বারাসত, 30 ডিসেম্বর : লক্ষ্য বিধানসভা নির্বাচন । সেদিকে নজর রেখে দলের অন্তর্দ্বন্দ্ব ঠেকাতে ও সাংসদ শান্তনু ঠাকুরের মান ভাঙাতে উদ্যোগী বঙ্গ বিজেপি । অবশেষে ভাঙা হল বিজেপির বারাসত সাংগঠনিক জেলা । তৈরি হল নতুন বনগাঁ সাংগঠনিক জেলা । বিজেপির নবগঠিত বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি করা হয়েছে শান্তনুর অনুগামী মনস্পতি দেবকে । অবশিষ্ট বারাসত সাংগঠনিক জেলার সভাপতি পদে অবশ্য শংকর চট্টোপাধ্যায় বহাল রয়েছেন ।
আরও পড়ুন : জানুয়ারিতে ঠাকুরবাড়িতে শাহ, কথা হবে সিএএ নিয়ে; জানালেন শান্তনু
গত লোকসভা নির্বাচনে উত্তর 24 পরগনা জেলার পাঁচটি লোকসভার মধ্যে বনগাঁ ও ব্যারাকপুরে জয়লাভ করে বিজেপি । বনগাঁয় সাংসদ নির্বাচিত হন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর । বনগাঁ লোকসভা কেন্দ্রটি বিজেপির বারাসত সাংগঠনিক জেলার অন্তর্ভুক্ত । দলের জেলা সভাপতি শংকর চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রথম দিন থেকেই বিবাদ শুরু হয় শান্তনুর । পরস্পরের মুখ দেখাও বন্ধ হয়ে যায় । শংকরের অপসারণ দাবি করে বিজেপির কর্মীদের একাংশ শান্তনুর কাছে স্মারকলিপিও জমা দেয় । শান্তনু তা দলের কেন্দ্রীয় কমিটির কাছে পাঠিয়ে দেন । শান্তনুর অনুগামী ডাক্তার মনস্পতি দেবও বিভিন্ন সময়ে নাম না-করে সোশাল মিডিয়ায় শংকরের বিরুদ্ধে বিভিন্ন অকথা-কুকথা পোস্ট করেছেন । শংকর বনগাঁয় কোনও কর্মসূচি ঘোষণা করলে সেখানে থাকতেন না শান্তনু অনুগামীরা । আবার বারাসতে শান্তনুর কর্মসূচিতে শংকরও গরহাজির থাকতেন । শংকর ও শান্তনুর কাদা ছোড়াছুড়ি বিধানসভা নির্বাচনের আগে বিজেপির রাজ্য নেতৃত্বের কাছে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল । সঙ্গে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রয়োগ নিয়েও শান্তনু সুর চড়ান । অবশেষে রবিবার রাতে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাজারহাটের একটি হোটেলে শান্তনুকে ডেকে দলের লক্ষ্য বোঝানোর চেষ্টা করেন । শান্তনুও তাঁর কাছে কিছু দাবি জানান । সিদ্ধান্ত হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মতুয়াদের নাগরিকত্বের বিষয়টি দেখবেন । দলের জেলা সভাপতি শংকরের সঙ্গে শান্তনুর বিরোধ মেটাতে শেষ পর্যন্ত বারাসত সাংগঠনিক জেলাও ভেঙে দিল বিজেপির রাজ্য নেতৃত্ব ।
আরও পড়ুন : দলবিরোধী মন্তব্য, শান্তনু ঠাকুরকে চিঠি দিয়ে সতর্ক করল বিজেপি
নবগঠিত জেলার সভাপতি করা হয়েছে শান্তনু অনুগামী মনস্পতিকে । তাঁর অধীনে থাকবে বনগাঁ মহকুমার গাইঘাটা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ ও বাগদা বিধানসভা । বুধবার কলকাতায় দলের রাজ্য কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে ।