ETV Bharat / state

Panchayat Elections 2023: আগে সুষ্ঠু ভোট পরে মিষ্টি, তৃণমূল প্রার্থীর সৌজন্যে 'না' বিজেপি প্রার্থীর

আগে সুষ্ঠু ভোট, পরে মিষ্টিমুখ। বিজেপি প্রার্থীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে হোঁচট খেলেন তৃণমূল প্রার্থী ও বিধায়ক। বিধায়কের মুখের উপর 21-র ভোট পরবর্তী হিংসার কথা শুনিয়ে দিলেন বিজেপি প্রার্থী।

Etv Bharat
সৌজন্য দেখাতে গিয়ে হোঁচট তৃণমূল প্রার্থীর
author img

By

Published : Jun 19, 2023, 9:50 PM IST

Updated : Jun 20, 2023, 11:17 AM IST

সৌজন্য দেখাতে গিয়ে হোঁচট তৃণমূল প্রার্থীর

দত্তপুকুর, 19 জুন: শুভেচ্ছায় না ৷ আগে শান্তিপূর্ণ ভোট, পরে সৌজন্য ৷ প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে নিজের ব্যক্তিগত মোবাইল নম্বর দিয়ে আশ্বস্ত করলেন তৃণমূল বিধায়ক ৷ বিজেপি প্রার্থীর বাড়িতে ফুলের তোড়া এবং মিষ্টি নিয়ে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী তথা বিধায়ক নারায়ণ গোস্বামী। কিন্তু, সেই শুভেচ্ছা বিনিময় আদৌ সুখকর হল না তৃণমূল প্রার্থীর কাছে। কার্যত প্রচারের প্রথমদিনই হোঁচট খেতে হল তৃণমূল প্রার্থীকে। তাঁর দেওয়া ফুলের তোড়া গ্রহণ করলেও মিষ্টির প‍্যাকেটে কিন্তু হাতই ছোঁয়ালেন না বিজেপি প্রার্থী সোমনাথ দাস। উলটে, তৃণমূলের জনপ্রতিনিধিকে মনে করালেন, 21 সালের ভোট পরবর্তী হিংসার কথা। বিজেপি প্রার্থীর স্পষ্ট দাবি, 'আগে শান্তিপূর্ণ ভোট। পরে মিষ্টি ৷'

সৌজন্য বিনিময়ে গিয়ে রীতিমতো অস্বস্তির মুখে পড়তে হয় তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামীকে। শেষে নিজের ব‍্যাক্তিগত ফোন নম্বর দিয়ে তিনি বিজেপি প্রার্থীকে আশ্বস্ত করে বলেন, "সমস্যা হলে যোগাযোগ করবেন ৷ আমার সঙ্গে ৷" বিরোধী প্রার্থীর প্রচারে যাতে কোনও বাধা না-আসে তারও নিশ্চয়তা দেন তিনি। যদিও তাতে কতটা কাজ হবে তা নিয়ে সন্দেহ রয়েছে বিজেপি প্রার্থীর মনে। উত্তর 24 পরগনা জেলা পরিষদের 25 নম্বর আসন থেকে এবারে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিদায়ী বোর্ডের পূর্ত ও পরিবহণ কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী। গতবার ইছাপুর নীলগঞ্জ পঞ্চায়েত এলাকা থেকে তিনি লড়াই করলেও এবার কিন্তু তৃণমূলের এই হেভিওয়েট নেতা লড়ছেন দত্তপুকুর এক, দুই এবং কাশিমপুর পঞ্চায়েত এলাকা থেকে। নারায়ণবাবুর বিপরীতে এই আসন থেকে লড়াই করছেন সিপিএমের চন্দন কুমার ঘোষ ও বিজেপির সোমনাথ দাস।

এছাড়াও বিএসপি-সহ অন্য কয়েকটি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলাপরিষদের 25 নম্বর আসন থেকে। যদিও এদের থেকে কয়েক কদম এগিয়ে তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী। তবু প্রচারে কোনও ঘাটতি রাখতে চান না তিনি। তাই সদলবলে সোমবার বিড়া জয়পুলে প্রচার সারেন তৃণমূল প্রার্থী। প্রথমেই তিনি যান স্থানীয় একটি দরগাহে। সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে মতবিনিময় করেন নারায়ণ। এরপর তিনি সোজা চলে যান জাগ্রত একটি মায়ের মন্দিরে। সেখানে পুজো দেওয়ার পর ফুলের স্তবক এবং মিষ্টি নিয়ে সটান হাজির হয়ে যান তাঁর নিকট প্রতিদ্বন্দ্বী সিপিএম ও বিজেপি প্রার্থীর বাড়িতে।

