অশোকনগর , 26 জুন : দীর্ঘদিনের প্রণয়ের সম্পর্ক ছিল অশোকনগরের দুই যুবক-যুবতীর ৷ দেড় বছর আগে আইনি বিয়ে করলেও সামাজিক বিয়েতে রাজি হয়নি ওই যুবক । বাধ্য হয়ে শুক্রবার তার অশোকনগরের 2 নম্বর ওয়ার্ডের বাড়িতে হাজির হন যুবতী । ওই যুবতীর অভিযোগের ভিত্তিতে যুবককে গ্রেফতার করেছে অশোকনগর থানার পুলিশ । পুলিশ জানিয়েছে ধৃতের নাম পাপন সরকার । পেশায় আইনজীবী । এলাকায় তিনি বিজেপি নেতা হিসেবে পরিচিত ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অশোকনগর মানিকতলার এক যুবতীর সঙ্গে দীর্ঘদিনের প্রণয়ের সম্পর্ক ছিল পাপনের । দেড় বছর আগে ওই যুবতীর সঙ্গে রেজিস্ট্রি বিয়ে করে পাপন । কিন্তু সামাজিক বিয়ে করতে রাজি হচ্ছিলেন না তিনি । সম্প্রতি পাপন ওই যুবতীর সঙ্গেও যোগাযোগও রাখছিল না বলে অভিযোগ ।
যুবতী তাঁর পরিবারের সদস্যদের নিয়ে শুক্রবার রাতে পাপনের বাড়িতে যান । সেই সময় তাঁদের দেখে পাপন বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে । স্থানীয়রা তাঁকে ধরে ফেলেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । স্থানীয়দের অভিযোগ, ওই যুবতীর থেকে টাকা নিয়ে তাঁকে দীর্ঘদিন ধরে ঠকাচ্ছে পাপন । তাঁরা আরও অভিযোগ করেন, পাপন এলাকার মেয়ে ও মহিলাদের উত্ত্যক্ত করে এবং কু-প্রস্তাব দেয় ।
আরও পড়ুন : ব্যক্তিগত কেচ্ছায় কি বিরক্ত বঙ্গের রাজনীতি ?
ওই যুবতী পাপনের বিরুদ্ধে অশোকনগর থানায় প্রতারণা ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ দায়ের করেন । সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে পাপনকে গ্রেফতার করে অশোকনগর থানার পুলিশ । শনিবার তাকে বারাসত আদালতে তোলা হয় ৷ তার দু‘দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ।