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ফের কলকাতা হাইকোর্টে মামলা করারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি । যদিও প্রিয়াঙ্কা টিউরেওয়াল প্রচার করেও ছন্নছাড়া বিজেপিকে অক্সিজেন দিতে পারবে না-বলে দাবি তৃণমূলের আইনজীবী সেলের ।
করোনা আবহে দু'দিন বাদেই নির্বাচন উত্তর 24 পরগনা জেলা বার অ্যাসোসিয়েশনের (Barasat Bar Association Election) । নির্বাচনে অংশগ্রহণ করছে বাম ও ডান সবপক্ষই । তৃণমূল ও বিজেপি আইনজীবী সেল এককভাবে লড়াই করলেও বরাবরের মতো এবারও সিপিএম এবং কংগ্রেস এই নির্বাচনে লড়াই করছে জোটবদ্ধভাবে । পদাধিকারী, বারের এক্সিকিউটিভ মেম্বার মিলিয়ে মোট 13টি আসনে ইতিমধ্যে তৃণমূল, বাম-কংগ্রেস এবং বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করেছে । গতবার জেলা বার অ্যাসোসিয়েশন দখল করেছিল বাম গণতান্ত্রিক মোর্চা আইনজীবী সেল ।
সিপিএম ও কংগ্রেস জোটবদ্ধভাবে লড়াই করে তৃণমূলের থেকে বারের ক্ষমতা ছিনিয়ে নিয়েছিল । সিপিএম ও কংগ্রেস জোট যেখানে সাতটি আসন পেয়েছিল । সেখানে রাজ্যের শাসকদল তাদের থেকে মাত্র একটি আসন কম পেয়েছিল । বিজেপি লড়াই করলেও সেভাবে দাগ কাটতে পারেনি । এবার তো গেরুয়া শিবিরের অবস্থা রীতিমতো ছন্নছাড়া । যেভাবে দলের অন্দরে বিদ্রোহ মাথাচাড়া দিচ্ছে, তাতে কতটা লড়াই দেওয়া সম্ভব হবে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে আইনজীবী মহলে ।
যদিও বিদ্রোহের মাঝেও জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে লড়াই দিতে মরিয়া বিজেপি নেতৃত্ব । সেই কারণে প্রচারে কোনও রকম খামতি রাখতে চাইছেন না তারা । তারই অঙ্গ হিসেবে এদিন দুপুরে দলীয় প্রার্থীদের সমর্থনে বারাসত আদালতে প্রচারে আসেন বিজেপি নেত্রী তথা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী প্রিয়াঙ্কা টিউরেওয়াল । আদালতের আইনজীবীদের কাছে ভোট প্রার্থনা করার পাশাপাশি তাঁদের সঙ্গে কুশল বিনিময়ও করেন তিনি । এদিন প্রিয়াঙ্কার সঙ্গে দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র ।
সেখানেই দলীয় প্রার্থী তথা আইনজীবীদের উদ্দেশ্যে প্রিয়াঙ্কা বার্তা দেন, "ভোটে হার-জিত থাকবেই । কিন্তু একজন আইনজীবী হিসেবে নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে হবে সকলকে । তাহলেই সমাজে প্রকৃত মানুষ হিসেবে নিজেকে তুলে ধরা যাবে । যেটা আমি করে থাকি সর্বদা ৷"
তৃণমূল বিধায়ক মদন মিত্রের প্রসঙ্গ উঠতেই প্রিয়াঙ্কা বলেন, "একজন অশিক্ষিত মানুষের সঙ্গে আমার তুলনা টানবেন না । যিনি ফুল ছিঁড়ে, পার্টিতে মদ খেয়ে, সোফায় মেয়েদের সঙ্গে বসে থাকেন তাঁর বিষয়ে কোনও কথা বলতে আমার বিবেকে লাগে । তাই, কোনও উত্তর দেব না ৷"
যদিও, প্রিয়াঙ্কা টিউরেওয়ালের প্রচারকে গুরুত্ব দিতে নারাজ বারাসত আদালতের তৃণমূল আইনজীবী সেল । মনোজ প্রামাণিক নামে এক আইনজীবী বলেন, "এখানে সিপিএম, কংগ্রেস কিংবা বিজেপি কেউই কোনও ফ্যাক্টর নয় । লড়াইয়ের দিক থেকে অনেকটাই এগিয়ে তৃণমূল । তাই কে প্রচারে এলেন, সে নিয়ে আমরা ভাবছি না । জেলা বার দখল করবে তৃণমূল আইনজীবী সেলই ৷"