ETV Bharat / state

নৈহাটির তৃণমূল কাউন্সিলরের নামে সোশাল মিডিয়ায় অপপ্রচার, অভিযুক্ত BJP

নৈহাটি পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা পৌর পারিষদ এবং নৈহাটির যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সনৎ দে-এর বিরুদ্ধে BJP সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার করছে বলে অভিযোগ ৷ তাঁর নামে টাকা নয়ছয়, কাটমানি নেওয়া এবং বিপুল পরিমাণ অর্থের মালিকানা নিয়ে অভিযোগ তোলা হয়েছে । ঘটনায় BJP-র এক সক্রিয় কর্মীর বিরুদ্ধে আদালতে মানহানির মামলা দায়ের করেছেন সনৎবাবু ৷

সনৎ দে
author img

By

Published : Oct 14, 2019, 8:10 PM IST

Updated : Oct 14, 2019, 10:49 PM IST

নৈহাটি, 24 অক্টোবর: নৈহাটি পৌরসভার অনাস্থা ভোটের আগে 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় অপপ্রচারের অভিযোগ BJP-র বিরুদ্ধে ৷ আদালতের দ্বারস্থ হয়ে BJP কর্মী কমল সরকারের বিরুদ্ধে মানহানির মামলা করলেন যুব তৃণমূল নেতা সনৎ দে ৷

নৈহাটি পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা পৌর পারিষদ ও নৈহাটির যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সনৎ দে-এর বিরুদ্ধে BJP সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার করছে বলে অভিযোগ ৷ তাঁর নামে টাকা নয়ছয়, কাটমানি নেওয়া এবং বিপুল পরিমাণ অর্থের মালিকানা নিয়ে অভিযোগ তোলা হয়েছে । নৈহাটির BJP-র এক সক্রিয় কর্মী কমল সরকার তাঁর নামে এই অভিযোগ তুলে তা সোশাল মিডিয়ায় ভাইরাল করেছে বলে অভিযোগ ।

copy
আইনি নোটিশ

সনৎবাবুর অভিযোগ, BJP-র চক্রান্তেই বিভিন্ন সোশাল মিডিয়ায় তাঁর নামে কুৎসা ছড়ানো হচ্ছে । আগামী 16 অক্টোবর বারাসাত জেলাশাসকের দপ্তরে নৈহাটি পৌরসভার আস্থা ভোট হবে । তার আগে ইচ্ছাকৃতভাবে BJP কুৎসা ছড়াচ্ছে ৷ তাঁর দাবি, BJP নৈহাটি পৌরসভার আস্থা ভোটে হার নিশ্চিত ধরে নিয়েই এই ধরনের চক্রান্ত চালিয়ে যাচ্ছে । এতে BJP কোনও ভাবেই সফল হবে না৷ তিনি কমল সরকারের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা দায়ের করেছেন ৷

pictute
এইসব ছড়িয়ে পড়েছিল সোশাল মিডিয়ায়

BJP-র ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভানেত্রী ফাল্গুনি পাত্রের দাবি, "বিষয়টি BJP তৃণমূলের কোনও ব্যাপারই নয় । সাধারণ মানুষের তরফে এই পোস্টার পড়েছে । সনৎ দে একজন অ্যাম্বুলেন্স চালক ছিলেন ৷ একটি ওষুধের দোকানে কাজ করতেন । হঠাৎ করে তৃণমূল দলের কাউন্সিলর নির্বাচিত হয়ে কী ভাবে তিনি এই বিপুল পরিমাণ অর্থের মালিক হলেন ? সাধারণ মানুষ জানতে চায় । তাই এই প্রচার সাধারণ মানুষের তরফে করা হয়েছে । যদি তিনি আদালতের দ্বারস্থ হয়ে থাকেন তাহলে আমরাও আদালতে গিয়ে এই বিপুল পরিমাণ অর্থ নিয়ে প্রশ্ন তুলব ।"

শুনুন ফাল্গুনি পাত্র ও সনৎ দে-র বক্তব্য

নৈহাটি, 24 অক্টোবর: নৈহাটি পৌরসভার অনাস্থা ভোটের আগে 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় অপপ্রচারের অভিযোগ BJP-র বিরুদ্ধে ৷ আদালতের দ্বারস্থ হয়ে BJP কর্মী কমল সরকারের বিরুদ্ধে মানহানির মামলা করলেন যুব তৃণমূল নেতা সনৎ দে ৷

নৈহাটি পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা পৌর পারিষদ ও নৈহাটির যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সনৎ দে-এর বিরুদ্ধে BJP সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার করছে বলে অভিযোগ ৷ তাঁর নামে টাকা নয়ছয়, কাটমানি নেওয়া এবং বিপুল পরিমাণ অর্থের মালিকানা নিয়ে অভিযোগ তোলা হয়েছে । নৈহাটির BJP-র এক সক্রিয় কর্মী কমল সরকার তাঁর নামে এই অভিযোগ তুলে তা সোশাল মিডিয়ায় ভাইরাল করেছে বলে অভিযোগ ।

copy
আইনি নোটিশ

সনৎবাবুর অভিযোগ, BJP-র চক্রান্তেই বিভিন্ন সোশাল মিডিয়ায় তাঁর নামে কুৎসা ছড়ানো হচ্ছে । আগামী 16 অক্টোবর বারাসাত জেলাশাসকের দপ্তরে নৈহাটি পৌরসভার আস্থা ভোট হবে । তার আগে ইচ্ছাকৃতভাবে BJP কুৎসা ছড়াচ্ছে ৷ তাঁর দাবি, BJP নৈহাটি পৌরসভার আস্থা ভোটে হার নিশ্চিত ধরে নিয়েই এই ধরনের চক্রান্ত চালিয়ে যাচ্ছে । এতে BJP কোনও ভাবেই সফল হবে না৷ তিনি কমল সরকারের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা দায়ের করেছেন ৷

pictute
এইসব ছড়িয়ে পড়েছিল সোশাল মিডিয়ায়

BJP-র ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভানেত্রী ফাল্গুনি পাত্রের দাবি, "বিষয়টি BJP তৃণমূলের কোনও ব্যাপারই নয় । সাধারণ মানুষের তরফে এই পোস্টার পড়েছে । সনৎ দে একজন অ্যাম্বুলেন্স চালক ছিলেন ৷ একটি ওষুধের দোকানে কাজ করতেন । হঠাৎ করে তৃণমূল দলের কাউন্সিলর নির্বাচিত হয়ে কী ভাবে তিনি এই বিপুল পরিমাণ অর্থের মালিক হলেন ? সাধারণ মানুষ জানতে চায় । তাই এই প্রচার সাধারণ মানুষের তরফে করা হয়েছে । যদি তিনি আদালতের দ্বারস্থ হয়ে থাকেন তাহলে আমরাও আদালতে গিয়ে এই বিপুল পরিমাণ অর্থ নিয়ে প্রশ্ন তুলব ।"

শুনুন ফাল্গুনি পাত্র ও সনৎ দে-র বক্তব্য
Intro:আগামী বুধবার নৈহাটি পৌরসভার অনাস্থা ভোটের আগে নৈহাটি পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার এর অভিযোগে সরগরম নৈহাটির রাজনৈতিক প্রেক্ষাপট....
Body:আগামী বুধবার নৈহাটি পৌরসভার অনাস্থা ভোটের আগে নৈহাটি পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার এর অভিযোগে সরগরম নৈহাটির রাজনৈতিক প্রেক্ষাপট....


নৈহাটি পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা পৌর পরিষদ ও নৈহাটি শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সনৎ দে-এর বিরুদ্ধে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় টাকা নয়ছয়, কাটমানি নেওয়া এবং বিপুল পরিমাণ অর্থের মালিকানা নিয়ে অভিযোগ তোলা হয়েছে।নৈহাটির এক যুবক কমল সরকার তৃণমূল নেতা সনৎ দে -এর নামে এই অভিযোগ তুলে সোস্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছে বলে অভিযোগ। কমল সরকার নামে এই যুবক এলাকার সক্রিয় বিজেপি কর্মী বলেই পরিচিত। সেকারণেই সনৎ বাবুর অভিযোগ বিজেপির চক্রান্তেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তার নামে এভাবে কুৎসা ছড়ানো হচ্ছে। কারণ আগামী 16 অক্টোবর নৈহাটি পৌরসভার অনাস্থা ভোট হতে চলেছে বারাসাত জেলাশাসকের দপ্তরে। ঠিক তার আগেই সোশ্যাল মিডিয়ায় এভাবে একজন তৃণমূল নেতা এবং তৃণমূল দলের বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করা হচ্ছে। বিজেপি এই নৈহাটি পৌরসভার অনাস্থা ভোটে হার নিশ্চিত ধরে নিয়েই এধরনের চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এতে বিজেপি কোন ভাবেই সফল হবে না বলে সনৎ দে জানান।অন্যদিকে সোস্যাল মিডিয়ায় এই অপপ্রচার এর অভিযোগে বিজেপি কর্মী কমল সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়ে মানহানির মামলা করেছেন যুব তৃণমূল নেতা সনৎ দে।

এবিষয়ে, বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভানেত্রী ফাল্গুনী পাত্রের দাবী, এইটা বিজেপি তৃণমূলের কোনো ব্যাপারই নয়। সাধারণ মানুষের তরফেই এই পোষ্টার পড়েছে। কারণ এই সনৎ দে একজন এ্যাম্বুলেন্স চালক ছিল এবং একটি ওষুধের দোকানে কাজ করতো। হঠাৎ করে তৃণমূল দলের কাউন্সিলর নির্বাচিত হয়ে কিভাবে তিনি এই বিপুল পরিমাণ অর্থের মালিক হলেন। তা সাধারণ মানুষ জানতে চায়। তাই এই প্রচার সাধারণ মানুষের তরফে করা হয়েছে। যদি তিনি আদালতের দ্বারস্থ হয়ে থাকেন তাহলে আমরাও আদালতে গিয়ে এই বিপুল পরিমাণ অর্থ নিয়ে প্রশ্ন তুলবো। সবমিলিয়ে আগামী বুধবার নৈহাটি পৌরসভার অনাস্থা ভোটের আগে তৃণমূল বিজেপির মধ্যে রাজনৈতিক দরজা চলছে জোর কদমে।Conclusion:
Last Updated : Oct 14, 2019, 10:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.