সিপিএম প্রার্থী চন্দন কুমার ঘোষ হাসিমুখে তৃণমূল প্রার্থীর দেওয়া ফুলের তোড়া, মিষ্টির প‍্যাকেট গ্রহণ করলেও বিজেপি প্রার্থীর ক্ষেত্রে কিন্তু হোঁচট খেতে হয়েছে তাঁকে। বহু আকুতির পরও তৃণমূল প্রার্থীর দেওয়া মিষ্টির প‍্যাকেট গ্রহণ করেননি বিজেপি প্রার্থী সোমনাথ দাস। এই বিষয়ে তিনি বলেন, "21-র ভোট পরবর্তী হিংসা এখনও তাজা রয়েছে আমার মনে। সেই সময় আমার বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়েছিল। পরিবার নিয়ে যথেষ্ট আতঙ্কের মধ্যে থাকতে হয়েছে। পুলিশ প্রশাসনের কোনও সহযোগিতা পাইনি। তার মানে এই নয় যে বিজেপির প্রার্থী নেই। উনি বিধায়ক হিসেবে সৌজন্য বিনিময় করতে এসেছেন ভালো কথা। কিন্তু, সুস্থ পরিবেশে শান্তিপূর্ণ ভোট চাই। সেই দাবিই রেখেছি ওঁর কাছে। যদি উনি এটা করে দেখাতে পারেন তাহলে আমি নিজেই ওনার বাড়িতে ফুল,মিষ্টি নিয়ে যাব।"

আরও পড়ুন: মতুয়াদের হেনস্তা-সহ একাধিক অভিযোগে অভিষেকের বিরুদ্ধে মামলা শান্তনুর

এদিকে, বিষয়টিকে হোঁচট কিংবা অস্বস্তি।এভাবে ভাবতে রাজি নন তৃণমূল প্রার্থী ও অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। তাঁর কথায়, "আমরা কোনও আত্মীয়ের বাড়িতে গেলে সাধারণত মিষ্টি নিয়ে যাই।এখানেও ঠিক তাই করেছি আমি।এবার গ্রহণ করা না করা সেটা একান্তই যার যার ব‍্যাক্তিগত বিষয়। সেখানে তো আমি জোর করতে পারিনা। অভিষেক বন্দোপাধ্যায়ের স্পষ্ট নির্দেশ রয়েছে রক্তপাতহীন নির্বাচন করাতে হবে।সেটা নিয়ে আমাদের কারোর কোনও দ্বিমত নেই।এখানে অভাব ও শান্তিপূর্ণ ভোট করাতে বদ্ধপরিকর। সেই বার্তাও দিয়েছি দলের কাছে ৷"

সৌজন্য দেখাতে গিয়ে হোঁচট তৃণমূল প্রার্থীর

দত্তপুকুর, 19 জুন: শুভেচ্ছায় না ৷ আগে শান্তিপূর্ণ ভোট, পরে সৌজন্য ৷ প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে নিজের ব্যক্তিগত মোবাইল নম্বর দিয়ে আশ্বস্ত করলেন তৃণমূল বিধায়ক ৷ বিজেপি প্রার্থীর বাড়িতে ফুলের তোড়া এবং মিষ্টি নিয়ে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী তথা বিধায়ক নারায়ণ গোস্বামী। কিন্তু, সেই শুভেচ্ছা বিনিময় আদৌ সুখকর হল না তৃণমূল প্রার্থীর কাছে। কার্যত প্রচারের প্রথমদিনই হোঁচট খেতে হল তৃণমূল প্রার্থীকে। তাঁর দেওয়া ফুলের তোড়া গ্রহণ করলেও মিষ্টির প‍্যাকেটে কিন্তু হাতই ছোঁয়ালেন না বিজেপি প্রার্থী সোমনাথ দাস। উলটে, তৃণমূলের জনপ্রতিনিধিকে মনে করালেন, 21 সালের ভোট পরবর্তী হিংসার কথা। বিজেপি প্রার্থীর স্পষ্ট দাবি, 'আগে শান্তিপূর্ণ ভোট। পরে মিষ্টি ৷'

