ব্যারাকপুর, 5 অক্টোবর : টিটাগড়ের BJP দলীয় কার্যালয়ের সামনে টিটাগড় পৌরসভার বিদায়ি কাউন্সিলর ও স্থানীয় BJP নেতা মণীশ শুক্লাকে কয়েকজন দুষ্কৃতী গুলি করে চম্পট দেয় । তড়িঘড়ি তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করার পর সেখানেই তাঁর মৃত্যু হয় । আর এই খবর পৌঁছাতেই উত্তপ্ত হয়ে ওঠে টিটাগড় ।
রবিবার রাত আটটা নাগাদ দলীয় কার্যালয়ের সামনে গল্প করছিলেন BJP নেতা মণীশ শুক্লা । সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাঁকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায় । গুরুতর জখম অবস্থায় ভরতি করা হয় একটি বেসরকারি হাসপাতালে । সেখানেই রাত সাড়ে দশটা নাগাদ মৃত্যু হয় তাঁর । এরপরই শুরু হয় BJP সমর্থকদের বিক্ষোভ । এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি ।
BJP-র অভিযোগ, শাসকদলই এই কাজ করেছে । BJP-র দাবি, তৃণমূলে থাকাকালীন মণীশ শুক্লার বিরোধী গোষ্ঠীরাই হামলা করেছে । যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করে বলে, BJP-রই কাজ । তাদের বিরুদ্ধে মিথ্যে দোষারোপ করছে । BJP-র রাজ্য পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় মণীশ শুক্লার খুনে CBI তদন্তের দাবি জানিয়েছেন । দলীয় নেতা খুনের প্রতিবাদে আজ 12 ঘণ্টা ব্যারাকপুর মহকুমা বনধের ডাক দিয়েছে BJP ।
ব্যারাকপুরে BJP নেতা মণীশ শুক্লা পরিচিত মুখ । মণীশবাবু ব্যারাকপুর আদালতের আইনজীবী। আগে তৃণমূল করতেন । সাংসদ অর্জুন সিংয়ের দেখাদেখি তিনিও নাম লেখান গেরুয়া শিবিরে । টিটাগড়ে তাঁর প্রভাবও ছিল বেশ ভালো । নির্বাচনে পথের কাঁটা সরাতেই কি BJP নেতা মণীশ শুক্লাকে খুন হতে হল, প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে ।