ETV Bharat / state

Municipality By Poll বনগাঁ পৌরসভা উপনির্বাচনে উত্তেজনা, তৃণমূল বিজেপি হাতাহাতি - Bongaon Municipality By Poll

পৌরসভা উপনির্বাচন ঘিরে ধুন্ধুমার কাণ্ড বনগাঁয় ৷ এলাকার 14 নং ওয়ার্ডে রীতিমতো হাতাহাতি হল বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে ৷ বাদ যাননি মহিলা কর্মীও (Municipality By Poll) ৷

Municipality By Poll
বনগাঁ পৌরসভা উপনির্বাচনে মারপিট
author img

By

Published : Aug 21, 2022, 11:33 AM IST

বনগাঁ, 21 অগস্ট: উপনির্বাচন ঘিরে উত্তপ্ত বনগাঁ পৌরসভা ৷ রবিবার সকালে পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের উপনির্বাচন চলাকালীন তৃণমূলের বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ তুলল বিজেপি ৷ কার্যত হিংসাত্মক পরিস্থিতির ছবি ধরা পড়ল ক্যামেরায় ৷ 'রিগিং'কে কেন্দ্র করে বিজেপি এবং তৃণমূলের মধ্যে রীতিমতো মারপিট চলে ৷ বাদ যাননি মহিলারাও (BJP alleges of rigging against TMC in Bongaon Municipality By Poll) ৷

গান্ধি পল্লি বিবেকান্দ বিদ্যাপীঠ স্কুলের 213 ও 214 নম্বর বুথে ভোট লুঠের অভিযোগ তোলে বিজেপি (Bongaon Municipality By Poll)। তৃণমূল বহিরাগত এনে ভোট লুঠ করছে বলে অভিযোগ করে তারা । এরইমধ্যে ভোটকেন্দ্র থেকে এক মহিলাকে বের হতে দেখা যায় ৷ তাঁর পিছনে ধাওয়া করে বিভিন্ন সংবাদমাধ্যমের ক্যামেরা ৷ তিনি অবশ্য এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এবং জানান যে বাজার করতে বেরিয়েছেন ৷ পরে এক স্থানীয় বাসিন্দার সাহায্যে এলাকা ছেড়ে চলে যান মহিলা ৷

বনগাঁ পৌরসভা উপনির্বাচনে ধুন্ধুমার কাণ্ড

আরও পড়ুন: উপনির্বাচনে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে

বুথের বাইরে উত্তেজনার সৃষ্টি হয় ৷ তৃণমূলকে ঘিরে 'চোর চোর' স্লোগান দিতে থাকে বিজেপি । এরপরই বিজেপি-তৃণমূল কর্মীরা মারামারিতে জড়িয়ে পড়েন । বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের দেহরক্ষী ও বিজেপির মহিলা কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে আসেন পুলিশ আধিকারিকরা । স্থানীয় বিজেপি নেত্রী দোলন রায়ের অভিযোগ, রিগিং করা হচ্ছে ৷ প্রশাসন যদি সঠিক বিচার করে তাহলে এখান থেকে বিজেপি জিতবে ৷

বনগাঁ, 21 অগস্ট: উপনির্বাচন ঘিরে উত্তপ্ত বনগাঁ পৌরসভা ৷ রবিবার সকালে পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের উপনির্বাচন চলাকালীন তৃণমূলের বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ তুলল বিজেপি ৷ কার্যত হিংসাত্মক পরিস্থিতির ছবি ধরা পড়ল ক্যামেরায় ৷ 'রিগিং'কে কেন্দ্র করে বিজেপি এবং তৃণমূলের মধ্যে রীতিমতো মারপিট চলে ৷ বাদ যাননি মহিলারাও (BJP alleges of rigging against TMC in Bongaon Municipality By Poll) ৷

গান্ধি পল্লি বিবেকান্দ বিদ্যাপীঠ স্কুলের 213 ও 214 নম্বর বুথে ভোট লুঠের অভিযোগ তোলে বিজেপি (Bongaon Municipality By Poll)। তৃণমূল বহিরাগত এনে ভোট লুঠ করছে বলে অভিযোগ করে তারা । এরইমধ্যে ভোটকেন্দ্র থেকে এক মহিলাকে বের হতে দেখা যায় ৷ তাঁর পিছনে ধাওয়া করে বিভিন্ন সংবাদমাধ্যমের ক্যামেরা ৷ তিনি অবশ্য এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এবং জানান যে বাজার করতে বেরিয়েছেন ৷ পরে এক স্থানীয় বাসিন্দার সাহায্যে এলাকা ছেড়ে চলে যান মহিলা ৷

বনগাঁ পৌরসভা উপনির্বাচনে ধুন্ধুমার কাণ্ড

আরও পড়ুন: উপনির্বাচনে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে

বুথের বাইরে উত্তেজনার সৃষ্টি হয় ৷ তৃণমূলকে ঘিরে 'চোর চোর' স্লোগান দিতে থাকে বিজেপি । এরপরই বিজেপি-তৃণমূল কর্মীরা মারামারিতে জড়িয়ে পড়েন । বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের দেহরক্ষী ও বিজেপির মহিলা কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে আসেন পুলিশ আধিকারিকরা । স্থানীয় বিজেপি নেত্রী দোলন রায়ের অভিযোগ, রিগিং করা হচ্ছে ৷ প্রশাসন যদি সঠিক বিচার করে তাহলে এখান থেকে বিজেপি জিতবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.