সৌজন্য বিনিময়ে গিয়ে রীতিমতো অস্বস্তির মুখে পড়তে হয় তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামীকে। শেষে নিজের ব‍্যাক্তিগত ফোন নম্বর দিয়ে তিনি বিজেপি প্রার্থীকে আশ্বস্ত করে বলেন, "সমস্যা হলে যোগাযোগ করবেন ৷ আমার সঙ্গে ৷" বিরোধী প্রার্থীর প্রচারে যাতে কোনও বাধা না-আসে তারও নিশ্চয়তা দেন তিনি। যদিও তাতে কতটা কাজ হবে তা নিয়ে সন্দেহ রয়েছে বিজেপি প্রার্থীর মনে। উত্তর 24 পরগনা জেলা পরিষদের 25 নম্বর আসন থেকে এবারে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিদায়ী বোর্ডের পূর্ত ও পরিবহণ কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী। গতবার ইছাপুর নীলগঞ্জ পঞ্চায়েত এলাকা থেকে তিনি লড়াই করলেও এবার কিন্তু তৃণমূলের এই হেভিওয়েট নেতা লড়ছেন দত্তপুকুর এক, দুই এবং কাশিমপুর পঞ্চায়েত এলাকা থেকে। নারায়ণবাবুর বিপরীতে এই আসন থেকে লড়াই করছেন সিপিএমের চন্দন কুমার ঘোষ ও বিজেপির সোমনাথ দাস।

এছাড়াও বিএসপি-সহ অন্য কয়েকটি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলাপরিষদের 25 নম্বর আসন থেকে। যদিও এদের থেকে কয়েক কদম এগিয়ে তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী। তবু প্রচারে কোনও ঘাটতি রাখতে চান না তিনি। তাই সদলবলে সোমবার বিড়া জয়পুলে প্রচার সারেন তৃণমূল প্রার্থী। প্রথমেই তিনি যান স্থানীয় একটি দরগাহে। সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে মতবিনিময় করেন নারায়ণ। এরপর তিনি সোজা চলে যান জাগ্রত একটি মায়ের মন্দিরে। সেখানে পুজো দেওয়ার পর ফুলের স্তবক এবং মিষ্টি নিয়ে সটান হাজির হয়ে যান তাঁর নিকট প্রতিদ্বন্দ্বী সিপিএম ও বিজেপি প্রার্থীর বাড়িতে।

সিপিএম প্রার্থী চন্দন কুমার ঘোষ হাসিমুখে তৃণমূল প্রার্থীর দেওয়া ফুলের তোড়া, মিষ্টির প‍্যাকেট গ্রহণ করলেও বিজেপি প্রার্থীর ক্ষেত্রে কিন্তু হোঁচট খেতে হয়েছে তাঁকে। বহু আকুতির পরও তৃণমূল প্রার্থীর দেওয়া মিষ্টির প‍্যাকেট গ্রহণ করেননি বিজেপি প্রার্থী সোমনাথ দাস। এই বিষয়ে তিনি বলেন, "21-র ভোট পরবর্তী হিংসা এখনও তাজা রয়েছে আমার মনে। সেই সময় আমার বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়েছিল। পরিবার নিয়ে যথেষ্ট আতঙ্কের মধ্যে থাকতে হয়েছে। পুলিশ প্রশাসনের কোনও সহযোগিতা পাইনি। তার মানে এই নয় যে বিজেপির প্রার্থী নেই। উনি বিধায়ক হিসেবে সৌজন্য বিনিময় করতে এসেছেন ভালো কথা। কিন্তু, সুস্থ পরিবেশে শান্তিপূর্ণ ভোট চাই। সেই দাবিই রেখেছি ওঁর কাছে। যদি উনি এটা করে দেখাতে পারেন তাহলে আমি নিজেই ওনার বাড়িতে ফুল,মিষ্টি নিয়ে যাব।"

আরও পড়ুন: মতুয়াদের হেনস্তা-সহ একাধিক অভিযোগে অভিষেকের বিরুদ্ধে মামলা শান্তনুর

এদিকে, বিষয়টিকে হোঁচট কিংবা অস্বস্তি।এভাবে ভাবতে রাজি নন তৃণমূল প্রার্থী ও অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। তাঁর কথায়, "আমরা কোনও আত্মীয়ের বাড়িতে গেলে সাধারণত মিষ্টি নিয়ে যাই।এখানেও ঠিক তাই করেছি আমি।এবার গ্রহণ করা না করা সেটা একান্তই যার যার ব‍্যাক্তিগত বিষয়। সেখানে তো আমি জোর করতে পারিনা। অভিষেক বন্দোপাধ্যায়ের স্পষ্ট নির্দেশ রয়েছে রক্তপাতহীন নির্বাচন করাতে হবে।সেটা নিয়ে আমাদের কারোর কোনও দ্বিমত নেই।এখানে অভাব ও শান্তিপূর্ণ ভোট করাতে বদ্ধপরিকর। সেই বার্তাও দিয়েছি দলের কাছে ৷"

Last Updated : Jun 20, 2023, 11:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.