ETV Bharat / state

"BJP গল্প তৈরি করছে", গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ উড়িয়ে দাবি জ্যোতিপ্রিয়র - sashan

শাসনে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ উড়িয়ে দিলেন উত্তর 24 পরগনা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক । তিনি বলেন, এখন যে কোনও কারণে, যাই হোক, ঢিল পড়লেও তৃণমূলকে দোষ দেওয়া হচ্ছে ।

জ্যোতিপ্রিয় মল্লিক
author img

By

Published : Aug 25, 2019, 5:08 PM IST

Updated : Aug 25, 2019, 8:18 PM IST

বারাসত, 25 অগাস্ট : শাসনে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ উড়িয়ে দিলেন উত্তর 24 পরগনা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক । তিনি বলেন, "এখন যে কোনও কারণে, যাই হোক, ঢিল পড়লেও তৃণমূলকে দোষ দেওয়া হচ্ছে । কারা দিচ্ছে? BJP, CPI(M) ও কংগ্রেস । গতকাল থেকেই আমি শাসনের ঘটনার দিকে নজর রেখেছি । ঘটনার সঙ্গে তৃণমূলের কোন‌ও যোগ নেই ।" তিনি আরও বলেন, "বারাসত 2 নম্বর ব্লকের 7টি পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে । আমাদের যেখানে সব পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখলে রয়েছে সেখানে আমরা লড়াই করতে যাব কেন?"

বিরোধীদের দিকে অভিযোগ তুলে জ্যোতিপ্রিয় বলেন, "এখন বিরোধীদের শাসনে ঢুকতে হবে । BJP-র হাত ধরে CPI(M) ঢোকার চেষ্টা করছে । সেই জায়গায় যদি লড়াই হয় সেটা একটা ব্যাপার । ঝামেলা করে ঢোকার চেষ্টা করছে । আমাদের একটা লোকেরও এতে যোগ নেই । আমাদের শাসন নিয়ে লড়াই করারও দরকার নেই । এখন যদি BJP ভেড়ির দখলদারি নিতে যায় সেখানে লড়াই হতে পারে । ভেড়ির টাকার একটা অংশ গরিব মানুষদের দেওয়া হয় । এখন BJP যদি মনে করে গরির মানুষের সেই টাকার দখল নিতে হবে, তার জন্য শাসনে লড়াই হতে পারে । তার জন্য গ্রামবাসীরাই যথেষ্ট । আমাদের কিছু করতে হবে না ।"

শাসনের একদা বেতাজ বাদশা মজিদ মাস্টারের নাম উল্লেখ করে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "তাঁকে শাসন ছাড়া করা হয়েছে । অত্যাচারিত গ্রামবাসীরা তাঁকে শাসন থেকে বিতাড়িত করেছে । আমাদের দলের মধ্যে কোনও কোন্দল নেই । BJP নতুন করে গল্প তৈরি করছে । ভালো গল্প না হলে বিষয়টাও জমে না । ওরা এখন শাসন নিয়ে সেটাই করছে ।"

শুনুন বক্তব্য

জ্যোতিপ্রিয়র অভিযোগ খারিজ করে পালটা BJP-র জেলা সহ-সভাপতি শংকর দাস বলেন, "নিজেদের দোষ ঢাকতেই এই ধরনের অভিযোগ করা হচ্ছে । ওখানকার মানুষ‌ই তো বলছে, ঘটনার পিছনে তৃণমূলের দুই গোষ্ঠী রয়েছে । এখানে কোথা থেকে BJP এল সেটা বুঝতে পারছি না । আসলে BJP ভূত তাড়া করে বেড়াচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিককে । তাই সব কিছুতেই আমাদের টেনে আনা ওনার অভ্যাস হয়ে গেছে । গল্প তৈরি করতে ওনার চেয়ে বড় আর কেউ নেই ।"

বারাসত, 25 অগাস্ট : শাসনে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ উড়িয়ে দিলেন উত্তর 24 পরগনা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক । তিনি বলেন, "এখন যে কোনও কারণে, যাই হোক, ঢিল পড়লেও তৃণমূলকে দোষ দেওয়া হচ্ছে । কারা দিচ্ছে? BJP, CPI(M) ও কংগ্রেস । গতকাল থেকেই আমি শাসনের ঘটনার দিকে নজর রেখেছি । ঘটনার সঙ্গে তৃণমূলের কোন‌ও যোগ নেই ।" তিনি আরও বলেন, "বারাসত 2 নম্বর ব্লকের 7টি পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে । আমাদের যেখানে সব পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখলে রয়েছে সেখানে আমরা লড়াই করতে যাব কেন?"

বিরোধীদের দিকে অভিযোগ তুলে জ্যোতিপ্রিয় বলেন, "এখন বিরোধীদের শাসনে ঢুকতে হবে । BJP-র হাত ধরে CPI(M) ঢোকার চেষ্টা করছে । সেই জায়গায় যদি লড়াই হয় সেটা একটা ব্যাপার । ঝামেলা করে ঢোকার চেষ্টা করছে । আমাদের একটা লোকেরও এতে যোগ নেই । আমাদের শাসন নিয়ে লড়াই করারও দরকার নেই । এখন যদি BJP ভেড়ির দখলদারি নিতে যায় সেখানে লড়াই হতে পারে । ভেড়ির টাকার একটা অংশ গরিব মানুষদের দেওয়া হয় । এখন BJP যদি মনে করে গরির মানুষের সেই টাকার দখল নিতে হবে, তার জন্য শাসনে লড়াই হতে পারে । তার জন্য গ্রামবাসীরাই যথেষ্ট । আমাদের কিছু করতে হবে না ।"

শাসনের একদা বেতাজ বাদশা মজিদ মাস্টারের নাম উল্লেখ করে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "তাঁকে শাসন ছাড়া করা হয়েছে । অত্যাচারিত গ্রামবাসীরা তাঁকে শাসন থেকে বিতাড়িত করেছে । আমাদের দলের মধ্যে কোনও কোন্দল নেই । BJP নতুন করে গল্প তৈরি করছে । ভালো গল্প না হলে বিষয়টাও জমে না । ওরা এখন শাসন নিয়ে সেটাই করছে ।"

শুনুন বক্তব্য

জ্যোতিপ্রিয়র অভিযোগ খারিজ করে পালটা BJP-র জেলা সহ-সভাপতি শংকর দাস বলেন, "নিজেদের দোষ ঢাকতেই এই ধরনের অভিযোগ করা হচ্ছে । ওখানকার মানুষ‌ই তো বলছে, ঘটনার পিছনে তৃণমূলের দুই গোষ্ঠী রয়েছে । এখানে কোথা থেকে BJP এল সেটা বুঝতে পারছি না । আসলে BJP ভূত তাড়া করে বেড়াচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিককে । তাই সব কিছুতেই আমাদের টেনে আনা ওনার অভ্যাস হয়ে গেছে । গল্প তৈরি করতে ওনার চেয়ে বড় আর কেউ নেই ।"

Intro:শাসনে তৃনমূল দলের কোন‌ও কোন্দল নেই। বিরোধীরা গল্প তৈরি করছে। আসলে বিজেপির হাত ধরে সিপিএম এখন শাসনে ঢুকতে চাইছে। সেখানে কোন‌ও লড়াই হলে সেটা অন্য কথা। গতকালের ঘটনার সঙ্গে আমাদের দলের কোন‌ও যোগ নেই। সাংবাদিকদের সামনে এমনই মন্তব্য করলেন তৃনমূলের উত্তর ২৪ পরগনা জেলার সভাপতি ও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।Body:রাজু বিশ্বাস,বারাসত:-শাসনে তৃনমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ উড়ালেন উত্তর ২৪ পরগনা জেলা তৃনমূলের সভাপতি ও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি সাংবাদিকদের বলেন,"এখন যে কোনও কারনে যাই হোক,ঢিল পড়লেও তৃনমূলকে দোষ দেওয়া হচ্ছে।কারা দিচ্ছে?বিজেপি, সিপিএম ও কংগ্রেস। গতকাল থেকেই আমি শাসনের ঘটনা প্রবাহের দিকে নজর রেখেছি। ঘটনার সঙ্গে তৃনমূল দলের কোন‌ও যোগ নেই"। তিনি আরও বলেন,"বারাসত ২ নম্বর ব্লকের ৭টি পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি তৃনমূলের দখলে। আমাদের যেখানে সব পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখলে রয়েছে, সেখানে আমরা লড়াই করতে যাব কেন?এরপর‌ই বিরোধীদের দিকে অভিযোগ তুলে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন,"এখন বিরোধীদের শাসনে ঢুকতে হবে! বিজেপির হাত ধরে সিপিএম ঢোকার চেষ্টা করছে।সেই জায়গায় যদি লড়াই হয়,সেটা একটা ব‍্যাপার!বিজেপি, সিপিএম ও কংগ্রেসের ভেড়ির দখলদারি নিতে হবে! সেখানে লড়াই হতে পারে"। আমরা ভেড়ির টাকার একটা অংশ গরিব মানুষের মধ্যে বন্টন করে থাকি!এখন বিজেপির যদি মনে হয়,গরির মানুষের সেই টাকার দখল নিতে হবে, তারজন্য শাসনে ঢুকে লড়াই করতে হবে, তারজন্য গ্রামবাসীরাই যথেষ্ট। আমাদের কিছু করতে হবেনা"। শাসনের একদা দোদণ্ড প্রতাপ নেতা মজিদ মাস্টারের উল্লেখ করে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন,"তাকে আমাদের দরকার ছিল,সেই মজিদ মাস্টারকে শাসন ছাড়া করা হয়েছে।অত‍্যাচারিত গ্রামবাসীরাই তাকে শাসন থেকে বিতাড়িত করেছে। আমাদের দলের মধ্যে কোনও কোন্দল নেই! বিজেপি নতুন করে গল্প তৈরি করছে। ভালো গল্প না হলে বিষয়টাও জমেনা।ওরা এখন শাসন নিয়ে সেটাই করছে।Conclusion:যদিও, জ্যোতিপ্রিয়র অভিযোগ খন্ডন করে পাল্টা বিজেপির জেলা সহ-সভাপতি শঙ্কর দাস বলেন, নিজেদের দোষ ঢাকতেই এই ধরনের অভিযোগ করা হচ্ছে।ওখানকার মানুষ‌ই তো বলছে,ঘটনার পিছনে তৃনমূলের দুই গোষ্ঠী রয়েছে। এখানে কোথা থেকে বিজেপি আসল,সেটা বুঝতে পারছি না। আসলে বিজেপি ভূত তাড়াতে করে বেড়াচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিককে।তাই, সবকিছুতেই আমাদেরকে টেনে আনা ওনার অভ‍্যাস হয়ে গেছে।গল্প তৈরি করতে ওনার চেয়ে বড় আর কেউ নেই।
Last Updated : Aug 25, 2019, 8:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.